শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা?
আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি।
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঢাকায় সকাল থেকেই অবিরাম বৃষ্টি ও ঝড়ো হাওয়া। শীতের পরশ নিয়ে এসেছে প্রকৃতি।
বাহিরে কাজ ছিল,আবহাওয়া প্রতিকুল থাকায় যাওয়া হয়নি। তাই এই অবসরে বন্ধুদের জন্য একটি হাতের কাজ নিয়ে হাজির হয়েছি।আশাকরি ভালো লাগবে আপনাদের।
আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি কাজ ,আর তা হলো গহনা তৈরি। আমি আজ একটি অতি সহজ পাথরের গহনা সেট তৈরি করবো যা সকল আউট ফিটের সাথে মানানসই। তাহলে দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম কানের দুল আর গলার লকেট সহ সুন্দর একটি পাথরের গহনা সেট।
পাথরের গহনা সেট।
টুলসঃ
১। লং নোস প্লায়ার
২। কাটার
উপকরণঃ
১। সবুজ পাথরঃ ৩ পিস
২। হেড পিনঃ ৩ পিস
৩। ছোট জাম্প রিংঃ ৩ পিস
৪। টপঃ ২ পিস
৫। রুপালি পুথিঃ ৬পিস
তৈরির পদ্ধতিঃ
১ম ধাপঃ
প্রথমে হেড পিনে রুপালী রঙ্গের পুথি ঢুকিয়ে নিতে হবে। নিচের ছবির মতো করে।
২য় ধাপঃ
এরপর এক এক করে হেড পিনে সবুজ রঙ্গের পাথর ও রুপালী পুথি ঢুকিয়ে নিতে হবে। এরপর হেডপিনের অতিরিক্ত অংশটি কেটে নিতে হবে। হেড পিনের মাথা বাকিয়ে একটি লুপ তৈরি করে নিতে হবে। নিচের ছবির মতো করে।
৩য় ধাপঃ
এরপর একটি ছোট জাম্প রিং দিয়ে তৈরিকৃত লুপটি টপের সাথে যুক্ত করে নিলেই তৈরি হয়ে যাবে একটি সিম্পল সুন্দর কানের দুল। এভাবে দুটো কানের দুল তৈরি করে নিতে হবে।
৪র্থ ধাপঃ
এখন গলার লকেট তৈরি করে নিতে হবে। কানের দুলের মতো করে তৈরি করে নিয়ে কেবল লুপের মধ্যে একটি জাম্প রিং ঢুকিয়ে নিলেই হয়ে যাবে । তারপর জাম্প রিং এর মধ্যে একটি চেইন ঢুকিয়ে নিলেই গলায় পরার জন্য তৈরি লকেট।
শেষ ধাপঃ
কানের দুল আর লকেট মিলে তৈরি হয়ে গেল সুন্দর একটি পা্থরের গহনা সেট।
পাথরের গহনা সেট।
ঘূর্ণিঝড় সিত্রাং এ উপকূলের মানুষরা নিরাপদে থাকুক এই কামনা করি।
সবার মঙ্গল হোক।
মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসং এ১০
হাতের তৈরি গহনার সেট গুলা আমার কাছে অনেক ভাল লাগে।তাও আপনি পাথর দিয়ে তৈরি করেছেন বেশ সুন্দর হয়েছে।ঘূর্ণিঝড় সিত্রাং আমাকে শেষ করে দিল।আমার আজকে অনেক কাজের পরিকল্পনা ছিল কিন্তু আবহাওয়ার কারণেই কিছু করতে পারলাম না।তাও আবার বিদ্যুতের করুন অবস্থা।এখন বিদ্যুৎ আসার কারণে লিখতে বসলাম।সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর আগেও আপনার হাতের কাজ গুলো দেখেছিলাম। যদিও এই ধরনের হাতের কাজ আমার ভীষণ পছন্দের। আপনি আজকে খুব সুন্দর একটা গহনার সেট তৈরি করলেন। আসলে আমরা বাজার থেকে যতই কিনে পড়ি না কেন নিজের হাতে তৈরি করা জিনিস গুলো বেশ ভালো লাগে। এমনকি অনেক সুন্দর একটা অনুভূতির সৃষ্টি হয়। আপনার তৈরি করা কখন আর সেট বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জেনে ভালো লাগলো যে আপনি আমার আগে তৈরি করা গহনার পোস্টগুলো দেখেছেন।ধন্যবাদ কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে কখনো এরকম পাথরের গহনা সেট করা দেখি নাই। কিন্তু আজকে আপনার মাধ্যমে সেটা অনেক সুন্দর ভাবে দেখতে পেলাম এবং ধাপগুলো দেখে অনেক ভালোভাবে বুঝতে পারলাম। আপনি অনেক সুন্দর ভাবে পাথরের মধ্যে গহনা সেট করেছেন আর সেটা অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গহনা তৈরির ধাপগুলো আপনার কাছে সহজ লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার হাতের কাজগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর গহনার সেট তৈরি করেছেন। এর আগেও আপনি এরকম হাতের কাজ করেছিলেন। যেগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। নিজের হাতে তৈরি করা এরকম জিনিস গুলো বেশ ভালোই লাগে। আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। সত্যি আপনি প্রশংসার যোগ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি সুন্দর বানিয়েছেন! আপনার বিজনেস আছে? আমি কবে থেকে শেখার জন্য ভাবছি। কিন্তু ভালো জায়গাও নেই।আপনি ক্লাস ও তো করাতে পারেন। তবে ছবি টা একটু গ্লুমী এসেছে। ঠিক ভাবে ফোকাস নেয় নি ক্যামেরা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। আমি ফটোগ্রাফি তেমন ভাল পারি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit