সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও বেশ ভালো আছি।প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে অরিগ্যামি তৈরি। অরিগ্যামি মূলত: ভাজের খেলা। আজ আমি একটি প্রজাপতির অরিগ্যামির তৈরি করবো। উপকরণ হিসেবে ব্যবহার করেছি সাদা, কাগজ,সাইন পেন,গামসহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, কিভাবে তৈরি হলো প্রজাপতির অরিগ্যামি । আশাকরি ভাল লাগবে আপনাদের।
উপকরণ
১। সাদা কাগজ
২।মোম রং
৩। গাম
৪।কাচি
৫।পেন্সিল
৬।বিভিন্ন রং এর সাইন পেন
৭। বিভিন্ন রং এর চুমকি
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে ছয় বাই ছয় ও সারে পাচ বাই সাড়ে পাচ ইঞ্চি সাইজের দু'টুকরো সাদা কাগজে নিতে হবে।
ধাপ-২
টুকরো করা সাদা কাগজ দু'টির চারপাশে মোম রং দিয়ে দু' রং করে নিতে হবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৩
কাগজ দু'টোর সম্পূর্ণ অংশে সাইন পেন দিয়ে বিন্দু একে নিতে হবে। যাতে প্রজাপতির পাখাটা দেখতে ভাল লাগে।
ধাপ-৪
এরপর কাগজ দু'টিকে ভাজ করে নিতে হবে। ছবির মতো করে। প্রজাপতির পাখা তৈরির জন্য।
ধাপ-৫
একটি বার বাই এক ইঞ্চি সাইজের লম্বা কাগজ কেটে নিতে হবে। প্রজাপতির শুর তৈরি করার জন্য।এবং কেটে নেয়া কাগজটি চিকন করে ভাজ করে নিতে হবে। এবং উপরের পাখার মাঝ বরাবর গাম দিয়ে লাগিয়ে নিতে হবে।
ধাপ-৬
এরপর পাখা দু'টোকে মাঝ বরাবর জোড়া দেয়ার জন্য এক টুকরো কাগজ,চিকন করে ভাজ করে নিতে হবে। এবং রং করে নিতে হবে,ভাল লাগার জন্য। এরপর কাগজটি পাখা দু'টির মাঝ বরাবর গাম দিয়ে লাগিয়ে দিতে হবে শুরটি সহ।
ধাপ-৭
এবার তৈরি করা শুর দু'টি তে কিছু চুমকি গাম দিয়ে লাগিয়ে দিতে হবে। এবং প্রজাপতির পাখাতেও গাম দিয়ে চুমকি লাগিয়ে দিতে হবে। দেখতে সুন্দর লাগার জন্য। এবং শুর দু'টিকে প্যাচিয়ে দিতে হবে। আর তাহলেই তৈরি হয়ে যাবে একটি সুন্দর প্রজাপতি অরিগ্যামি।
উপস্থাপনা
আশাকরি, আজকের সাদা কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করা আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে সুন্দর দেখা যায়। আপনি খুব সুন্দর করে প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। যেটা দেখতে সুন্দর লাগছে। আসলে রঙিন কাগজের যে কোনো জিনিস তৈরি করতে আমারও খুব ভালো লাগে। সময় পেলে আমিও বসে পড়ি রঙিন কাগজ নিয়ে কোনো কিছু তৈরি করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রজাপতির অরিগামি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক তাই রঙ্গিন কাগজ দিয়ে যেকোন জিনিস বানালে বেশ সুন্দর লাগে।অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই অরিগ্যামি মূলত ভাজের খেলা। ভাজের মাধ্যমে অনেক সুন্দর প্রজাপতি তৈরি করা যায়। আপু আপনার প্রজাপতিটি দেখতে অনেক চমৎকার লাগছে ।ধন্যবাদ এত সুন্দর প্রজাপতি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু অরিগ্যামি মূলত ভাজের খেলা। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অরিগামিটা সুন্দর হয়েছে। আর তৈরীর প্রতিটি ধাপে খুব চমৎকার বর্ণনা ছিল। এবং প্রজাপতির ডানায় কালারফুল চুমকি বসিয়ে দেওয়ায় বেশি সুন্দর লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাদা কাগজ,মোম রঙ,চুমকি দিয়ে দারুন একটি প্রজাপতি করলেন আপু।দেখতে খুবই সুন্দর হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরলেন। দারুন হয়েছে দেখতে।শেয়ার করার জন্য অনেক অভিনন্দন আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি খু্বি সুন্দর হয়েছে। আপনার ডাই পোস্ট ধাপে গুলো দেখে শিখতে পারলাম, পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই করবেন । আশাকরি ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আপনি কাগজ মোম রং ও চুমকি দিয়ে খুব সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। চুমকি ব্যবহার করার কারণে প্রজাপতিটির বেশ ফুটে উঠেছে। এত সুন্দর একটি প্রজাপতি আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজ দিয়ে প্রজাপতির অরিগামি তৈরি করার কারনে একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চুমকি ব্যবহার করার ফলে এই প্রজাপতির অরিগামি দেখতে আরো সুন্দর হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit