পেন্সিলে আকা ফ্যান্টম দাদা মুখচ্ছবি || 10% Beneficiaries @shy-fox

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম


আশাকরি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ অসুস্থ তার মাঝেও আমি একটু একটু ভালো আছি। আজ সারাদিন কিছু পোস্ট করতে পারেনি কাউকে কমেন্ট করতে পারেনি কারণ আমি শারীরিকভাবে অনেক অসুস্থ।।

dropshadow_1630590418866.jpg


siam,.png

তাই বেলা শেষে চিন্তা করলাম একটা কিছু পোস্ট করা উচিত। সেদিন দাদা তার ফ্জেের যে জেনারেল ডিসকাসনে দিয়েছেন সেখান থেকে সেটি সংগ্রহ করে,অংকন করার চেষ্টা করলাম।
যদিও আমি অঙ্কন করতে পারি না ছোটবেলায় একটু একটু চেষ্টা করেছিলাম তবুও ভালো হয় না।
যেভাবেই হোক করার চেষ্টা করেছি আশা করি খুব ভাল না লাগলেও মন্দ লাগবেনা।

তবে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই রকম দুর্দান্ত সাহস নিয়ে ছবিটি করার চেষ্টা করছি বলে। প্লিজ দাদা আমাকে ক্ষমা করবেন।

সম্মানিত ফ্যান্টম দাদার মুখের ছবি পেন্সিল দিয়ে অংকন এর মডেল।

dropshadow_1630590648591.jpg


siam,.png

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ


উপকরন-

  • পেন্সিল
  • রাবার
  • পেন্সিল কাটার
  • এ ফোর সাইজ পেপার

IMG_20210902_195458.jpg

siam,.png

১ম ধাপে


IMG_20210902_195556.jpg

siam,.png

২য় ধাপ


IMG_20210902_195642.jpg

siam,.png

৪র্থ ধাপ


IMG_20210902_195728.jpg

siam,.png

৫ম ধাপ


IMG_20210902_195810.jpg


তৈরি হয়ে গেল দাদার মুখচ্ছবি। আশা করি আমার অংকনটি আপনার ভালো লেগেছে, ভাল লাগলে অবশ্যই মন্তব্যে করতে ভুলবেন না যেন।


"ফ্যান্টম" দাদার মুখের ছবি
তৈরি করলাম ভয়ে,
পেন্সিল রাবার উভয়ের সমন্বয়ে।

কাঁচা হাতের আঁকা ছবি
হয়নি তেমন ভালো,
আমার বাংলা ব্লগে তুমি
নব প্রদীপ জ্বালো।

উৎস তুমি প্রেরণা তুমি
সবার দাদা ভাই
স্টিমিট পরিবারে তোমার
জুড়ি নাই,
প্রিয় দাদাভাই♥

ভালো থেকো সুখেথাকো
সপরিবারে
এই দোয়াটাই করে গেলাম
আমি চিরতরে।।

IMG_20210830_110535.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পেন্সিলে আঁকা ছবিটি অনেক সুন্দর হয়েছে আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

ধন্যবাদ

অনেক সুন্দর এঁকেছেন আপু। চোখের মনিগুলো দিলে আমার মনে হয় আরো অনেক সুন্দর হতো।

দাদার ঐ ছবিটা এরকমই চোখ ঢাকা ছিল। ধন্যবাদ

ও আচ্ছা।

ফ্যান্টম দাদা ছবিটা অনেক সুন্দর হয়েছে আপু, সাথে আপনার কবিতা অনেক সুন্দর ছিলো। আপনার জন্য শুভকামনা

পেন্সিলে আঁকা ফ্যান্টম দাদা মুখচ্ছবি দেখে আমি আমার হাসি আটকাতে পারছিনা। সুন্দর এঁকেছেন। ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর ছবি এঁকেছেন আপু ফ্যান্টম দাদার। অসংখ্য ধন্যবাদ আপনাকে

দাদা তো একেবারে দাদাগিরির বাবুদের মত।
ভাল লাগল।

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি।
ছবি সুন্দর ছিল।
দাদা মনে হয় মনে মনে হাসছে ছবিটি মিলে গেছে মনে হয়।
শুভ কামনা অবিরাম 💚

ধন্যবাদ ভাইয়া♥