꧁:স্বরচিত কবিতা "নববর্ষ" :꧂☆

in hive-129948 •  11 months ago  (edited)


আসসালামু আলাইকুম/আদাব

IMG20240414094949~2.jpg



☆꧁:স্বরচিত কবিতা :꧂☆

꧁✍🏻নববর্ষ" ꧂



নববর্ষের শুভেচ্ছা টা
জানিয়ে করছি শুরু,
পান্তা ভাতার সিঁদল ভর্তা
খাইয়ে দিলেন গুরু।

IMG20240414110619.jpg

বন্ধুরা নববর্ষের অনাবিল শুভেচ্ছা সবাইকে। আশা করছি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নববর্ষ সবার জীবনে কল্যাণ বয়ে আনুক। এই শুভ কামনায় আজকের ব্লগ শুরু করছি।

বর্ষবরণের শোভাযাত্রা দিয়ে আজকের দিনের শুরু। সম্মিলিত সংস্কৃতি জোটের পক্ষ থেকে, ও জেলা শিল্পকলার আয়োজনে,বর্ষবরণের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশাল এই শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আমার আজকের দিনটা শুরু হয়েছে। বর্ষবরণের এই দিনটা আসলে প্রতিবছরে খুবই চমৎকারভাবে আমরা পালিত করি। সেই সাথে পান্তা ইলিশ ও নানা ধরনের ভর্তা দিয়ে, খুবই জাঁকজমকপূর্ণভাবে, এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাঙালির নানা ধরনের ঐতিহ্যবাহী ফেস্টুন ব্যানার সঙ্গে করে নিয়ে, ঢাকঢোল একতারা বাজার মাধ্যমে, নানা রঙে সজ্জিত হয় এই শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষ করে আমরা শহীদ মিনার প্রাঙ্গণে পান্তা ভাতের আয়োজন করা হয়। এবং আমরা সকলে মিলে সেখানে পান্তা ভাত খাওয়ার মাধ্যমে বাঙালিয়ানার ঐতিহ্য কে ফুটিয়ে তোলার চেষ্টা করি।

তারই ধারাবাহিকতায় আজ আমি আমার স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হলাম। এই কবিতাটি লিখেছিলাম যখন আমি ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। এই কবিতাটি লিখে এবং পাঠ করে সে সময় আমি প্রথম পুরস্কার অর্জন করেছিলাম। আর আজ সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। তো চলুন দেরি না করে আমরা সেই কবিতাটি পড়ে আসি।

"নববর্ষ"


🥀সেলিনা সাথী🥀


নববর্ষ-
স্বাগত জানাই, স্বাগত জানাই তোমাকে
তুমি প্রতিটি মানুষের মধ্যে-বয়ে আনো সততা,
বয়ে আনো একতা,বয়ে আনো অনাবিল সুখ,
অজস্র আনন্দ,সজল চোখে মহীয়ান স্বপ্ন।

নববর্ষ-
শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই তোমাকে।
তুমি বাংলার প্রতিটি ঘরে
জ্বালিয়ে দিও উজ্জ্বল দীপ্ত,
নববর্ষের সন্ধ্যা কিরনের সুবর্ণ মদিরা
জেগে উঠে যেন বাঙালির শিরা-উপশিরা।

নববর্ষ-
তুমি এসো, তুমি এসো,
আমাদের মাঝে
অন্তরের আধার মুছে দিয়ে,
আমাদের মাঝে এনে দাও-
মধুরতা, ম্লানকান্তি,, অনন্ত বিশ্বাস,
এনে দাও মধুর আলিঙ্গন
নববর্ষ শুভ হোক-
শুভ হোক তোমার আগমন।

নববর্ষ তুমি এসো তুমি এসো আমাদের মাঝে-
বাঙালির ঐতিহ্যকে ঐতিহ্যময় করে তুলতে।
সাহিত্য ও সংস্কৃতিকে আগলে ধরতে,
বাঙালি জীবনে মূল্যবোধের ফুল ফোটাতে
তুমি এসো তুমি এসো।

নববর্ষ তোমাকে বরণ করতে আজ
সাজিয়েছি নববর্ষের বরণ ডালা,
তোমাকে বরণ করার এই আয়োজনে,
গভীর ভালোবাসা অন্তরের অন্তস্থল থেকে
নাচে গানে মুখরিত করতে,,
তুমি এসো তুমি এসো আমাদের মাঝে

IMG20240414094523~2.jpg

আশা করছি আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার পরম পাওয়া। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সব সময়।

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: (কবিতা )

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে শুভ নববর্ষকে কেন্দ্র করে বেশ দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা প্রতিটি লাইন আমাকে বেশি মুগ্ধ করেছে। আপনি একদম ঠিক বলেছেন আপু আসলে বাঙালির ঐতিহ্যবাহী ধরে রাখার জন্য আমাদের অবশ্যই নববর্ষকে বরণ করে নিতে হবে। সময় উপযোগী এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

প্রথমে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
নববর্ষ শিরোনামে কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

নববর্ষের শুভেচ্ছা আপু💐
আজকের এই দিনে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা গুলো সব সময়ই ভালো লাগে। নববর্ষের কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। আজকের এই দিনটাতে পান্তা ভাত খেতে ভীষণ মজা লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। আমরা আজ মহা ধুন ধামের মধ্য দিয়েই পান্তা ভর্তা খেয়েছি। সত্যিই সময়টা দারুন কেটেছিল।

সর্বপ্রথমে আপনাকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ উপলক্ষে আপনি দারুন একটি কবিতা লিখেছেন এবং সেটা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনাকে কবিতাটি পড়ে বেশি ভালো লাগলো। মনে হচ্ছে আজ পয়লা বৈশাখের র‍্যালিও করেছেন। এবং স্টান্ডে নতুন সাজে সজ্জিত দেখতে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ আজকে মঙ্গল শোভাযাত্রায় ছিলাম। বৈশাখী সাজটা আপনার কাছে ভালো লেগেছে, জেনে আরো বেশি ভালো লাগলো।

আসলে আসলে নববর্ষ আমাদের প্রত্যেকের মধ্যে একতা সততা এবং আনন্দময় মুহূর্ত যেন বয়ে নিয়ে আসে। এই অনুভূতি নিয়েই অসাধারণ একটি কবিতা লিখেছেন। নববর্ষ ও শুভেচ্ছা রইল আপনার জন্য এবং নববর্ষ নিয়ে খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিলেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

নতুন বছর সবার জীবনে কল্যাণ বয়ে আনুক, এই কামনাই কবিতাটি লেখা। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

শুভ নববর্ষ আপু। আপনাকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। নববর্ষ সবার জীবনে একতা সততা বয়ে আনুক। নতুন একটা শুরু হোক। চারিদিকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক সবাই। নববর্ষ নিয়ে কবিতা টা দারুণ লিখেছেন আপু। যদিও আপনি বরাবরই বেশ অসাধারণ লিখে থাকেন এই কবিতা। বেশ চমৎকার লাগছে কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

শুভ নববর্ষ।। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি উজ্জীবিত করে। অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ পাশে থাকার জন্য।

অনেক আগের লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপু আপনি খুবই গুনি মানুষ। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন একটি কবিতা লিখে আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপু আমার লেখা কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। দোয়া করবেন আমার জন্য। আমি যেন আগামীতে আরো ভালো ভালো কবিতা আপনাদেরকে উপহার দিতে পারি।

পুরাই নস্টালজিক হয়ে গেলাম আপু! ইন্টার ফাস্ট ইয়ার থেকেই আপনি দেখছি সেই লেভেলের কবিতা লিখতেন। নববর্ষ কবিতাটি দারুণ লিখেছেন আপু। নববর্ষের অনাবিল সুখ ছড়িয়ে পড়ুক সবার মাঝে এমনটাই আশা করছি। 🌸

আমি তো অনেক ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে জড়িয়ে আছি। ছোটবেলার অনেক লেখা এখন দেখলে অনেক ভালো লাগে।

শুভ নববর্ষ আপু। আপনাকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আপনার কবিতাগুলো আমার সব সময় পড়তে ভালো লাগে। আপনি অনেক দারুণ কবিতা লিখেন। আজকের নববর্ষ কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো।
বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন সত্যিই অসাধারণ ছিল আপু।

নববর্ষ কবিতাটি ও আপনার কাছে ভালো লেগেছে, জেনে অনেক বেশি খুশি হলাম। এরকম সুন্দর মন্তব্য করে সব সময় উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বাংলা নতুন বছরের প্রথম দিন উপলক্ষে অর্থাৎ শুভ বাংলা নববর্ষ উপলক্ষে আপনার লেখা নববর্ষের শিরোনামের কবিতাটি পড়ে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে আপু এতো সুন্দর কবিতা লেখা একমাত্র আপনার দ্বারাই সম্ভব। কবিতাটির ভাষা গুলো অত্যন্ত সাবলীল হয়েছে। অসাধারণ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই অসাধারণ সুন্দর কবিতাটি আপনাকে মুগ্ধতা ছড়িয়েছে জেনে অনেক বেশি ভালো লাগলো। দোয়া করবেন আগামীতেও জন্য আরো সুন্দর সুন্দর কবিতা আপনাদেরকে উপহার দিতে পারি।