সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন সবাই। আজ ১লা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ। ১৬ই জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ।
ছাত্র বিক্ষোভে, প্রতিপক্ষের হামলায় অকালে প্রাণ হারিয়েছে ছয়টি তাজা প্রাণ।চলমান কোটা সংস্কার আন্দোলনে পক্ষে-বিপক্ষের লড়াইয়ে ছয়জন মায়ের বুক খালি হয়েছে। নিন্দা জানানোর ভাষা নেই। সারাদেশেই ছাত্র বিক্ষোভে উত্তাল। কার্যত ঢাকা শহর আজ চিরচেনা রুপে ছিল না। অনেক অচেনা-অচল শহর। সাধারণ মানুষের চরম ভোগান্তি।আমরা সাধারণ মানুষ। অশান্তি চাইনা-ভোগান্তি চাইনা। আর কোন মায়ের কোল খালি হোক চাইনা। আমরা চাই কোটা সংস্কারের যৌক্তিক সমাধান। আশাকরি দেশের শাসকরা যৌক্তিক সমাধানে এগিয়ে আসবেন। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । এসো নিজে করি সপ্তাহের দ্বিতীয় দিনে, আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ পুরাতন প্লাস্টিকের ঢাকনা দিয়ে একটি গ্লাসের ঢাকনা তৈরির পদ্ধতি শেয়ার করবো। মুলত গ্লাসের ঢাকনাটি হাতের এ্যাম্ব্যডারি করে বানিয়েছি। প্রথমে ভেবেছিলাম বেশ সহজ হবে কিন্তু লিখতে গিয়ে ঠিকভাবে বর্ণনা করতে পারছিলাম না। তবুও আমি চেস্টা করেছি সুন্দরভাবে বর্ণনা করতে। আসলে সেলাই এর বর্ণনা করা বেশ কঠিন তা আজ এই পোস্টটি লিখতে গিয়ে বুঝতে পেরেছি।সেলাই করতে আমর যত না সময় লেগেছে লিখতে তার চেয়ে সময় বেশি লেগেছে। যদিও আমি বেশ সহজ ফোঁড় ব্যবহার করে এই এ্যাম্ব্রয়ডারিটি করেছি। যারা কিছুটা হলেও সেলাই জানেন তাদের সবারই এই ফোঁড়্গুলো পরিচিত। আমি প্রথমবার এ ধরনের সেলাই এর কাজ করলাম। যদিও আমি পছন্দ করি সেলাই এর কাজ করতে।নিজের জামার অনেক ডিজাইন আমি নিজেই করি।এ্যাম্ব্রয়ডারিটি করতে আমি প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি পুরাতন প্লাস্টিকের ঢাকনা ও বিভিন্ন রং এর সুঁতা সহ আরো কিছু উপকরণ। তাহলে দেখে নেয়া যাক,এ্যাম্ব্রয়ডারি করে গ্লাসের ঢাকনা তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি, ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১।হলুদ রং এর কাপড়
২।বিভিন্ন রং এর সুতা
৩।পেন্সিল
৪।ফ্রেম
৫।সুঁই
৬।কাঁচি
৭।প্লাস্টিকের ঢকনা।
তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে পুরাতন প্লাস্টিকের ঢাকনা গোল করে কেটে নিয়েছি।
ধাপ-২
হলুদ রং এর কাপড়ে পেন্সিল দিয়ে একটি ফুল ও লতাপাতার ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৩
ফ্রেমে কাপড়টি টাইট করে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার সুঁই -এ সবুজ রং এর সুতা পরিয়ে নিয়েছি। সুঁইটি কাপড়ের নিচ দিয়ে ঢুকিয়ে উপরে তুলে নিয়েছি। কিছু কাপড় সেলাই করে নিয়েছি।ছবিতে দেখানো হয়েছে যেভাবে। একইভাবে সম্পূর্ণ গোল রেখাটি সেলাই করে নিয়েছি। এই ফোঁড়কে ডাল ফোড় বলে।
ধাপ-৫
এবার পাতা সেলাই করার জন্য সুঁই কাপড়ের কিছু অংশ সেলাই করে নিয়েছি। এবং সুইঁ এর সাথে সুতা প্যাচিয়ে নিয়েছি।এবংসেলাই করে নেয়ার পর সুঁইটি কাপড়ের নিচে ঢুকিয়ে দিয়েছি। এভাবে পাতা সেলাই করে নিলাম। একইভাবে সম্পূর্ন ডালের দু'পাশে সেলাই করে নিলাম।
ধাপ-৬
এবার লাল রং এর সুতা দিয়ে পাতায় যে ফোড় দিয়েছি তা দিয়ে সবগুলো ফুল সেলাই করে নিলাম।
ধাপ-৭
এবার সুঁই এ সাদা সুতা পরিয়ে নিলাম। সুই কাপড়ের নিচে দিয়ে উপরে নিয়ে এলাম। এবং সুইঁ এর সাথে সাদা সুতা তিনবার প্যাচিয়ে নিলাম। পুনরায় সুঁইটি নিচে নামিয়ে নিলাম। একইভাবে সবগুলো ফুলের মাঝখানে গিট সেলাই করে নিলাম।
ধাপ-৮
এবার ডিজাইন করে হলুদ রং এর কাপড়টি গোল করে কেটে নিলাম প্লাস্টিকের ঢাকনার চেয়ে বড় করে। এবার ঢাকনার সমান করে কাপড়টির চারদিক সেলাই করে নিলাম একদিকে কিছু অংশ ফাঁকা করে। সেলাই করা কাপড়টি উল্টিয়ে নিলাম।
ধাপ-৯
এবার কাপড়ের ফাঁকা জায়গা দিয়ে প্লাস্টিকের ঢাকনা ঢুকিয়ে সেলাই করে নিলাম। এবং চারদিকে লাল রং এর সুতা দিয়ে সেলাই করে নিলাম। ব্যাস তৈরি আমার এ্যাম্ব্রয়ডারি করে পুরাতন প্লাস্টিকের ঢাকনা দিয়ে গ্লাসের ঢাকনা।
উপস্থাপন
আশাকরি, আজকের এ্যাম্ব্রয়ডারিট করে পুরাতন প্লাস্টিকের বক্স এর ঢাকনা দিয়ে বানানো গ্লাসের ঢাকনা আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই |
---|---|
ক্যামেরা | Redmi Note A5 |
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ১৬ই জুলাই, ২০২৪ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ অনেক সুন্দর ঢাকনা তৈরি করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে আপনার এই ঢাকনাটা তৈরি করা। বেস্ট ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। হয়তো আপনার এই পোস্ট দেখে অন্যরাও এই জাতীয় পোস্ট তৈরি করতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কাপড় এবং সুই সুতা দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করে একটি গ্লাসের ডাকনা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ঢাকনাটি দেখতে অনেক সুন্দর লাগছে। এবং দেখে মনে হচ্ছে এই প্রজেক্টটা তৈরি করতে আপনার অনেক সময় এবং শ্রম ব্যয় হয়েছে । যাই হোক তারপরও আপনি অনেক কষ্ট করে হলেও অনেক সুন্দর একটা এমব্রয়ডারি আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/selina_akh/status/1813274246053044401
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকমভাবে যে গ্লাসের ঢাকনাও তৈরি করা যায় এটা তো একেবারে জানাই ছিল না। এমব্রয়ডারি করে অনেক সুন্দর ভাবে আপনি এই গ্লাসের ঢাকনাটা তৈরি করেছেন। অনেক বেশি সুন্দর ভাবে এবং নিখুঁত ভাবে আপনি এই ফুলের ডিজাইন করেছেন। গ্লাসের ঢাকনাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনি অনেক সুন্দর করে পুরোটা ফুটিয়ে তুলেছেন। আপনার এই আইডিয়া কিন্তু দেশ দারুন। এটা সবাই কাজে লাগাতে পারবে। এটা করতে নিশ্চয়ই আপনার অনেক সময় লেগেছিল। কারণ এই কাজগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপারের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছাত্র বিক্ষোভের ভয়াবহতায় পুরো দেশবাসী আতঙ্কে আছে। অনেক মা তার সন্তানদের হারিয়েছে। সে সবদিকে আর না যাই আপু। এ্যাম্ব্রয়ডারি করে গ্লাসের ঢাকনা তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমব্রয়ডারি করে গ্লাসের ঢাকনা তৈরি করেছেন, এটা কিন্তু একেবারে ইউনিক একটা আইডিয়া ছিল আপু। ইউনিক আইডিয়া নিয়ে কোনো কিছু তৈরি করলে সুন্দর তো হবেই। আর যদি নিখুঁত হাতের মাধ্যমে এরকম নিখুঁত কাজ করে তৈরি করা হয়, তাহলে তো আরো ভালো লাগবে। গ্লাসের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এমব্রয়ডারি ডিজাইন হওয়াতে। এই অ্যান্ড্রয়েডরি ফুলগুলোর ডিজাইন আপনি অনেক বেশি সময় নিয়ে সম্পূর্ণ করেছেন বলে মনে হচ্ছে। এর আগেও আপনার হাতের সুন্দর সুন্দর কাজ দেখেছি। অনেক ভালো লাগে আমার কাছে এগুলো দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কোটা সংস্কারের অবসান হবে কিনা জানিনা তবে এর আগে আরও অনেক মায়ের বুক খালি হয়ে যাবে। আমরা হয়তো এই ভোগান্তি, অশান্তি চাই না। কিন্তু যারা এত কষ্ট করে পড়ালেখা করছে তাদের মেধার তো কোনো মূল্যই রইলো না। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। এ্যাম্ব্রয়ডারি ডিজাইন করে গ্লাসের জন্য খুব সুন্দর ঢাকনা বানিয়েছেন। আপনার এই আইডিয়া খুবই ইউনিক লেগেছে। এই ধরনের কাজ করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। আমি আবার সুতার কাজ তেমন পারি না। সেজন্য এসব কাজ কখনো করা হয়নি। তবে আমার মায়ের হাতে কাজ খুবই চমৎকার। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার আইডিয়া কিন্তু অসাধারণ। আচ্ছা আপনি প্লাস্টিকের ঢাকনা এবং কাপড় দিয়ে খুব সুন্দর করে গ্লাসের ঢাকনা তৈরি করেছেন। এ্যাম্ব্রয়ডারি কাজগুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। খুব সুন্দর করে সেলাই করেছেন এবং কিছু ফুল বানানোর কারণে দেখতে বেশ ভালো লাগতেছে গ্লাসের ঢাকনাটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত গ্লাসের ঢাকনা তৈরি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি গ্লাসের ঢাকনা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি ঢাকনা দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এমব্রয়ডারি করে এই সুন্দর গ্লাসের ঢাকনা তৈরি করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ আপনি যেভাবে এটি এখানে শেয়ার করেছেন তাও খুবই সুন্দর হয়েছে৷ এই ধাপগুলো দেখে অনেক ভালো লেগেছে৷ একসাথে ফাইনাল আউটপুটটিও খুব সুন্দর ভাবে আপনি শেয়ার করেছেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit