টক ঝাল মিষ্টি মুরগীর মাংস ভুনা।

in hive-129948 •  2 years ago 

আজ ১০ আশ্বিন, শরৎ কাল,
১৪২৯ বঙ্গাব্দ।
আজ প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুদের সামনে হাজির হয়েছি রান্নার রেসিপি নিয়ে।
আশাকরি সবাই ভালো আছেন?আমিও ভালো আছি।
টক ঝাল মিষ্টি মুরগীর মাংস ভুনা রান্নার আদ্যপান্ত এখন দেখবো আমরা।
1.jpg টক ঝাল মিষ্টি মুরগীর মাংস ভুনা।

আশাকরি নিরাশ হবেন না!
ভালো ও মন্দ যাই লাগুক কমেন্ট করে জানাবেন।

উপকরণ
১।মুরগীর মাংসঃ ১ কেজি
২।পিয়াজ কুচিঃ আধা কাপ
৩।রসুনের কোয়াঃ ১৫-২০ টি
৪।আদা বাটাঃ১ টেবিল চামচ
৫।মরিচ গুড়াঃ ১ চা চামচ
৬।হ্লুদ গুড়াঃ১ চা চামচ
৭।ধনে গুড়াঃ ১ টেবিল চামচ
৮।তেজপাতাঃ ২টি
৯।গরম মশলা গুড়াঃ১ চা চামচ
১০ঃলবনঃ পরিমাণ মতো
১১।তেতুলঃপরিমাণ মতো
১২।তেলঃ ৩ টেবিল চামচ
১৩।চিনিঃপরিমাণ মতো
16.jpgমুরগীর মাংস
2.jpg্পিয়াজ,আদা বাটা,রসুনের কোয়া ও তেতুল।
5.jpgতেজপাতা ও চিনি।
7.jpgগুড়ামরিচ,হ্লুদ গুড়া,জিরা গুড়া,ধনে গুড়া,গরম মশলা গুড়া, তেল ও লবন।

প্রস্তুত প্রণালীঃ

১ম ধাপ
প্রথমে একটি হাড়ি চুলায় বসিয়ে দেই।হাড়ি গরম হলে ৩ টেবিল চামচ তেল দেই । এরপর তেজপাতা দেই।
18.jpg
17.jpg

২য় ধাপ
তারপর রসুন দেই।রসুনের কোয়াগুলো অল্প ভেজে নেই।তারপর পিয়াজ দিয়ে দেই।এরপর লবন দিয়ে দেই ।
20.jpg

4.jpg
12.jpg

৩য় ধাপ
এরপর তেতুল ও চিনি বাদে সকল মশলা দিয়ে ভাল্ভাবে কষিয়ে নেই।এ পর্যায়ে সামান্য পানি দেই যেন মশলা পুড়ে না যায়।
6.jpg
8.jpg
9.jpg
11.jpg
13.jpg

৪র্থ ধাপ
মশলা ভাল্ভাবে কষানো হলে মুরগীর মাংসগুলো দিয়ে দেই।মুরগীর মাংসের পানি শুকিয়ে গেলে সামান্য পানি দেই সিদ্ধ হওয়ার জন্য।এ পর্যায়ে তেতুল ও চিনি দিয়ে দেই।তেল যখন মাংসের উপর উঠে আসবে তখন নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার টক,মিস্টি,ঝাল মুরগির মাংস ভুনা।
14.jpg
15.jpg
3.jpg রেডী মজাদার টক ঝাল মিষ্টি মুরগীর মাংস ভুনা।

সবাইকে মহালায়ার শুভেচ্ছা।
শুভ মহালয়া।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ-১০

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে ভেবেছিলাম টক ঝাল মিষ্টি মুরগির আচার 🤪। পরে অবশ্য দেখতে বুঝতে পারলাম যে এটা আপনি রান্না করেছেন। যাইহোক এভাবে কখনো মুরগির মাংস খাওয়া হয়নি। একবার রান্না করে টেস্ট করে দেখব। আপু আপনার প্রথম ছবিটা খুবই ঝাপসা হয়েছে। আরেকটু ক্লিয়ার হলে দেখতে খুবই সুন্দর লাগতো।

ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। একদিন ট্রাই করে দেখবেন আশা করি।

It will be more interesting if you write the steps completely

  ·  2 years ago (edited)

Thanks for your comment .Next time a will try.

তেঁতুল চিনি দিয়ে মুরগির মাংসের রেসিপি আজকে প্রথম দেখলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। খুবই লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ কমেন্ট করার জন্য। ট্রাই করবেন আশা করি ভাল লাগবে।

ঝাল ঝাল মুরগির মাংস খেয়েছি ।ঝাল মিষ্টি মুরগির মাংস খেয়েছি ।কিন্তু কখনো টক ঝাল মিষ্টি তিনটে একসাথে করে মুরগির মাংস খাওয়া হয়নি। আপনার রান্নাটা দেখতে খুবই লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। আপনাকে ধন্যবাদ এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।

সব সময় একই রকম মুরগির মাংস রান্না খেতে ভাল লাগে না। তাই মাঝে মাঝে এক্টু অন্য রকম ভাবে রান্না করলে খেতে ভাল লাগে।ধন্যবাদ কমেন্ট করার জন্য।

মুরগির মাংসের ভুনা তো অনেক খাওয়া হয়েছে কিন্তু টক-ঝাল-মিষ্টি ব্যাপারটা বেশ নতুন ছিলো আমার কাছে, তেতুল চিনি এ দুটি উপকরণ দিয়ে কখনও আমার মুরগির মাংস খাওয়া হয়নি তাই আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে।

একদিন ট্রাই করে দেখবেন আশা করি ভাল লাগবে।ধন্যবাদ কমেন্ট করার জন্য।

আপনি খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এরকম রেসিপি আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে। খুব সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। অসম্ভব ভালো ছিল।

ধন্যবাদ কমেন্ট করার জন্য। অনাকেই এরকম রান্না খেতে পছন্দ করে না, তাদেরও ভাল লাগবে আশা করি।

আপনি খুব অসাধারণ ভাবে ঝাল মিষ্টি মুরগীর মাংস ভুনা রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেলো। রেসিপির কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ কমেন্ট করার জন্য। ট্রাই করবেন আশা করি।

আপনি অনেক সুন্দর ভাবে মুরগির মাংসের ভুনা রেসিপি তৈরি করেছেন। সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাঁপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি ধাপগুলো সহজ করে দেখানোর চেস্টা করেছি।

মুরগীর ঝাল ফ্রাই খেয়েছি,মিষ্টি রোস্ট ও খেয়েছি,কিন্তু এ তো একদম নতুন একটি রেসিপি।অবশ্যই ট্রাই করে দেখতে হবে।ধন্যবাদ অনন্য একটি রেসিপি শেয়ার করার জন্য।

আসছে পুজোয় লুচির সাথে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভাল লাগবে।

পুজায় হবে না আপু।পুজায় নিরামিষ খেতে হয়।পুজার পর করতে হবে।ধন্যবাদ সাজেশন এর জন্য।লুচি দিয়েই বেস্ট হবে।

আপু আপনি খুব সুন্দর ভাবে টক ঝাল মিষ্টি মুরগীর মাংস ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসল। এভাবে মাংস খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি খুব সুন্দর ভাবে টক ঝাল মিষ্টি মুরগীর মাংস ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে একদিন আমিও তৈরি করে দেখবো। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

ট্রাই করে দেখবেন, আশা করি ভাল লাগবে। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

মুরগির মাংসের ভুনা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে মুরগির মাংসের ভুনা তৈরি করেছেন। আসলে এই ধরনের রেসিপি অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আমাদের মাঝে রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।