ম্যান্ডালা আর্টঃ থ্রিডি চিত্রে ম্যান্ডালা আর্ট।

in hive-129948 •  2 years ago 

আমার বাংলা ব্লগের সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভাল আছি। আজ ২০ বৈশাখ,গ্রীষ্মকা্‌ল ১৪৩০ বঙ্গাব্দ,৩মে, ২০২৩ খ্রীস্টাব্দ।গ্রামের বাড়ি থেকে গতকাল রাতে ঢাকায় ফিরেছি।গরমে অতিষ্ট জনজীবনে একপশলা বৃষ্টি স্বস্তি এনেছে । গ্রামে দারুন কিছু সময় কাটিয়ে ঢাকার যান্ত্রিক জীবন শুরু। গ্রামে থাকার সময় প্রিয় আমার বাংলা ব্লগে সেভাবে সময় দেয়া হয়ে উঠেনি। অনেক মিস করেছি। আশাকরি এখন নিয়মিত দেখা হবে। বন্ধুরা, আজ হাজির হয়েছি একটি ম্যান্ডাল আর্ট নিয়ে। আজ থ্রিডি চিত্রে ম্যান্ডাল আর্টের চেস্টা করেছি। আজকের ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করা হয়েছে সাদা কাগজ,পেন্সিল,রাবার জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,ম্যান্ডালা আর্টটি আঁকার বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

m16.jpg

উপকরণ

m 1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। কাল রং এর জেল পেন
৪। রাবার
৫। স্কেল

ধাপ-১

m2.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে কাল রং এর সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিতে হবে। ছবির মতো করে।

ধাপ-২

m3.jpg

কাগজের মাঝ বরাবর পেন্সিল দিয়ে একটি বর্গক্ষেত্র একে নিতে হবে । ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৩

m4.jpg

m5.jpg

এবার একে নেয়া বর্গক্ষেত্রের কেন্দ্র বিন্দু হতে আরেকটি বর্গক্ষেত্র একে নিতে হবে । ছবির মতো করে। এবং বর্গক্ষেত্রের কোন গুলো সরল রেখে দিয়ে যুক্ত করে দিতে হবে।

ধাপ-৪

m6.jpg

এবার কিছু ডিজাইন একে নেয়ার জন্য বর্গক্ষেত্রে স্কেল দিয়ে দাগ দিয়ে নিতে হবে।

ধাপ-৫

m7.jpg

m8.jpg

এবার বর্গক্ষেত্রের মাঝখানে কিছু ডিজাইন একে নিতে হবে।

ধাপ-৬

m9.jpg

m10.jpg

m11.jpg

m12.jpg

একইভাবে আরও কিছু ডিজাইন একে থ্রিডি চিত্রে ম্যান্ডালা আর্টটি আকা শেষ করতে হবে।

শেষ ধাপ

m13.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিলেই হয়ে যাবে ম্যান্ডালা আর্ট অংকন।

উপস্থাপনা

m14.jpg

m15.jpg

আশকরি আজ আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট করতে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের থ্রিডি চিত্রে ম্যান্ডালা আর্টি এখানেই শেষ করছি।

পোস্ট বিবরন

শ্রেণীম্যান্ডালা আর্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

থ্রিডি ম্যান্ডেলাটি খুব সুন্দর হয়েছে আপু। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা খুব ভালো লেগেছে আমার। এসব আর্ট সময় নিয়ে করতে হয়।আপনি সময় নিয়ে দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

জি আপু এ ধরনের আর্ট বেশ সময় নিয়ে করতে হয়। ধন্যবাদ আপু।

গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরেছেন জেনে ভালো লাগলো আপু। এবার অনেক লম্বা ছুটি কাটালেন। যাইহোক ম্যান্ডালা আর্ট দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। যদিও কখনো করা হয়নি তবে দেখতে অনেক ভালো লাগে।

জি আপু বেশ লম্বা ছুটি কাটিয়েছি। প্রায় ৮ মাস পর গেলেম তো। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনি থ্রিডি আর্টের একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এ ধরনের আর্ট গুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আর্ট তৈরি করাটা আমাদেরকে দেখেছেন। খুব সুন্দরভাবে বর্ণনাও করেছেন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

অনেক সুন্দর সুন্দর আর্ট আপনি আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন ঠিক সেরকমই এই সপ্তাহ আপনি আমাদের মাঝে।থ্রিডি চিত্রে ম্যান্ডালা আর্ট ধাপে ধাপে তৈরি করে শেয়ার করেছেন প্রতিটি ধাপ অসাধারণ ছিল অনেক দক্ষতার সহিত তৈরি করেছেন ধন্যবাদ।

আমি চেস্টা করেছি। অনেক ধন্যবাদ।

থ্রিডি চিত্রের ম্যান্ডালা আর্টটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। গ্রাম থেকে চলে আসছি আমিও এই জন্য খুব খারাপ লাগছে। সবাইকে খুব মিস্ করছি। আমার কাছে ম্যান্ডেলা আর্টটি চমৎকার লেগেছে।এই ধরনের আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

আমি চেস্টা করেছি ধাপগুলো সুন্দর করে তুলে ধরতে। ধন্যবাদ ভাইয়া।

গ্রামে কাটানো সময়গুলো সত্যিই দারুন লাগে। আমিও আপনার মতো গ্রামে বেশ আনন্দে সময় কাটিয়েছি। যাই হোক আপনি আজ খুব চমৎকার একটি থ্রিডি চিত্র একে তার মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছেন। থ্রিডি চিত্র আকাই বেশ কঠিন বলে মনে হয় আমার কাছে তার মধ্যে আবার ম্যান্ডেলা করতে গেলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। আপনি ধাপে ধাপে চিত্র অংকন দেখিয়েছেন। আমার কাছে আপনার থ্রিডি ম্যান্ডেলা আর্ট খুব ভালো লেগেছে। থাম্নেইলে দেয়া চিত্রের ছবি আরো একটু স্পষ্ট হলে দেখতে আরো সুন্দর লাগত। ধন্যবাদ আপু।

  ·  2 years ago (edited)

থাম্নেইলে বলতে কি বুঝিয়েছেন? বুঝতে পারছি না।বুঝিয়ে বললে ভালো হতো।

থাম্নেইল হচ্ছে সর্ব পোস্টের প্রথম ছবি যেটা হোমপেজে দেখা যায়।

গ্রামের বাড়ি থেকে আপনি ঢাকায় ফিরেছেন এবং আবার কাজে মনোযোগ দিয়েছেন জেনে ভালো লাগলো । আসলে সবাইকে তার নিজ গন্তব্যে ফিরে আসতেই হয় । আপনার আজকের থ্রিডি ম্যান্ডেলা আর্ট বেশ ভালো হয়েছে । আসলে এই আর্ট গুলো করতে আমার কাছেও বেশ ভালো লাগে । যদিও সময়ের অভাবে খুব একটা করা হয় না । বেশ ভাল ছিল । ধন্যবাদ ।

আমারও বেশ ভালো লাগে করতে।ধন্যবাদ আপু।

এক কথায় বলতে গেলে থ্রিডি ম্যান্ডেলা ডিজাইন অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

ধন্যবাদ ভাইয়া।