♥"কবি আপুর খোলা চিঠি" ♥ সেলিনা সাথী♥ ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।

in hive-129948 •  3 years ago 


আসসালামু আলাইকুম/আদাব



dropshadow_1655042070890.jpg

"কবি আপুর চিঠি"

প্রিয় বন্ধুরা,,

তাং: ১২-০৬-২০২২ ইং


আমি তোমাদের কবি আপু বলছি।আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উপলক্ষে রক্তিম শুভেচ্ছা সবাইকে।তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আশা করছি তোমরা অবশ্যই ভালো থাকবে সব সময়,,হাজারো বাধা বিপত্তি অতিক্রম করে। আর তোমাদের সকলের জন্য সবসময় আমার শুভকামনা থাকলো । কারণ তোমরা সবাই আমার খুব ভালো বন্ধু বলে। তোমরা তো জানোই আমাদের মায়ের মুখের ভাষা বাংলা ভাষার জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, জব্বার, বরকত, রফিক, শফিক সহ অনেকের নাম না জানা ভাইয়েরা ও শহীদ হয়েছেন। আমাদেরকে অনেক কষ্ট, দুঃখ, নির্যাতন নিপীড়ন সইতে হয়েছে । আর এই ভাষা আন্দোলনের কারণেই আমরা আজ পৃথিবীর বুকে একটি স্বাধীন দেশের গর্বিত নাগরিক । সুজলা, সুফলা, শস্য, শ্যামলা আমাদের এই স্বাধীন বাংলাদেশের মাটি যেন সোনার চেয়েও খাঁটি । তেমনি আমার মায়ের ভাষায় কথা বলেও আমরা পাই আত্মতৃপ্তি । এই মাটিতে জন্ম নিয়ে যেমন নিজেকে ধন্য মনে করি। ঠিক তেমনি বাংলা ভাষায় কথা বলতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করি । আর তাই আমি আমার দেশকে, আমি আমার ভাষা কে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।মহান স্বাধীনতার প্রতীক লাল ও সবুজ পতাকার মান আমরা রাখবোই। সেই সাথে জীবন দিয়ে হলেও সুনীল আকাশে সব সময় উড্ডিন রাখব আমাদের জাতীয় পতাকা। মাতৃভাষাকে আরও উন্নত করে গড়ে তোলার জন্য,, ব্লকচেইন প্লাটফর্মে মাতৃভাষাকে গ্রহণযোগ্য কিংবা স্বীকৃতি নেওয়ার জন্য,,আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ভাজন,, শ্রদ্ধেয় ফ্যান্টম দাদা 2021 সালের 11 ই জুন আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠা করেন।যেখানে সারা বিশ্বে থাকা যত বাংলা ভাষাভাষীর মানুষ আছে,,তারা স্বানন্দে নিজের মাতৃভাষায় ব্লগিং করতে পারবে। মনের ভাব প্রকাশ করতে পারবে।বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করে, নিজের আবেগ অনুভূতি গুলোকে খুবই চমৎকার ভাবে নতুন করে সাজিয়ে মনের মত করে ফুটিয়ে তুলতে পারব দ্বিধাহীনভাবে। আমাদের সকলের প্রিয় ফ্যান্টম দাদার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে নিজেকে সচেষ্ট রাখবে একজন বাঙালি হিসেবে। দুই বাংলার এই সেতু বন্ধন যেন চীর অটুট থাকে। আমার বাংলা ব্লগের মাধ্যমে বাংলা ভাষার জয় আরও একবার নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখেই তোমাদের হাজারো স্বপ্নের কথা মালা কে বুকে নিয়ে এখন থেকে প্রতিদিনই বাংলা ভাষাকে ধারণ করো লালন করো, আর প্রকাশ করো আমার বাংলা ব্লগের মাধ্যমে। নিজের চেতনাগুলো কে ফুটিয়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে পারো। তোমার অবসর সময় টিকে কাজে লাগিয়ে। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারো এই ব্লগের মাধ্যমে। তোমরা সবাই ভালো, থেকো সুখে থেকো, মহান আল্লাহতালা সকলের প্রতি সহায় হোন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কে কবুল করে নিন তোমাদের উদ্দেশ্য করে এই খোলা চিঠি কতখানি গুরুত্ব পাবে তা আমি জানিনা। আমার বাংল ব্লগ কে ভালবেসে, আমার ভাষা কে ভালবেসে তোমাদের উদ্দেশ্যে আমার এই চিঠি। সকলের জীবন পূর্ণতার ভরে উঠুক এই প্রত্যাশায় আজ এখানেই।
ইতি

তোমাদের কবি আপু
"আমার বাংলা ব্লগ"
দুই বাংলা





siam,.png

বাংলা আমার মাতৃভূমি বাংলা আমার ভাষা, আমার বাংলা ব্লগে লিখে আয় করছি খাসা,

কি অপরূপ রূপে ভরা আমার বাংলা ব্লগ, স্টিমিটে এই কমিউনিটি যেন মাইলফলক

siam,.png

IMG_20220606_220731.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভিন্ন ধর্মী একটি পোস্ট ছিল আপু। আপনার খোলাচিঠি সবটা পড়লাম। যা বুঝলাম আমাদের সকলের উদ্দেশ্য যেন সফল হয় সেটাই কাম্য। আমাদের শ্রদ্ধেয় দাদার প্রতি আমরা বরাবরই কৃতজ্ঞ। যিনি আমাদের মায়ের ভাষাকে ব্লকচেইনের মাধ্যমে পৃথিবীর বুকে ছড়িয়ে দিচ্ছেন।

আপনি খোলা চিঠি পড়ে খুব সুন্দর ভাবে উপলব্ধি করে মন্তব্য করেছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
♥♥

আপনার খোলা চিঠির পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এই ভাষার জন্য আমাদের কত ভাই বোন জীবন দিয়েছেন। এই বাংলা ভাষা কে আমরা মনে প্রাণে ধারণ করি। আমরা অনেক গর্ববোধ করি। আমরা এতো সুন্দর একটি প্লাটফর্মে ব্লগিং করি। যা আমাদের নিজের ভাষা বাংলা ভাষা দিয়ে ব্লগিং করতে পারি। এতো সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য।❤️❤️❤️

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥