মাননীয় এমপি মহোদয় সহ, হাজার মানুষের সাথে ইফতার করার অনুভূতি||~

in hive-129948 •  9 months ago 


আসসালামু আলাইকুম/আদাব


মাননীয় এমপি মহোদয় সহ, হাজার মানুষের সাথে ইফতার করার অনুভূতি||~

IMG20240402180622.jpg

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি।আর আমার বাংলা ব্লগ পরিবারের সকলেই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।♥♥

IMG20240402174849~2.jpg


বন্ধুরা, আজ আমি আমাদের এলাকার নীলফামারীর ২ আসনের সম্মানিত এমপি মহোদয় সহ একই দিনে হাজার মানুষের হাত থেকে ইফতার করার অনুভূতি ব্যক্ত করব। পবিত্র মাহে রমজান রহমত ও বরকতের মাস। পবিত্র এই মাসের ফজিলত বছরের অন্যান্য মাসের চেয়ে অন্যতম। দীর্ঘ একমাস রোজা রাখতে হয়। ভোর রাত থেকে সন্ধ্যা অব্দি। এ মাসের সেহরি এবং ইফতার অনেক বরকতময়।এবং সোয়াব ও হয় বহু গুণ। গতকাল আমাদের নীলফামারী সদরের পৌরসভা প্রাঙ্গনে।পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সুধীজনকে নিয়ে মাননীয় এমপি মহোদয় ইফতার মাহফিলের আহবান করেন।সেই অনুষ্ঠানে আমিও একজন আমন্ত্রিত।
এতগুলো পরিচিত মানুষদেরকে একসাথে দেখতে পেয়ে অনেক আনন্দ লেগেছিল গতকাল।আমাদের নীলফামারীতে সরকারি এতিমখানায় যতগুলো এতিম ছাত্র ছিল তারাও ছিলেন উপস্থিত সেই অনুষ্ঠানে।এতিম বাচ্চাদের জন্য আমার অন্যরকম একটা দরদ অনুভূত হয়,সেই ছোটবেলা থেকে।

IMG20240402174715.jpg

সকলে এক কাতারে বসে একই চেয়ার টেবিলে বসে একই খাবার পরস্পর সবাই মিলে একসাথে খাওয়ার অনুভূতি সত্যিই একটু ভিন্ন রকম ছিল।জাতী, বর্ণ গরিব-দুখী সব ভেদাভেদ ভুলে গিয়ে শুধু মানুষের সাথে মানুষের এই মিলন মেলার সত্যিই চমৎকার এক অনুভূতির সৃষ্টি করেছিল।

ইফতার শুরু হওয়ার পূর্ব মুহূর্তে মাত্র কয়েক মিনিট মাননীয় এমপি মহোদয় বক্তব্য রাখেন।তার গঠনমূলক এবং শ্রুতিমধুর বক্তব্য সকলকে প্রায় অনুপ্রাণিত করেছে।আমি নিজেও ব্যক্তিগতভাবে ওনার বক্তব্য অনেক পছন্দ করি।উনি যেকোনো পরিস্থিতিতেই খুব ঠান্ডা মাথায় বক্তব্য রাখেন।এবং কণ্ঠস্বরের স্কেলটা থাকে ধীর গতিতে। অনেক বছর আগে থেকেই আমি ওনার বক্তব্যের একজন ভক্ত শ্রোতা।সেই সাথে একজন প্রিয় ব্যক্তিত্ব।প্রিয় নাট্য শিল্পী।এবং প্রিয় বাচিক শিল্পীও বটে।তার কবিতা আবৃত্তির ধরন অনেকের চেয়েই আলাদা।
এমন একজন গুণী ব্যক্তিত্বের সাথে এর আগেও একসাথে খেয়েছি। তারপরেও গতকাল ইফতার মাহফিল একসাথে করার অনুভূতিটা ছিল ব্যতিক্রমধর্মী।

পৌরসভার হলরুম পৌরসভার ছাদ পৌরসভার মাঠ সব জায়গায় কালকে লোকে লোকারণ্য হয়েছিল।প্রায় কয়েক হাজার মানুষ একসাথে ইফতার করতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে।গতকালকের এই ইফতার মাহফিল স্মরণীয় এবং স্মরণীয় হয়ে থাকবে। স্মৃতির দেয়ালে।

IMG20240402181831.jpg

বন্ধুরা আমাদের এলাকার সম্মানিত এমপি মহোদয়সহ হাজার মানুষের সাথে ইফতার করার অনুভূতি আপনাদের সাথে ব্যক্ত করতে পেরে, আমি আনন্দিত।চমৎকার এই আয়োজনে এলাকাবাসী অনেক খুশি।পরিশেষে বলবো এই ধারাটা যদি অব্যাহত থাকে মানুষ মানুষের মাঝে।তাহলে পৃথিবীটা হবে আরো সুন্দরময়।মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে হেফাজত করুন।আমাদের কে সঠিক এবং ভালো কাজ করার জন্য তৌফিক দান করুন।

সকল মানুষ ভাই ভাই,
সব বিভেদ ভুলে যাই

এই প্রত্যাশা রেখে আজকের মত এখানেই।


IMG20240402175442~2.jpg

IMG20240402180606.jpg

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

কমিউনিটি : **আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.