☆꧁:সমুদ্র সৈকতে তোলা ||আমার নিজের কিছু ফটো :꧂

in hive-129948 •  10 months ago 


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁:সমুদ্র সৈকতে তোলা আমার নিজের কিছু ফটো:꧂☆


DSC_0152~2.jpg


꧁ সমুদ্র সৈকতে সাগর কন্যা꧂


শৈল্পিক মনে আমার
নান্দনিকতার ফুল
ভালোবেসে ভেসে বেড়াই -
পাই না খুঁজে কুল,,।

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা, আজ আমি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে আমার নিজের দোলা কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সমুদ্রসৈকত কক্সবাজারে আমি বহুবার গিয়েছি। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে কক্সবাজারে গিয়ে যত মজা করেছি।এর আগে কখনোই ততটা মজা করি নাই। আসুন সেই মজা করার কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করছি।

DSC_0205~2.JPG

সাগর পারে সাগরকন্যা
ঢেউয়ের সাথে জলে,
আনন্দ আর উচ্ছাসেতে
মনের কথা বলে

বন্ধুরা এই ছবিটিতে বাঁধভাঙ্গা আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে। এত হাসি খুশিতে যেন সাগরের ঢেউ এর সাথে সাথে সীমাহীন আনন্দে প্রাণ খোলা হাসি। সমস্ত দুঃখ কষ্ট বিষণ্ণতা যেন হারিয়ে যায় সাগরের সীমানায়।

image~4.jpg

ইচ্ছে করে এমনি করে
যাই ছুটে যাই দূরে
পাগল হাওয়ায় মনটা মাতাল
অজানা এক সুরে।

ইনানী বিচে তোলা এই ছবিটি আমার নিজের কাছে যেন অন্যরকম একটা অনুভূতি দোল দিয়ে যায় মনের মনিকোঠায়। এই গাড়িটিতে চোরে যখন বালুচরে ছুটে চলেছিলাম, তখনকার যে অনুভূতি তা বলে বোঝানো যাবে না। ইচ্ছে করছিল আরও বেশি বেশি ঘুরতে।কিন্তু আমরা তো সময়ের কাছে বাধা।

DSC_0306~2.jpg


🥀ইচ্ছে করে সাগর পারে
সারাটিখন থাকি,,
হিমেল হাওয়ার শীতল পরশ
বুকে ধরে রাখি।🥀

সমুদ্রের সৈকতে যখন, বড় বড় ঢেউয়ের ঝাপটা এসে দোল খায় চিক চিক করে বালুগুলোর মধ্যে। সেই ভেজা বালুগুলোর শীতল পরশ,অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি করে। ইচ্ছে করে অনন্তকাল ধরে এই অনুভূতি স্পর্শ করি।

বন্ধুরা সমুদ্রে সৈকতের বেশ কয়েকটি ফটো আপনাদের সাথে শেয়ার করে নিলাম।কিছু আনন্দঘন মুহূর্তের ছবি।যে ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে আজীবন। আসলে ছবির মাধ্যমে আমি সময়কে ধরে রাখতে চাই। আমরা সকলেই প্রায় জানি সময় এবং স্রোত কখনোই বেঁধে রাখা যায় না।আমরা এভাবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে সেই সময় গুলোকে ধরে রাখতে পারি।স্মৃতির ভান্ডারে অনন্তকাল ধরে।

আর মাত্র কয়েকদিন বাদে আমাদের বড় উৎসব দুটির মধ্যে অন্যতম একটি উৎসব ঈদুল ফিতর। রমজান মাসে রোজা রাখার পর ঈদের প্রস্তুতি নিতে আমরা এখন একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি।আর এই ব্যস্ততা কমবেশি সকলের।আর আমার বাসায় যেহেতু আমি নারী বলতে একা তাই আমার কাজের চাপ অনেক বেশি।সারাদিন অনেক কাজ করার পর,অনেক ভাবতে ভাবতে এই পোস্টটি করলাম মধ্যরাতে।আপনাদের যদি এতটুকু ভালো লাগে তবেই আমার সার্থকতা।সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন।ঈদের আনন্দ ভরে উঠুক প্রতিটি পরিবারে।এই প্রত্যাশা রেখে আজকের মত এখানেই ইতি টানছি।

DSC_0160~2.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: নিজের ফটোগ্রাফি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

কক্সবাজার সমুদ্র সৈকতে আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আপু। সমুদ্র সৈকতের বীচের গাড়িগুলো উঠতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। আমিও উঠেছিলাম।এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য ।

Posted using SteemPro Mobile

একদম ঠিক বলেছেন আপু সমুদ্র সৈকতে বীচের এই গাড়িগুলোতে ওঠার মজাই আলাদা।কারণ বালুচরের মধ্যে এরা যে স্প্রিটে চালায়।। সেটা দারুন লাগে।

কক্সবাজার সমুদ্র সৈকতে আপনার বেশ দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার ফটোগ্রাফির সাথে যে কবিতা গুলো লিখেছেন কবিতা গুলো ঠিক সেই ছবির সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। সমুদ্র সৈকতে সময় কাটাতে আসলেই অনেক ভালো লাগে।আর আপনাকে দেখতে আপু অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ দারুন একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

আপু ছবিগুলোর সাথে মিল রেখেই ছড়াগুলো লেখার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

সমুদ্র সৈকত থেকে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আসলে সমুদ্র সৈকতের মতঝ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ স্থানে এরকম নিজের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার মজাই আলাদা। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

সমুদ্রসৈকতেই সেই প্রকৃতির মাঝে ফটো ব্যবসা হয় কিন্তু দারুণ। সেখানকার ক্যামেরাম্যানদের।
মানুষকে একদম পল্টিতে ফেলে দেয়।অভিজ্ঞতা থেকে বলছি।

আরে বাহ আপু আপনাক দেখতে বেশ চমৎকার লাগছে ৷ নিশ্চয়ই সমুদ্র সৈকতে কাটানো মুহুর্ত গুলো অসাধারণ ছিল ৷ সেই তোলা ফটোগ্রাফ গুলো দেখে বোঝা যাচ্ছে কতটা ইনজয় করেছেন ৷ যা হোক অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷

সমুদ্র সৈকতে কাটানো সময় গুলো সত্যিই অসাধারণ ছিল।সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু আপনাকে সুন্দর লাগছে।আসলে ঘুরতে গেলে বেশ মন ভালো লাগে,আর যদি হয় সমুদ্র সৈকত তাহলে তো আর কথাই নেই। সাগর পারের ছবিটা দেখে আমারও মন চাচ্ছে যেতে।ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

আসলে সাগর পারে বেড়াতে গেলে মনটা বিশাল বড় হয়ে যায়।যখন সাগরকে দেখে দেখে উপলব্ধি করা যায়।সাগর পাটের ছবিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু।

ঈদের আগে কম বেশি সবাই ব‍্যস্ত থাকে। যদিও মেয়েদের ব‍্যস্ততা টা অনেক বেশি থাকে। সমুদ্রে পাড়ে বেশ দারুণ সময় কাটিয়েছেন আপু। আপনার আনন্দদায়ক মূহূর্তগুলো কবিতা এবং ছবির মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। ছোট কয়েকটা লাইন দিয়ে নিজের অনূভুতি প্রকাশ করেছেন। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো।

Posted using SteemPro Mobile

এটা ঠিক ঈদের আগে ছেলেদের চেয়ে মেয়েদের ব্যস্ততা অনেক বেশি। তবে ব্যস্ততার মধ্যেও আনন্দ লুকিয়ে থাকে ভরপুর।

আপনাকে তো খুবই সুন্দর লাগছে প্রতিটা ছবিতে। ছবিগুলোর সাথে ছিল খুব সুন্দর কবিতা। বেশ ভালোভাবে এনজয় করেছেন কক্সবাজার ভ্রমণ। আপনার ফটোগুলো দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ছবিগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে কবিতার লিখেছি,
যেন ছবি দেখার সাথে সাথে কবিতা পড়তেও ভালো লাগে।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনি এমন একজন মানুষ, যার মুখে যেন হাসি সবসময়ই লেগে থাকে। আর এভাবেই আপনাকে বেশ মানায়। আপনার হাসি এত মিষ্টি, সেটা দেখলেও যেন মন ভালো হয়ে যায়। তেমনি আপনার মিষ্টি প্রাণখোলা হাসিময় ছবিগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

আপু খুব ছোটবেলা থেকেই আমার অভ্যেস হাসিখুশি থাকা। এবং আমার সামনে যারা থাকবে তাদেরকে হাসিখুশি রাখা। তবে এটা ঠিক হাসি মাখা মুখের ছবি দেখলেও বেশ হাসি পায়।