"নিজের হাতে তৈরি গলার মালা"এবার পূজায় হোক নারীর প্রথম পছন্দ।

in hive-129948 •  2 years ago 

শরতের মেঘলা আকাশ,ভ্যাপসা গরম আর গুমোট আবহাওয়ায় প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
বন্ধুরা কেমন আছেন সাবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।
সামনেই পুজা।সবাই নতুন কাপড় কেনা নিয়ে ব্যস্ত।
আর নারীদের কাপড়ের সাথে চাই মানানসই গহনা!
আর তা যদি হয় নিজের হাতের তৈরি তাহলে তো সোনায় সহাগা। আর তাইতো আজ আমি হাজির হয়েছি নিজের হাতে তৈরি গলার মালা নিয়ে।
12.jpg
নিজের হাতে তৈরি গলার মালা।

আসুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম গলার মালা।

টুলসঃ
১।লং নোস প্লায়ার
২।কাটার
13.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
১।লকেট-১ পিস।
২।সিল্ভার বল-২ পিস।
৩।সিল্ভার লুপ বলঃপ্রয়োজন অনুযায়ী।
৪।নাইলন সুতাঃপ্রয়োজন অনুযায়ী।
9.jpg
লকেট,সিলভার বল,লুপ বল ও নাইলন সুতা।

বানানোর পদ্ধতিঃ

১ম থাপঃ
প্রথমে সুতার মধ্যে সিলভার লুপ বল একটি একটি করে গেথে নিতে হবে ১২ইঞ্জি পর্যন্ত। নিচের ছবির মত করে।অথবা যে যত লম্বা পড়বে ততটুকু গেথে নিতে হবে।
6.jpgছো।ট সিল্ভার লুপ বল গাথা হচ্ছে।
2 (1).jpg১২" লম্বা মালা বানানো হচ্ছে সিল্ভার লুপ বল দিয়ে।

২য় ধাপঃ
এখন বড় সিল্ভার বলটি গেথে নিতে হবে।তারপর লকেটটি গেথে নিতে হবে। নিচের ছবির মত করে।
4.jpgবড় সিল্ভার বল গাথা হচ্ছে।
5.jpgলকেট ঢুকানো হচ্ছে সুতার ম্থ্যে।
৩য় ধাপঃ
এখন আরেকটি বড় সিল্ভার বল সুতার ম্থ্যে ঢুকিয়ে নিতে হবে।
আগের মত করে সিল্ভার লুপ বল দিয়ে মালার অন্য পাশ ও ১২ ইঞ্চি লম্বা মালা গেথে নিতে হবে।
এরপর সুতার দু মাথা ভালোভাবে গিট দিয়ে নিতে হবে।
হয়ে গেল নিজের হাতে তৈরি সুন্দর একটি গলার মালা
11.jpgনিজের হাতে তৈরি গলার মালা।

সবার মঙ্গল হোক।
ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃস্যামসাং এ-১০

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার দক্ষতা না থাকলে আপনি নিজের হাতে এরকম একটি গহনা তৈরি করতে পারতেন না। আপনি খুবই দক্ষতা সহকারে ই এই গহনাটি তৈরি করেছেন বিভিন্ন রকমের পুতি ব্যবহার করে। এটি গলায় দিলে ভীষণ ভালো দেখাবে।

গহুনয তৈরি করা আমার শখ।আমি নিজের গহনা নিজে বানাই ও অন্যকে উপহার দেই।ধন্যবাদ কমেন্ট কমেন্ট করার জন্য।

আপনি অনেক সুন্দর ভাবে নিজের হাতে গলার মালা তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর হবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ কমেন্ট করার জন্য।চেস্টা করেছি মালা তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের জন্য।

এই ধরনের মালা গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সহিত মালাটি তৈরি করেছেন আপু। পুজোর সাজে এই ধরনের মালা গুলো খুব ভালো মানানসই হয়ে থাকে। ধন্যবাদ আপু পুজো কথা চিন্তা করে সুন্দর মালাটি তৈরি করার জন্য।

পুজোর সাজের সাথে মালাটি বেশ মানাবে বলে আমার মনে হয়।ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

পূজোতে সব মেয়েরাই চায় নতুন জামা, নতুন জুতা,
নতুন অরনামেন্ট পড়তে। আপনি খুব সুন্দরভাবে সিলভার লুপ বল দিয়ে একটি মালা বানিয়েছেন। আমার মনে হচ্ছে অনেকেই আপনার এই প্রসেস ফলো করে মালা বানাবে। শেষ ধাপে গিয়ে মালাটি দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি মালা বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে ও পোস্টটি পড়ার জন্য।আমার মালা তৈরি দেখে কেউ যদি বানায় তাহলে আমারও ভাল লাগবে।

নিজের হাতে তৈরি গলার মালা শেয়ার করেছেন দারুন হয়েছে। প্রশংনীয় কাজ ইউনিক আইডিয়া ছিলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

আপনার হাতের কাজ তো তাক লাগিয়ে দেওয়ার মত। আমি ভীষণ আপ্লুত হলাম। আমআরও ইচ্ছে হয় এমন গয়না ডিজাইন করা শিখি। কিন্তু ভয় হয় ভেবে যে আদেও পারব কিনা! খুব পছন্দ হল আমার।

আপনি চেষ্টা করলে পারবেন।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।