ডাই প্রজেক্টঃ কুইলিং এর প্রজাপতি তৈরি।

in hive-129948 •  14 days ago 

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৬শে ভাদ্র, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ.। ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ ।আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

q10.jfif

c4.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং-এ আজ নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টটি হল ডাই ।বেশ কয়েকদিন পর আজ একটি কুইলিং এর কাজ আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু কুইলিং এর কাজ করতে বেশ সময় লাগে,তাই সব সময় করা হয় না। কিন্তু কুইলিং এর কাজ করতে আমার বেশ ভালই লাগে। তাই চেস্টা করি মাঝে মাঝে আপনার সাথে কুইলিং এর কাজ শেয়ার করতে। আজ আমি কুইলিং একটি প্রজাপতি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের। কুইলিং এর প্রজাপতি বানাতে আমি ব্যবহার করেছি বিভিন্ন রং এর কাগজ , সাথে আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কুইলিং এর প্রজাপতি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

q27.jfif

q6.jfif

b41.jpg

১।চিকন করে কাটা বিভিন্ন রং এর কাগজ
২।টুথপিক
৩।গাম
৪।সাদা কাগজ
৫।পান্সিল

কুইলিং এর প্রজাপতি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

q28.jfif

প্রথমে সাদা কাগজে একটি প্রজাপতি এঁকে নিয়েছি হাল্কা করে।

ধাপ-২

q6.jfif

q26.jfif

q25.jfif

এর পর প্রজাপতির মাথা বানানোর জন্য চিকন করে কাটা কালো রং এর কাগজ টুথপিকে প্যাচিয়ে নিয়েছি। এবং কাগজের অন্য প্রান্ত গাম লাগিয়ে নিয়েছি। প্যাচানো কাগজটি গাম দিয়ে প্রজাপতির মাথায় লাগিয়ে নিয়েছি।

ধাপ-৩

q8.jfif

q23.jfif

একইভাবে টুথপিকের সাহায্যে কাগজের কয়েল বানিয়ে হাতের সাহায্যে প্রজাপতির অন্যান্য অংশ বানিয়ে নিয়েছি। এবং তা গাম দিয়ে আঁকা প্রজাপতির শরীরে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৪

q22.jfif

q21.jfif

আবারও কালো রং এর কাগজ গাম দিয়ে প্রজাপতির পাখার চারপাশে লাগিয়ে নিয়েছি।

##ধাপ-৫

q19.jfif

এবার প্রজাপতির শুর বানানোর জন্য কালো রং এর কাগজের এক প্রান্ত টুথপিকের সাহায্যে কয়েল এর মতো প্যাচিয়ে নিয়েছি। এবংতা আঁকা প্রজাপতির শুরের উপর গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।এভাবে দু'টো শুর বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

q18.jfif

q9.jfif

এবার প্রজাপতির পাখার ভিতরে ডিজাইন করার জন্য বিভিন্ন রং এর কাগজ এর কয়েল বানিয়ে নিয়েছি এবং আঙ্গুলের সাহায্যে বিভিন্ন শেপ দিয়ে নিয়েছি। একইভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

q17.jfif

q16.jfif

q15.jfif

q14.jfif

এবার বিভিন্ন ডিজাইনের বানানো কাগজের কয়েল গুলো গাম দিয়ে লাগিয়ে প্রজাপতির পাখা ভরাট করে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম কুইলিং এর একটি সুন্দর প্রজাপতি।

উপস্থাপন

q13.jfif

q1.jfif

q11.jfif

আশাকরি আজকে বিভিন্ন রং এর কাগজ দিয়ে বানানো কুইলিং এর প্রজাপতি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina75
মোবাইলRedmi A-5
তারিখ১০ই সেপ্টেম্বর,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ প্রজাপতি তৈরি করে দেখিয়েছেন আপনি। খুবই ভালো লাগলো এত সুন্দর ভাবে আপনার প্রজাপতি তৈরি করা দেখে। যেন নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমি। এই সমস্ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলে বেশ ভালো লাগে।

আপনাকে নতুন অভিজ্ঞতা দিতে পেরে বেশ ভালো লাগছে। মতামতের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

কুইলিং এর প্রজাপতি তৈরি অনেক সুন্দর হয়েছে, আপনি এত দক্ষতার সাথে এই প্রজাপতি তৈরি করেছেন। দেখতে পেয়েও অনেক ভালো লাগলো।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

কুইলিং পদ্ধতিতে তৈরি আপনার প্রজাপতি খুবই চমৎকার হয়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে। এ ধরনের কাজগুলো করতে মনে হয় অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন। যদিও কখনো করা হয়ে ওঠেনি ।তবে দেখতে ভীষণ ভালো লেগেছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

জি আপু এ ধরেনের কাজ করতে বেশ সময় লাগে ।তবে আমি এ কাজ করতে বেশ পছন্দ করি।তাই মাঝে মাঝে করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

কুইলিং পদ্ধতিতে প্রজাপতি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। দেখতে সত্যিকারের প্রজাপতির মতোই লাগছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আমি চেস্টা করি নতুন ধরনের কাজ করতে। তাই মাঝে মাঝে এই ধরনে্র কাজ করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আসলে এত সুন্দর একটা ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও এটি আমার কাছে একটা ইউনিক ধরনের ডাই পোস্ট। এছাড়াও এই প্রজাপতিটি তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

নতুন নতুন ধরনের ডাই করতে আমি পছন্দ করি।তাই চেস্টা করি এ ধরনের পোস্ট শেয়ার করতে।অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য।

কুইলিং পদ্ধতি ব্যবহার করে আপনি অনেক সুন্দর এবং কিউট দেখতে একটা প্রজাপতি তৈরি করে নিয়েছেন। আর আপনার এই প্রজাপতিটি দেখতে আমার অনেক সুন্দর লেগেছে। কালারফুল ভাবে কুইলিং পদ্ধতিতে প্রজাপতিটা তৈরি করেছেন। এটা দেখলে সবার অনেক পছন্দ হবে। বিশেষ করে এটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। দক্ষতার সাথে পুরোটা এত সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

্দেখতে যাতে সুন্দর লাগে ,তাই কালারফুল করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

image.png

এই ধরনের সুন্দর সুন্দর প্রজাপতি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই কুইলিং এর প্রজাপতি তৈরি আমার তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর হাতের কাজ সব সময় শেয়ার করবেন।

ছোট ছোট অনেক কাজ করতে হয় বলে কুইলিং এর কাজ করতে সময় লাগে। তবে আমি বেশ পছন্দ করি কুইলিং এর কাজ করতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপু আপনি অনেক সুন্দর করে প্রজাপতি টি তৈরি করেছেন। এটি দেখতে খুব সুন্দর লাগলো আমার কাছে।আর আপনি তৈরি পদ্ধতি ও অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

আপু আপনার হাতের কাজ যত দেখি ততই যেনো মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। কুইলিং এর মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করেছেন। আমি একবার তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু আর করা হয়নি। প্রজাপতি দেখতে খুবই কিউট দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

আবার চেস্টা করুন । ভালো পারবেন। যদিও সময় কিছুটা বেশি লাগে। মতামতের জন্য ধন্যবাদ।

হ্যাঁ আপু ঠিক বলেছেন কুইলিং কাজ করতে অনেক সময় লাগে। আজকে আপনি বিভিন্ন ধরনের চিকন কাগজ কেটে এবং পেন্সিলের সাহায্যে খুব সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন। আপনার তৈরি প্রজাপতি অসাধারণ হয়েছে। আসলে আপু ধৈর্য ধরে কোন কাজ করলে ওই কাজ যখন সম্পূর্ণ করা হয় দেখতে বেশ ভালো লাগে। তবে এই প্রজাপতি যদি সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কুইলিং প্রজাপতি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক তাই কোন কাজ ধৈর্য ধরে করলে তা সুন্দর হবেই। ধন্যবাদ মন্তব্যের জন্য।

কুইলিং ডিজাইন গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই ডিজাইনগুলো তৈরি করতে যতটা সময় প্রয়োজন।তৈরি করার পর দেখতে বেশ আকর্ষণীয় লাগে। আজ আপনি কুইলিং প্রজাপতি তৈরি করেছেন। আপনার তৈরি করা প্রজাপতিটি দেখতে বেশ কিউট লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

জি আপু কুইলিং এর কাজ শেষ হবার পর সেই কস্ট আর মনে থাকে না, এর সৌন্দর্য্যের জন্য । মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

বাহ কুইলিং এর প্রজাপতি দেখতে কিউট লাগছে আপু। আপনি বেশ সময় নিয়ে ডাই পোস্টটি করেছেন।আপনার জন্য শুভকামনা।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

আপনার ডাইটি তৈরীর পুরা প্রসেস দেখে শিখা নিলাম কারণ এত সুন্দর একটি প্রজাপতি বানানো যে এত সহজভাবে উপস্থাপন করেছেন যা আসলে শিখাকার মত।প্রজাপতিটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

আমার উপস্থাপনা দেখে যে আপনি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।