আমার বাংলা ব্লগের সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভাল আছি। আজ ২৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ,১৩ এপ্রিল, ২০২৩ খ্রীস্টাব্দ, ২১ রমজান, ১৪৪৪ হিজরি। বাংলা বছরের আর মাত্র এক দিন বাকি।চলছে পহেলা বৈশাখকে বরণের প্রস্তুতি। সেই সাথে চলছে ঈদের প্রস্তুতি।রোজা,ঈদ,বর্ষ বিদায় আর বর্ষ বরণের প্রস্তুতিতে প্রচন্ড দাবাদাহে অস্থির সারাদেশ। গরমে অতিষ্ট জনজীবন।এই গরমে সবার সুস্বাস্থ্য কামনা করে প্রতি দিনের মত আজও আমার ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগটি হচ্ছে ম্যান্ডালা আর্ট। আমি আজ অর্ধবৃত্তে ম্যান্ডাল আর্টের চেস্টা করেছি। আমি জানি সবারই নতুন নতুন কিছু তৈরি করতে ভাল লাগে।আমিও নতুন কিছু করার চেষ্টা করি। জানি না কতটুকু সফল হয়েছি। যাক অনেক কথা হল। এবার দেখে নেয়া যাক কিভাবে আমি ম্যান্ডালা আর্টটি করলাম । এই ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করা হয়েছে সাদা কাগজ,পেন্সিল,রাবার জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,ম্যান্ডালা আর্টটি আঁকার বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। কাল রং এর জেল পেন
৪। রাবার
৫। স্কেল
৬। কম্পাস
৭। চাদা
ধাপ-১
প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে কাল রং এর সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিতে হবে। ছবির মতো করে।
ধাপ-২
কাগজের মাঝ বরাবর পেন্সিল দিয়ে একটি সমান্তরাল দাগ দিয়ে নিতে হবে । ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৩
আকা দাগের উপর পেন্সিল কম্পাস দিয়ে পাচটি অর্ধবৃত্ত একে নিতে হবে । আঁকা অর্ধবৃত্তের উপর চাদা বসিয়ে দাগ দিয়ে নিতে হবে। ছবিতে যেভাবে আঁকা হয়েছে।
ধাপ-৪
এবার কিছু ডিজাইন একে নিতে হবে অর্ধবৃত্তের মধ্যে।
ধাপ-৫
আরো কিছু ছোট ছোট ডিজাইন একে অর্ধবৃত্তে ম্যান্ডালা ডিজাইনটি শেষ করতে হবে।
ধাপ-৬
এবার ম্যান্ডালা আর্ট এ কিছুটা ভিন্নতা আনার জন্য,নিজের দিকে কিছু বাকা বাকা রেখা একে নিতে হবে নদীর স্রোত বোঝানোর জন্য। আর এভাবেই শেষ হবে ম্যান্ডালা আর্ট আঁকা।
শেষ ধাপ
শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিলেই হয়ে যাবে ম্যান্ডালা আর্ট অংকন।
উপস্থাপনা
আশকরি আজ আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট করতে। এগরমে সবাই তরল জাতীয় খাবার বেশী করে খাবেন।নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্টি এখানেই শেষ করছি।
অর্ধবৃত্তে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আজ শেয়ার করেছেন আপু।দারুন হয়েছে। এসব আর্টে আসলে সময় দিতে হয়।সময় দিয়ে করলে আর্ট আসলে খুবই সুন্দর হয়।আপনি সময় নিয়ে খুব সুন্দর ভাবে আর্টটি করলেন।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক তাই এধরনের আর্ট করার সময় এক্টু সময় নিয়ে করলে বেশ সুন্দর হয়। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকলেই নতুন কিছু তৈরি করতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে আপনিও দেখছি তাদের মধ্যে একজন। নতুন কিছু তৈরি করার মাঝে নিজের মধ্যে এক অন্যরকম প্রশান্তি সবসময়ই অনুভব হয়। পরবর্তীতে সেই নতুন জিনিস বারবার দেখলেও ভালো লাগে। অর্ধ বৃত্তের অনেক সুন্দর একটি ম্যান্ডেলা অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন কোন কিছু করতে পারলে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে নববর্ষের শুভেচ্ছা আপু। খুব সুন্দর একটি ম্যান্ডেলার আর্ট করেছেন। বিশেষ করে ম্যান্ডেলার আর্টটি স্কেল দিয়ে এবং কম্পাস দিয়ে মেপে মেপে করার কারণে আরও বেশি পারফেক্ট হয়েছে।ম্যান্ডেলার আর্ট করতে অনেক সময় লাগে। কিন্তু করার পর খুব ভালো লাগে দেখতে। আপনার আর্টটিও সেরকম চমৎকার লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু কোন কিছু মেপে করলে তা বেশ পারফেক্ট হয়।সাধারনত এ ধরনের আর্ট এর ক্ষেত্রে।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অর্ধবৃত্তে ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দরভাবে করেছেন তো। আমি ম্যান্ডেলা আর্ট করতে যেমন পছন্দ করি ম্যান্ডেলা আর্টগুলো দেখতেও তেমনি আমার কাছে খুবই ভালো লাগে। নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে এরকম নিখুঁত কাজগুলোর মাধ্যমে। আপনার অনেক দক্ষতা রয়েছে যা আমি দেখে বুঝতে পারছি। সত্যি আপনার দক্ষতার প্রশংসা অবশ্যই করতে হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও ম্যান্ডালা আর্ট করতে পছেন্দ করি। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করবেন আমি কখনোই ভাবেনি। আপনার মেন্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit