আস্থাভাজন সাথী পাঠাগার
সমাজের রুপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার।বই চরিত্র গঠনে সহায়তা করে সৎ গুণাবলী অনুশীলনেও ভূমিকা রাখে।। তাই আসুন
বই পড়ি পাঠাগার গরি
এই শ্লোগানকে সামনে রেখে আজ আমি সাথী পাঠাগার এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।
আশা করি আপনাদের ভাল লাগবে।।
সাথী পাঠাগার নীলফামারী জেলার বাজার পাড়া গ্রামে অবস্থিত। ১২/১২/২০১২ইং তারিখ থেকে যার যাত্রা শুরু।যা ৮ বছর পেরিয়ে নয় বছরে পদার্পণ করেছে।
সাথী পাঠাগার এর 11 সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি রয়েছে।এবং তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর কমিটি রয়েছে।এবং সাথী পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমি সেলিনা সাথী সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি।
সাথী পাঠাগার এর উল্লেখযোগ্য কিছু কর্মসূচিঃ
♦বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতারন
♦চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
♦বৃক্ষরোপণ
♦শীতবস্ত্র বিতরণ
♦বিভিন্ন দিবস উদযাপন
♦শিশু বিয়ে, মাদক,
♦ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক প্রোগ্রাম করা
♦বইমেলায় স্টল দিয়ে অংশগ্রহণ করা
♦স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
♦স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম করা।
♦বেশি বেশি পাঠক তৈরি করা এবং শ্রেষ্ঠ পাঠক কে পুরস্কৃত করা।
♦অসহায় দরিদ্র এবং বেকারদের জন্য উদ্যোক্তা তৈরি করনে উদ্বুদ্ধ করা।
♦বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা
♦স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
♦পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা।।
ইতিমধ্যে করোনাকালীন সময়ে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ প্রয়োজনীয় উপকরন বিতরন।প্রায় 100 টিরও বেশি পরিবারে খাদ্যদ্রব্য বিতরণ।
গ্রন্থাগার দিবস উদযাপন করা।এবং গ্রন্থাগার সম্মেলনগুলোতে অংশগ্রহণ করা।গতকাল বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ রংপুর বিভাগীয় গ্রন্থাগার সম্মেলন 2021 উদযাপন হয়।।
জাতির মেধা-মনন ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ধারণ ও লালন পালনকারী হিসেবে সাথী পাঠাগার অনেক বড় ভূমিকা পালন করে আসছে।।
তৃণমূল পর্যায়ের সর্ব সাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে ও সাথী পাঠাগার এর সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে।।
বই দিনে-রাতে এবং প্রতিটি ক্ষণ এর সঙ্গী হতে পারে।একটি ভালো বই একটি সমৃদ্ধ পাঠাগার হতে পারে সমাজ সংস্কারের হাতিয়ার।।
তাই আসুন পাঠাগার গড়ি সমাজ বিনির্মাণে সহায়তা করি।
আমাদের অভিভাবক শিক্ষক সবাড়র উদ্দেশ্য হওয়া উচিত ছেলে মেয়েরা যেন বই পড়া ও সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে একটি উন্নত ও আলোকিত দেশে রূপান্তর করতে পারে।
একটি ভালো বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। বইয়ের মাধ্যমে আমরা বিশ্বের বড় বড় মানুষের সাথে কথা বলতে পারি।।সুখ-দুঃখ উভয় অবস্থাতেই বই প্রকৃত বন্ধুর কাজ করে। বই যেমন চরিত্র গঠনে সহায়তা করে তেমনি সব গুণাবলীর অনুশীলনেও ভূমিকা রাখে। বইয়ের সাথে ব্যক্তি ও সমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য।।
আসুন পাঠাগার গুলোকে আমরা করে তুলি আর ও আধুনিকায়ন।এই সমাজের মানুষের বিবেক মনুষত্ববোধ মূল্যবোধকে জাগ্রত করতে পাঠাগারের ভূমিকা অনস্বীকার্য।।সাথী পাঠাগারে বিভিন্ন ধরনের বই রয়েছে যা পড়ে আপনি আপনার জীবনকে আরো সমৃদ্ধিশালী করতে পারেন বলে আমি বিশ্বাস করি।
সাথী পাঠাগারে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। তবে আবারো ফিরে আসবো নতুন কোন বিষয় নিয়ে। আগামীতে। ভাল থাকবেন সুস্থ থাকবেন।
বই পড়ি পাঠাগার গড়ি
আলোকিত মানুষ হতে
বই হোক আমাদের নিত্যসঙ্গী
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
Cc:
আপু আজকে অনেক কিছু জানলা। আপনি আসলে সমাজের জন্য অনেক কিছুই করেন। যা আমাদের সকলের চোখে আপনাকে অনেক বেশি উঁচুতে তুলে দিচ্ছে। আসলেই বইয়ের মাধ্যমে আমরা বিশ্বের সব বড় বড় মানুষের সাথে কথা বলতে পারি। এই কথাটি আপনি একেবারেই ঠিক বলেছেন। আসলেই সবার পরম বন্ধু হওয়া উচিত। কারণ ভালো বই একটা মানুষকে ভালোভাবে তৈরি করতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সৃষ্টির সেরা জীব হিসেবে এই সমাজে আমাদের অনেক কিছুই করণীয় আছে। তাই আমার খুব ইচ্ছে কর্মের মাঝে বেঁচে থাকার। খুব ছোটবেলা থেকেই সমাজ সেবামূলক কার্যক্রম করে আসছি।আর এগুলো আমার মনকে প্রশান্তি জোগায়।।আরো অনেক ভালো ভালো কাজ করেছি সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে ভাগ করে নেব ইনশাআল্লাহ।।
পড়িলে বই
আলোকিত হই
না পড়িলে বই
অন্ধকারে রই♥♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার উদ্যোগ এর ছবি সহ বর্ণনা পড়ে অনেক ভালো লাগলো। সাথী পাঠাগারের উন্নতি কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সম্পর্কে এখনো অনেক কিছুই জানা বাকী আছে মনে হচ্ছে। সমাজের জন্য অনেক ভালো কাজ করেন আপনি। পাঠাগার যেটা কিনা জ্ঞান চর্চার কেন্দ্র। বর্তমানে অনেকেই এগুলোর প্রতি অনাগ্রহ দেখায়। কিন্তু আপনি এবং আপনার সহযোগীরা ঠিকই এগিয়ে নিয়ে যাচ্ছে সাথী পাঠাগার কে। আপনাদের ছিল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে আস্তে আস্তে জানবেন।(তবে আমি অতি সাধারণ এবং ছোট মানুষ সবসময় শিখছি শিখতে আমার ভীষণ ভালো লাগে।আর সৃষ্টির সেরা জীব হিসেবে সমাজের জন্য কিছু করা উচিত তাই করছি।।চমৎকার মন্তব্যের জন্য আপনার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😍😍😇
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি সবদিক থেকেই এক্সপার্ট।রান্না থেকে চুল বাধা সব নখদর্পনে। আর এই কাজটির তো কোনো জবাব নেই।শুধু নিজ সমাজের না,দেশের উন্নয়নের চাকা ঘোরানোর একজন শ্রমিক আপনি।ভালোবাসা আর শ্রদ্ধা রইলো❣️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনন্ত ভালোবাসা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit