"আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা - ২৫।। সাতকড়ার ঝাল-টক আচার।

in hive-129948 •  2 years ago 

শুভেচ্ছা সবাইকে

সবাই ভালো আছেন আশাকরি?আমিও ভালো আছি। প্রিয় আমার বাংলা ব্লগ বরাবরের মত এবারও প্রতিযোগিতার আয়োজন করেছে। এবারের বিষয় জিভে জল নিয়ে আসা রেসিপি আচার। বাঙালির রসনা বিলাসের কথা সর্বজনবিদিত। নতুন করে এ বিষয়ে আমার বলার কিছু নেই! আচার পছন্দ করেননা, এ ধরণের মানুষের সংখ্যা হাতে গোনা। যেহেতু এবার "আমার বাংলা ব্লগে প্রতিযোগিতা-২৫ | শেয়ার কর তোমার প্রিয় স্বাদের আচারের রেসিপি",তাই আমিও আগ্রহী হয়ে উঠলাম,শেয়ার করি বন্ধুদের সাথে আমার প্রিয় আচারের রেসিপিটি। আর প্রতিযোগিতায় অংশ গ্রহণেই বড় কথ। বন্ধুরা আজ যে আচারের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে সাতকড়ার ঝাল -টক আচার।

সাতকড়া লেবু জাতীয় ফল। দেখতে লেবুর মতই কিন্তু সাইজে বড়। প্রচুর পরিমাণে ভিটামিন সি',ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায় ফলটিতে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক। বিশেষ করে কোলেস্টোরেল নিয়ন্ত্রণে অনেক সহায়ক। বাংলাদেশের সিলেট অঞ্চলে এই লেবু জাতীয় ফলটির ব্যাপক চাষ হয়ে থাকে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণের বিষয়ে চিন্তা করতে যেয়ে ভাবলাম এখন তো জলপাইয়ের সিজন। জলপাইয়ের আচার করি। হঠাৎ মনে পড়লো আমার ফ্রিজেতো সিলেট থেকে নিয়ে আসা সাতকড়া আছে!! যাই ভাবা তাই কাজ শুরু করে দিলাম! কিন্তু বন্ধুরা আস্ত সাতকড়া ছিলনা! দীর্ঘদিন সংরক্ষণের জন্য টুকরো টুকরো করে ভাপিয়ে রাখা ছিল। তাই দিয়েই আজকের আচারের রেসিপি।আশাকরি ভালো লাগবে আপনাদের।

বন্ধুরা তাহলে আসুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করলাম সাতকড়ার ঝাল-টক আচার

1.jpg

প্রধান উপকরণঃ

১। সাতকরাঃ ১৫০গ্রাম
২। জলপাইঃ ৫০ গ্রাম
৩। রসুনঃ ২৫ গ্রাম
2.jpg

3.jpg

ব্যবহৃত মশলাঃ

১।আদা
২।জিরা
৩।ধনে
৪। সরিষার তেল
৫।শুকনো মরিচ
৬।মৌরি
৭।কালজিরা
৮।মেথি
৯। তেজপাতা
১০। দারুচিনি
১১। লং
১২। গোলমরিচ
১৩। এলাচ
১৪। হলুদ
১৫।জয়ত্রি
১৬। জায়ফল
১৭। নাগা মরিচ
১৮। লবন
১৯। সরিষা(কাল,সাদা)
২০। সাদা সিরকা

5.jpg

4.jpg

১ম ধাপঃ

প্রথমে কালজিরা,তেজপাতা ও নাগামরিচ বাদে সকল গোটা মশলা সিরকা দিয়ে মিহি করে বেটে নেই। এরপর সাতকড়া ও জলপাই ছোট টুকরো করে কেটে নেই। এবং রসুনের কোয়াগুলো ছিলে পরিস্কার করে ধুয়ে টিসু দিয়ে পানিমুক্ত করে নেই।
11.jpg

3.jpg

২য় ধাপঃ

প্রথমে একটি কড়াই চুলায় গরম হওয়ার জন্য বাসাই। কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমান মতো সরিষার তেল দিয়ে দেই।
6.jpg

৩য় ধাপঃ

তেল গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মত কালজিরা ও দুটো তেজপাতা ফোড়ন দেই।
7.jpg

৪র্থ ধাপঃ

এরপর রসুন দেই।রসুন কিছুটা সিদ্ধ হয়ে এলে তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সাতকড়ার টুকরোগুলো দিয়ে দেই।
9.jpg

12.jpg

৫ম ধাপঃ

এরপর আগে থেকে টুকরো করে রাখা জলপাইগুলো দিয়ে দেই। এবং পরিমাণ মতো লবন ও হলুদ দিয়ে দেই।
14.jpg

15.jpg

13.jpg

৬ষ্ঠ ধাপঃ

এ পর্যায়ে আগে থেকে সিরকা দিয়ে বেটে নেয়া সমস্ত মশলা দিয়ে দেই। এবং কুচি করে কাটা নাগা মরিচ দিয়ে দেই। সকল উপকরণ ভাল্ভাবে নেড়ে মিশিয়ে নেই। লবন ঝাল ঠিক মতো হয়েছে কিনা তা চেখে দেখে নেই। সব ঠিক থাকায় আচারটি নামিয়ে নেই। এখানে উল্লেখ্য যে মশলা দেয়ার পর বেশিক্ষন জাল দেয়া যাবে না । তাহলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
17.jpg

22.jpg

৭ম ধাপঃ

এরপর আচারটি ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে ঢেলে দেই। আচার ঠান্ডা হয়ে গেলে ,একটি কাচের বোয়ামে সামান্য লবন দিয়ে আচার ঢেলে দেই। সিরকা বাবহারের কারনে এ আচার বাইরে রেখেই খাওয়া যাবে। কিছুদিন পরপর একটু রোদে দিতে হবে।
18.jpg

শেষ ধাপ

ব্যাস হয়ে গেল সাতকড়ার ঝাল-টক আচার।
19.jpg

এই আচারটি খিচুরি,সাদাভাত ও ডালের সাথে খেতে বেশ মজার!

সবাইকে অনেক অনেক ধন্যবাদ

মোবাইল ফটোগ্রাফিঃস্যামসং এ১০

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সাতকড়ার আচার।আহা এর স্বাদ এখনো জীভে লেগে আছে।অনেকদিন পরে দেখলাম।সব থেকে বেস্ট আচার।এটা যে খায়নি এর মর্ম সে বুঝতে পারবে না।আশা করি খুব সুস্বাদু হয়েছে।শুভ কামনা রইল আপু।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

এই আচারটা আমি কখনোই খাইনি। এমনকি কখনো দেখেছি বলে মনে হয় না। এবারের প্রতিযোগিতার কারণে বেশ ইউনিক কিছু আচারের রেসিপি দেখলাম। কিছু কিছু জিনিসের যে আচার তৈরি করা যায় এটাও জানা ছিল না। আপনার রেসিপিটি আমার কাছে একদম ইউনিক লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রতিযোগিতায়।

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। সাতকড়া অনেকই চেনে না। এটা সিলাটে চাষ হয়।

যদিও প্রতিযোগিতা শেষ হয়েছে, তবুও ভালো পোস্টের কদর সব সময়।আমি এই লেবুর নাম কখনও শুনি নি। তবে যা মশলা ব্যাবহার , তার গন্ধ মনে হয় পাশের বাড়ির সবাই পেয়ে আপনার বাড়ি চলে এসেছে। 😃 শুভেচ্ছা জানাই।

এ লেবু বাংলাদেশ এর সিলেট জেলায় চাষ করা হয়। সিলাটে সাতকড়া মাস,মাংস সহ বিভিন্ন রান্নায় ব্যবহার করে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।