সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। আজ ৬ই চৈত্র ,১৪২৯ বঙ্গাব্দ,২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ । চৈত্র মাস হলেও সারাদেশে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে ,দেশের বিভিন্ন এলাকায়। ঢাকায় আজ বৃষ্টি না হলেও আকাশ মেঘলা ছিল। চৈত্রের সেই খরতাপ নেই। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। অনেকটা আলসেমির আমেজ। আর এই আমেজের মধ্যে প্রিয় আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩৩|| শেয়ার করো তোমার ইউনিক চপ রেসিপি"র জন্য আমার আজকের ব্লগ। প্রতিযোগিতা মানেই উত্তেজনা! আর এবারের বিষয় চপ। স্পেশালি রমজান উপলক্ষ্যে এ আয়োজন। এ প্রতিযোগিতায় আমিও একজন অংশ গ্রহণকারি হিসেবে পুর ভরা মজাদার সয়াবিন বড়ির চপ নিয়ে হাজির হয়েছি। আশাকরি ভাল লাগবে আপনাদের। আসুন তাহলে প্রতিযোগিতার জন্য আমার প্রস্তত ইউনিক চপ রেসিপিটি ধাপে ধাপে দেখে নেই।
রান্নার উপকরণ
উপকরণ | পরিমাণ | |
---|---|---|
সয়াবিন বড়ি | ৭৫ গ্রাম | |
আলু | ১টি | |
পিয়াজ কুচি | ৩ টেঃ চামচ | |
হলুদ গুড়া | ১ চাঃ চামচ | |
ধনে গুড়া | ১ চাঃ চামচ | |
ভাজা জিরার গুড়া | ১ চাঃ চামচ | |
আদা বাটা | ১ চাঃ চামচ | |
রসুন বাটা | ১ চাঃ চামচ | |
কাচা মরিচ কুচি | পরিমাণ মতো | |
ধনেপাতা কুচি | পরিমান মতো | |
লবন | পরিমাণ মতো | |
চিলি ফ্লেক্স | ১ চা চামচ | |
তেল | পরিমাণ মতো | |
গরম মশলা গুড়া | ১/২ চাঃ চামচ | |
লেবুর রস | ১ টেঃ চামচ | |
টমেটো সস | ১ টেঃ চামচ | |
চিজ | পরিমাণ মতো | |
লেটুস পাতা | ৩টি | |
ডিম | ১টি | |
ব্রেড ক্রাম | পরিমাণ মতো | |
চিনি | পরিমাণ মতো |
রন্ধণ প্রনালী
ধাপ-১
প্রথমে গরম পানিতে সয়াবড়ি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবং ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে আধা ব্লেন্ড করে নিতে হবে। এবং আলু সিদ্ধ করে ম্যাশ করে নিতে হবে।
ধাপ-২
এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে এলে তাতে পরিমাণ মত তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে পিয়াজ কুচি দিয়ে হাল্কা ভেজে নিতে হবে।
ধাপ-৩
পিয়াজ হাল্কা ভাজা ভাজা হয়ে এলে তাতে ধনেপাতা কুচি,লেবুর রস, ভাজা জিরার গুড়া,চিলি ফ্লেক্স ও টমেটোর সস বাদে সকল উপকরণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
ধাপ-৪
সকল মশলা ভালোভাবে মিশানো হয়ে গেলে তাতে আগে থেকে ব্লেন্ড করা সয়াবড়ি এবং ম্যাশ করা আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং সামান্য চিনি দিয়ে আরো কিছুক্ষন নেড়ে নিতে হবে। যখন চপ বানানোর উপযোগি হবে তখন একটি বাটিতে নামিয়ে নিতে হবে।
ধাপ-৫
কষানো সয়াবড়ি ও আলুর মিশ্রণটিতে এবার একে ,একে ধনেপাতা কুচি,ভাজা জিরার গুড়া,টমেটোর সস,চিলি ফ্লেক্স ও লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
ধাপ-৬
এবার চিজ গ্রেড করে নিতে হবে। এবং একটি ডিম ফেটিয়ে নিতে হবে।
ধাপ-৭
চপ তৈরির জন্য সয়াবিন বড়ির মিশ্রণটি পরিমাণ মতো নিয়ে ভিতরে চিজ দিয়ে চপের আকারে সবগুলো তৈরি করে নিতে হবে।
ধাপ-৮
এবার তৈরি করা চপ প্রথমে ব্রেডক্রামে গরিয়ে নিয়ে,পরে ডিমে ঢুবিয়ে নিয়ে,আবার ব্রেডক্রামে গরিয়ে নিতে হবে। এভাবে সবগুলো চপ তৈরি করে নিতে হবে।
ধাপ-৯
এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। তেল হাল্কা গরম হয়ে এলে তাতে তৈরি করা চপগুলো বাদামী করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে পুর ভরা মজাদার সয়াবিন বড়ির চপ।
পরিবেষণ
এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করতে হবে।
এবারের রোজায় আপনার ইফতারের আয়োজনে আমার তৈরি চপটি তৈরি করে খেতে পারেন। পুষ্টিগুণে ভরপুর যা রোজাদারদের শরীরের জন্য উপযোগি। যেহেতু ডিপফ্রাই তাই রুচি পরিবর্তনের জন্য মাঝে মাঝে খেয়ে দেখতে পারেন। আশাকরি পুর ভরা মজাদার সয়াবিন বড়ির চপ রেসিপি আপনাদের ভালো লেগেছে।
আপু,প্রথমেই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।পুর ভরা সয়াবিন বড়ির চপ রেসিপি আপনার পোষ্টের মাধ্যমে প্রথম দেখতে পেলাম। তাই এই চপ রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। আপনার পোস্টের মাধ্যমে একদম ইউনিক একটি চপ রেসিপি শিখে নিতে পারলাম। তাই মজার এই রেসিপিটি একদিন বাসায় ট্রাই করে দেখব। এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ সফল হোক এই প্রত্যাশা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিন ট্রাই করবেন । আশাকরি ভাল লাগবে। আমার বেশ ভাল লেগেছিল। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইউনিক চপ রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। পুর ভরা সয়াবিন বড়ির চপ দেখেই মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু লাগবে। বিকেলের নাস্তায় এমন রেসিপি হলে তো আর কোন কথাই নেই। রেসিপির উপস্থাপনা ও পরিবেশনাও চমৎকার হয়েছে। রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই খেতে দারুন হয়েছিল। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খুবই ইউনিক রেসিপি শেয়ার করেছেন। আপনার বানানো পুর ভরা সয়াবিন বড়ির চপ আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন চপ রেসিপি আমি প্রথম বার দেখলাম। সয়াবিন বড়ি কখনো খাওয়া হয়নি তবে আপনাদের রেসিপি দেখে মনে হয় এটি খেতে খুবই সুস্বাদু হবে। রেসিপি ধাপগুলো খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু খেতে কিন্তু দারুন হয়েছিল। অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভাল লাগলো। আপনি সয়াবিনের চপ শেয়ার করলেন।খেতে খুব সুস্বাদু হয়েছে আশাকরি। আমার কখনও করা বা খাওয়া হয়নি। আপনার উপস্থাপনা আমার খুব ভাল লেগেছে। শুভকামনা রইলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সয়াবিনের চপ রেসিপি তৈরি করেছেন। সয়াবিন আমার কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপির ধাপ গুলো দেখে এবং আপনার রেসিপিটি দেখে বুঝা যাচ্ছে এটি অনেক সুস্বাদু একটি খাবার। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চপের পুর হিসাবে চিজ ব্যবহার করাতে খেতে আরও ভাল লেগেছিল।অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইসময়ের আবহাওয়াটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়।বৃষ্টির দিনে চপ খেতে খুবই মজার। আপু আমিও সয়াবিনের চপ রেসিপি করেছি তবে পুরো নিরামিষ।ডিম কিংবা চিজ ব্যবহার করে নয়।যাইহোক আপনার রেসিপিটা সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আমিষ চপ করেছি। আপনেকে অনেক ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। রেসিপিটি দেখে ইচ্ছা করছে এখনই খেতে। রেসিপিটি দেখে লোভ সামলানো যাচ্ছেই না। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটি ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই আপু। আশাকরি ভাল লাগবে। অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লোভনীয় কিছু উপস্থাপন করেছেন সত্যি, আমার তো মন চাইছে আপনাদের বাড়ীতে চলে আসি চপের দাওয়াত নেয়ার জন্য হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চলে আসেন ভাইয়া। চপটি কিন্তু খেতে দারুন হয়েছিল। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু সারাদেশে বৃষ্টি হওয়ায় আবহাওয়া কিন্তু খুব ঠাণ্ডা সুন্দর। আর এর মধ্যে ঝাল ঝাল খাবার তেলে ভাজা এসবের দিকে সবার ঝোঁক। আর এই আবহাওয়ায় নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছেন আপনার বানানো সুস্বাদু সয়াবিন বড়ির পুর ভরা চপ। দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। আর খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit