অরিগামি :থ্রিডি হার্ট তৈরি।

in hive-129948 •  9 days ago  (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২রা ফাল্গুন,গ্রীষ্মকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ১৫ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
}

20250214_155117.jpg

20250214_155135.jpg

বন্ধুরা,ঝামেলারঅধ্যে পড়েছি! আমি ল্যাপটপে কাজ করতে অভ্যস্ত। কিন্তু গতকাল ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছে। যে ইঞ্জিনিয়ার আমার ল্যাপটপ মেরামত করেন,তিনি ঢাকার বাইরে। দু'দিন অপেক্ষা করতে হবে। মোবাইলে আমি অভ্যস্ত না তারপরেও চেষ্টা করছি পোস্ট করতে। বেশী ভুল হলে মার্জনা করবেন। বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি থ্রিডি হার্ট শেপের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। চলছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি। গতকাল ছিল ভালবাসা দিবস। ভালোবাসা দিবসকে ঘিরেই হার্ট শেপ অর্রিগ্যামিটি বানিয়ে ফেললাম। আশাকরি ভালো লাগবে আপনাদের। চলুন দেখে নেয়া যাক, তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
}

উপকরণ

20250214_153604.jpg

১।রঙ্গিন কাগজ

*** থ্রিডি হার্ট তৈরির ধাপ সমূহ***

ধাপ-১

20250214_153626.jpg

প্রথমে 8 সেঃমিঃX 8সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি হার্ট অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

20250214_153822.jpg

20250214_153958.jpg

এবার কাগজের টুকরোটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার এক পাশে চিকন করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

20250214_154108.jpg

ধাপ-৪

20250214_154132.jpg

20250214_154203.jpg

কাগজের ভাজ খুলে আবারও মাঝ বরাবর ভাজ করে নিয়েছি।

ধাপ-৫

20250214_154132.jpg

20250214_154159.jpg
দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৬

20250214_154238.jpg

20250214_154309.jpg

এবার ভাঁজ করা কাগজটি দুপাশে কোনা করে চিকন করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

20250214_154413.jpg

20250214_154448.jpg

20250214_154508.jpg

20250214_154508.jpg

20250214_154558.jpg

20250214_154621.jpg
দু'পাশের ভাঁজ খুলে আবারও কোনা গুলো ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৮

20250214_154726.jpg

20250214_154734.jpg

20250214_154950.jpg

20250214_154818.jpg

ভাঁজ করা কোনা গুলো একটি ভিতর আরেকটি ঢুকিয়ে দিয়েছি।এরপর প্রতিটি কোনা একটু করে ভাঁজ করেন নিয়েছি।ফলে এপাশে একটি ছিদ্র তৈরি হয়েছে। সেই ছিদ্রে মুখ দিয়ে বাতাস দিলেই বানানো হার্টটি ফুলে উঠবে। ব্যস তৈরি হয়ে গেল থ্রিডি হার্টের অরিগ্যামিটি।

উপস্থাপনা

20250214_155221.jpg

20250214_155219.jpg

20250214_155133.jpg

20250214_155117.jpg

আমার আজকে বানানো থ্রিডি হার্ট শেপের অঅরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ওকোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।
}

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ১৫ই ফেব্রুয়ারী, ২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করা অনেক সহজ বলে মনে হয়। কিন্তু তৈরি করার সময় বোঝা যায়, এগুলো আসলে কত কঠিন এবং সময় সাপেক্ষের ব্যাপার। অরিগ্যামি গুলো উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা অনেক বেশি কষ্টকর। তবুও আপনি সুন্দর করে থ্রিডি হার্ট তৈরি করার উপস্থাপনাটা তুলে ধরার চেষ্টা করেছেন। এটা দেখেই তো আমার অনেক ভালো লেগেছে।

অরিগ্যামি বানানোর চেয়ে ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন। তবুও চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

কম্পিউটার নষ্ট হওয়াতে আপনার কাজের বেশ বিঘ্ন ঘটছে বুঝতে পারছি।আপনি ফোনে পোস্ট করতে অভ্যস্ত না হলেও চমৎকার সুন্দর করে থ্রিডি হার্ট তৈরি পদ্ধতি পোস্ট টি গুছিয়ে করেছেন এবং তৈরি পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর আকর্ষণীয় থ্রিডি হার্ট তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

অনেক সময় লেগেছে ফোনের মাধ্যমে পোস্ট করতে। ধন্যবাদ আপু।

যেই যেই ডিভাইসে কাজ করতে অভ্যস্ত ডিভাইস যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে কাজ করতে খুবই অসুবিধায়। এই যেমন কিছুদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম আর যে ফোনে আমি কাজ করেছি সেই ফোনটাতে নেট কানেকশন ছিল না ফলে অন্য ফোন থেকে কাজ করতে হয়েছে কারণ রাস্তাঘাটে তো আর ওয়াইফাই পাওয়া যায় না। অনেক ভুল ভ্রান্তি হয়েছে এবং আমি অনেক কাজ করতে পারে। আশা করব আপনার ল্যাপটপ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি থ্রিডি হার্টশেপের বুকমার্ক দেখে খুবই ভালো লাগলো। কি সুন্দর বানিয়েছেন আপনি।

আমিও ফোনে একেবারেই অভ্যস্ত নই। অনেক সময় নিয়ে পোস্টটি করতে হয়েছে। তবুও চেস্টা করেছি।

এই ধরনের কাজ আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই । রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরির মধ্যে আলাদা একটা মজা রয়েছে। আপনি দেখছি থ্রিডি হার্ট অরিগামি তৈরি করেছেন অনেক সুন্দর হয়েছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।

আমিও এই কমিউনিটিতে যুক্ত হবার পর এই ধরনের কাজ করতে শুরু করেছি। বেশ ভালই লাগে করতে।

থ্রিডি হার্টের খুব সুন্দর অরিগামি তৈরি করেছেন আপু। এটা দেখে বেশ ভালো লাগলো। থ্রিডি হওয়ার কারণে আরও আকর্ষণীয় লাগছে দেখতে। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর থ্রিডি হার্ট তৈরি করে দেখালেন।খুবই সুন্দর লাগছে দেখতে।আপনি দুটো রঙের কাগজ দিয়ে দুটো হার্ট তৈরি করে নিলেন।ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাই আপু।

অনেক ধন্যবাদ আপু।

image.png

Daily task

Screenshot_20250215-224711_Chrome.jpg

Screenshot_20250215-222416_Chrome.jpg

থ্রিডি হার্ট শেপের বেশ চমৎকার অরিগামি তৈরি করেছেন আপু আপনি। থ্রিডি হওয়ার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে।অরিগামি তৈরি করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন।আপু আপনি বেশ ধৈর্য সহকারে থ্রিডি হার্ট তৈরি করেছেন। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আমারও বেশ ভালো লেগেছে এই থ্রিডি হার্ট অরিগ্যামিটি তৈরি করতে। ধন্যবাদ আপু।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে অনেক সুন্দর দেখতে থ্রিডি হার্ট তৈরি করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার তৈরি করা এই থ্রিডি হার্ড গুলো দেখতে। ভাঁজে ভাঁজে গুলো তৈরি করা অনেক বেশি কষ্টকর। এমনকি উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাও মুশকিল। তবুও আপনি সুন্দর ভাবে তৈরি করে তুলে ধরলেন, এটা দেখে অসম্ভব ভালো লেগেছে।

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

থ্রিডি হার্ট তৈরি বেশ দুর্দান্ত হয়েছে আপু। আমাদের মাঝে খুব সুন্দর উপস্থাপন করেছেন। এই ধরনের পোস্ট তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। থ্রিডি হার্ট দেখে খুব ভালো লাগলো। বেশ সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

  ·  5 days ago (edited)

সময় লাগলেও এই ধরনের কাজ করতে বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

বাহ্ রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে থ্রিডি হার্ট তৈরি করেছেন যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাইপোস্ট শেয়ার করার জন্য।

আনেক ধন্যবাদ আপু।

আপনি রঙিন কাগজ ভাঁজ করে দারুণভাবে হার্ট শেপের বুকমার্ক তৈরি করেছেন আপু। যারা নিয়মিত বই পড়ে, বুকমার্ক তাদের কাছে বেশ প্রয়োজনীয় একটি জিনিস। বেশ ভালো লাগলো এই অরিগ্যামি পোস্টটি দেখে। এতো চমৎকার একটি অরিগ্যামি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাইয়া এটা বুক মার্ক না। থ্রিডি হার্ট এর অরিগ্যামি। যাইহোক মন্তব্য করার জন্য ধন্যবাদ

দেখতে তো বুকমার্ক এর মতোই লাগছে। আর বুকমার্ক তো বিভিন্ন ভাবেই তৈরি করা যায়।

হার্ট শেপের বুক মার্ক তৈরির ধাপ সমূহ

তাছাড়া আপনি নিজেও লিখেছেন, হার্ট শেপের বুক মার্ক তৈরির ধাপ সমূহ।

ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।