আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬১।। হোমমেড স্ন্যাকস -চিকেন পপকর্ন ।

in hive-129948 •  5 months ago 

শুভেচ্ছা সবাইকে।

আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আজ ৬ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল, ২১শে আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।

pc37.jfif

pc38.jfif

দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ও বন্যা আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল থেকে ভারী বৃষ্টি আর পাহাড়ী ঢলের কারনে চট্টগ্রাম,সিলেট,ফেনী,আখাউরা ,নোয়াখালী,কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক মানুষ ইতোমধ্যে পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে বলে খবরে এসেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ঢাকায়ও গতরাত থেকে বৃষ্টি হচ্ছে। জনজীবন অনেকটা স্থবির। আশাকরি বাংলাদেশের মানুষ ও সরকার বরাবরের মত এই বন্যা সংকট দ্রুত কাটিয়ে উঠবেন। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আজকের রেসিপিটি প্রিয় আমার বাংলা ব্লগের নিয়মিত আয়োজন প্রতিযোগিতার জন্য। প্রতিবার এই প্রতিযোগিতার ফলে নতুন নতুন অনেক কিছুই শিখতে পারি।প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বন্ধুদের প্রতিভা দেখে মুগ্ধ হই। নিজেকে তৈরি করি। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬১। এবারের প্রতিযোগিতার বিষয়| হোমমেইড স্ন্যাকস রেসিপি। তাই আমার আজকের রেসিপিটিও স্ন্যাকস। আর সেটি হচ্ছে " চিকেন পপকর্ণ "। বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে হোমমেইড এই চিকেন পপকর্ণ এর জুড়ি মেলা ভার। বন্ধুরা, চিকেন পপকর্ণ রেসিপিটি তৈরি করতে উপকরণ হিসেবে ব্যবহার করেছি মুরগীর বুকের মাংস,ডিম,ময়দা সহ আরও কিছু উপকরণ। যা নিম্নে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, আশাকরি আমার তৈরি আজকের রেসিপি হোমমেইড চিকেন পপকর্ণ আপনাদের ভালো লাগবে।

উপকরণ

cp3.jfif

cp1.jfif

cp12.jfif

cp2.jfif

cp37.jpg

উপকরণপরিমাণ
মুরগীর বুকের মাংস৩০০ গ্রাম
ডিম১পিস
ময়দা১কাপ
কর্ণফ্লাওয়ার১/২ কাপ
সয়া সস১ টেঃ চামচ
আদা পেস্ট১ চাঃ চামচ
রসুন পেস্ট১ চাঃ চামচ
লবনপরিমাণ মতো
গোল মরিচ গুড়া১টঃ চামচ
মরিচ গুড়া১টেঃ চামচ
অরিগ্যানো১ চাঃ চামচ
লেবুর রস১টেঃ চামচ
লিকুইড দুধ৩ তেঃ চামচ
সয়াবিন তেল৩ কাপ

চিকেন পপকর্ন তৈরির ধাপ সমূহ

ধাপ-১

cp4.jfif

প্রথমে মুরগীর মাংস ছোট ছোট টুকরো করে পরিস্কার করে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

cp5.jfif

টুকরো করা মাংসে একে একে মরিচ গুড়া,আদা ,রসুন পেস্ট,গোল মরিচ গুড়া ও স্বাদ মতো লবন দিয়ে দিয়েছি।

ধাপ-৩

cp6.jfif

cp7.jfif

এরপর তাতে অরিগ্যানো ও সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৪

cp16.jfif

cp15.jfif

cp17.jfif

cp9.jfif

এরপর তাতে দিয়ে দিয়েছি দুধ ও লেবুর রস । সকল উপকরণ মাংসের সাথে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দুধ দিলে মাংসে জুসি ভাব বজায় থাকে।

ধাপ-৫

cp10.jfif

cp11.jfif

এবার একটি প্লেটে ৩ টেঃ চামচ ময়দা ও ৩টেঃ চামচ কার্ণফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সাথে আধা চামচ মরিচ গুড়া ও স্বাদ মতো লবন নিয়ে নিয়েছি। সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৬

cp13.jfif

pc35.jpg

cp14.jfif

একটি বাটিতে ডিম ভেঙ্গে নিয়েছি। তাতে পরিমাণ মতো গোল মরিচ গুড়া ও লবন দিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিয়েছি।

ধাপ-৭

cp18.jfif

এবার মেরিনেট করা মাংসে ২ টেঃ চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৮

cp21.jfif

cp22.jfif

cp23.jfif

মেরিনেট করা মাংসের টুকরো প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে মশলা মাখানো ময়দায় কোট করে নিয়েছি।

ধাপ-৮

cp20.jfif

cp24.jfif

cp25.jfif

cp26.jfif

পরিমাণ মতো তেল দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি।তেল গরম হয়ে এলে তাতে কোট করা মাংসের টুকরো দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। একইভাবে সবগুলো মাংসের টুকরো ভেজে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম মজাদার হোমমেড চিকেন পপ কর্ন।

উপস্থাপন

pc36.jpg

pc39.jfif

এবার একটি পাত্রে টমেটোর সস দিয়ে সাজিয়ে নিয়েছি চিকেন পপকর্ন। সাথে কিছু ফটোগ্রাফি করেও নিয়েছি।

আশাকরি, হোমমেইড চিকেন পপকর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসুন বন্যাদূর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াই। যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। বন্যাদূর্গত এলাকার মানুষ নিরাপদ হোক। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ এখনেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেনীপ্রতিযোগিতা ৬১
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ২১শে আগস্ট, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে হোমমেড স্ন্যাকস চিকেন পপকর্ন তৈরি করে শেয়ার করেছেন। আসলে এ ধরনের যে কোন রেসিপি তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয়। তবে সস দিয়ে খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

বাসার তৈরি খাবারগুলোর স্বাদ সবসময় অন্যরকম হয়। আজ আপনি বাসায় চিকেন পপকর্ন তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু। সেইসাথে সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দিয়েছেন। আপনার তৈরি করা রেসিপিটি দেখে খুবই মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ঠিক তাই বাসায় বানানো খাবারের স্বাদই অন্য রকম। সেই সাথে স্বাস্থ্য সম্মতো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।