এসো নিজে করি, "পবিত্র কাবা শরীফ" 10% beneficially @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম

dropshadow_1632996584815.jpg


siam,.png

আমার বাংলা ব্লগের সন্মানিত ফাউন্ডার, সন্মানীত এডমিন বৃন্দু,, সম্মানিত মডারেটরগণ, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন।

আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
এসো নিজে করি এ পর্বে আমি নিয়ে এসেছি আমার স্বপ্নকে আপনাদের সাথে তুলে ধরার,, যে স্বপ্ন টাকে দিনের-পর-দিন লালন করে আসছি মনের ভিতর। সেই স্বপ্নটা আজকে আপনাদের সাথে একটু ভাগ করে নেব।

IMG_20210930_152132.jpg

siam,.png

আশা করি আপনাদের ভালো লাগবে।।
আমি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছি মক্কা শরীফ বা
কাবা শরীফে পদার্পণ করব।সপরিবার।
এখনো হয়ে ওঠেনি। আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই স্বপ্নটাকে পূরণ করতে পারি তাই আমার স্বপ্নের সেই পবিত্র কাবা শরীফ আমি আমার নিজের হাতে তৈরি করেছি।

dropshadow_1632997648324.jpg


siam,.png

পবিত্র কাবা শরীফ কিভাবে তৈরি করেছি চলুন আমরা সেটা দেখে নেই।

dropshadow_1633000370767.jpg


siam,.png

পবিত্র কাবা শরীফ


siam,.png

উপকরণ সমূহঃ


♦ লাইট এর কাভার বক্স

♦ কাল কাগজ

♦ রঙিন কাগজ

♦ সাদা কাগজ

♦ মোটা কাগজ

♦ কাচি

♦ এন্টিকাটার

♦ আঠা

♦ শলার বক্স


siam,.png

প্রথমে আমি একটি লাইট এর কাভার নিয়েছি।।

dropshadow_1632998400678.jpg


siam,.png

লাইটের কাভারের উপরের এবং নিচের অংশটি কে ভালোভাবে আঠা লাগিয়ে নেই শক্ত করার জন্য

dropshadow_1632998930958.jpg

siam,.png

এবার কভারটি কালো কাগজ দিয়ে মুড়িয়ে নেব ঠিক এভাবে আঠা দিয়ে।

dropshadow_1633000030255.jpg

dropshadow_1632999999050.jpg


siam,.png

এবার কমলা রঙের কাগজ গুলো চিকন করে কেটে আঠা দিয়ে লাগিয়ে নেব ঠিক এভাবে।

dropshadow_1633000212027.jpg

dropshadow_1633000257992.jpg


siam,.png

কমলা রং এর নকশা করা এই কাগজগুলোর এভাবে লাগিয়ে নেব আঠা দিয়ে।

dropshadow_1633000429232.jpg

dropshadow_1633000476074.jpg


siam,.png

এবার সাদা রঙের কাগজ দিয়ে ঢেউ ঢেউ ডিজাইন কেটে নেব। এবং কমলা রঙের কাগজ এভাবে ছোট ছোট করে কেটে নিব।

dropshadow_1633001382968.jpg

dropshadow_1633000613440.jpg


siam,.png

এরপর সেগুলো আঠা দিয়ে লাগিয়ে নেব।

IMG_20210930_174926.jpg


siam,.png

এবার মিনার তৈরি করার জন্য হালকা মোটা কাগজ এভাবে মুড়িয়ে নেব অর্থাৎ গোল করে নেব।

dropshadow_1633000739212.jpg

siam,.png

এবার এটাকে রঙিন কাগজ দিয়ে এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেই

dropshadow_1633000828378.jpg

siam,.png

এবারের সবুজ রঙের কাগজ গুলো এভাবে কেটে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেই

dropshadow_1633000892113.jpg

dropshadow_1633000932880.jpg


siam,.png

এবার গোল করে মিনারের উপরের অংশটি এভাবে কেটে আঠা দিয়ে লাগিয়ে নেই।

dropshadow_1633000962017.jpg

dropshadow_1633001001248.jpg

dropshadow_1633001041127.jpg

dropshadow_1633001082976.jpg


siam,.png

এবার নিচের প্লাটফরমটি বানানোর জন্য একটি শলার বক্স নেই। এবং সাদা কাগজ মাপ মতো কেটে আঠা দিয়ে লাগিয়ে নেই।
সেই সাথে নীল রঙের কাগজ কেটে সাইট দিয়ে সুন্দর করে এভাবে লাগিয়ে নেই।

dropshadow_1633001123373.jpg

dropshadow_1633001171595.jpg


siam,.png

প্ল্যাটফর্ম টি তৈরি হয়ে গেছে। এবার কাবা শরীফ টি কোনাকুনি আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেব। তারপর মিনারটি ঠিক এভাবে লাগিয়ে নিব।

dropshadow_1633003212925.jpg


siam,.png

তৈরি হয়ে গেল পবিত্র কাবা শরীফ আশাকরি আপনাদের ভাল লেগেছে।

dropshadow_1632996849857.jpg

dropshadow_1632996957347.jpg

dropshadow_1632996483673.jpg

dropshadow_1632996755373.jpg

dropshadow_1632996895857.jpg

dropshadow_1632997454166.jpg


siam,.png

বন্ধুরা অনেক কষ্ট করে ধৈর্য সহকারে আমি আমার স্বপ্নটাকে আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম আশাকরি আপনাদের ভাল লেগেছে আপনাদের ভালো লাগলেই আমার পরম পাওয়া বা আমার সার্থকতা।
আপনারা সকলেই মন থেকে দোয়া করবেন আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে এই পবিত্র কাবা শরীফে যেতে পারি।

dropshadow_1633000370767.jpg


siam,.png

সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সুন্দর থাকবেন। এই শুভ কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।তবে নিচ্ছি না।
আবারও আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোন বিষয় নিয়ে আমি সেলিনা সাথী। আল্লাহ হাফেজ


IMG20210930151800.jpg

siam,.png

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনার এই তৈরিকৃত ডাই-টি আমার অনেক ভালো লেগেছে আপু। সত্যিই আপনার তুলনা হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া♥

অসম্ভব সুন্দর হয়েছে। সত্যি অসাধারণ। আমারও স্বপ্ন কাবা শরীফ দেখবো। অনেক সুন্দর হয়েছে আপনার বানানো কাবা শরীফটি। অনেক শুভ কামনা।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে♥

অসম্ভব সুন্দর 🥰🥰

আমার কাছে খুবই ভালো লেগেছে,আপনি অনেক সুন্দর ভাবে কাবাঘর তৈরি করেছেন আপু,আপনার জন্য শুভকামনা রইলো

অনাবিল শুভেচ্ছা♥

অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ। খুব ভালো লেগেছে আমার। শুভকামনা আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া♥

ধন্যবাদ ভাইয়া♥

অসাধারণ পোস্ট।।

ধন্যবাদ♥

আপু কিছু না বলে থাকতে পারলাম না। অত্যন্ত অনেক সুন্দর হয়েছে আপু। সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে। খুব ধৈর্য্য সহকারে সুন্দর করে পোস্টটি উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাইয়া♥

অসাধারণ হয়েছে আপু আপনার পবিত্র কাবা শরীফ তৈরি।শ্রদ্ধাবোধ বেড়ে গেলো আপনার প্রতি।শুভকামনা ও শুভেচ্ছা রইলো আপু।

অনাবিল শুভেচ্ছা ভাইয়া♥

পবিত্র কাবা শরীফ অনেক সুন্দর করে তৈরী করেছেন আপু। আমার ইচ্ছা আছে পবিত্র কাবা শরীফ দেখার। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

শুভ কামনা রইল।

অসাধারণ হয়েছে আপু পবিত্র কাবা শরিফ। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি কাজ করার জন্য।

অসাধারণ সুন্দর হয়েছে আপু । আপনার জন্য শুভ কামনা।

আপু আপনি অনেক সুন্দর ভালবে কাবা ঘরের দৃশ্য বানিয়েছেন।অনেক ভাল লেগেছে শুভ কামনা আপনার জন্য।

ধন্যবাদ

অসাধারণ ,, সত্যি খুব চমৎকার হয়েছে আপনার তৈরি কাগজের পবিত্র কাবা শরীফটি ।।। শুভ কামনা রইল ❤️

অনোক অনেক ধন্যবাদ♥

আপু আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে পবিত্র কাবা শরীফ তৈরি করেছেন। আপনার কাজের দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কাবা শরীফ মুসলমানদের একটি পবিত্র স্থান। আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া♥

অনেক সুন্দর হয়েছে আপু। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা না করে পারলাম না আপু। আমার কাছে খুব ভালো লেগেছে। শুভেচ্ছা নিবেন ❤️

ধন্যবাদ ভাইয়া♥

আমার দেখা বেস্ট DIY আপু,,,,অসাধারণ হয়েছে,, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি তৈরি করার জন্য ও আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু❣️❣️❣️

আপনাকেও অসংখ্য ধন্যবাদ♥