♥♥
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুবই চমৎকার অনুভূতি নিয়ে এসেছি।আমরা জানি গত 11 ই জুন আমার বাংলা ব্লগের শুভ জন্মদিন উপলক্ষে @rex-sumon ভাইয়া পাঁচজন সম্মানিত ইউজারকে মিষ্ট্রি বক্স পাঠিয়েছেন।আলহামদুলিল্লাহ আমি আজ সেই মিষ্ট্রি বক্সটি হাতে পেয়েছি। সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যখন কল দিয়েছিল,, ঠিক তখন থেকেই মনের ভিতর একটা খুশি দোলা দিচ্ছিল।তাই বাসা থেকে খুশিমনে বের হলাম কুরিয়ার সার্ভিস এর উদ্দেশ্য।প্যাকেটে কি আছে সেটা দেখার জন্য বুকের ভেতরটা কেমন যেন আনচান করছিল।এমনিতেই গতকাল পেয়ে ছিলাম আরিফ ভাইয়ের টি-শার্ট।সেই অনুভূতিটা এখনো শরীরে লেগে আছে।এবং মনের ভিতর একটা আলাদা প্রশান্তি কাজ করছে।আর আজ সুমন ভাইয়ের উপহার হাতে পেয়ে আরো বেশি ভালো লাগছিল।কি থাকতে পারে বক্সের ভেতরে নানান রকমের কল্পনা আসছে মনে।যাইহোক সেই প্যাকেটের ভেতরে কি ছিল সেটা আমরা ভিডিও চিত্রের মাধ্যমে দেখব।এবং আমি আমার অনুভূতি শেয়ার করব।যদিও এই অনুভূতি বলে কিংবা লিখে প্রকাশ করা যাবে না।তবে চলুন ভিডিওটি দেখে নেই।
বকুল ফুলের শুভেচ্ছা
শুরুতে জানাই তোমায়,,
উপহার দিয়ে প্রফুল্ল
করেছো তুমি আমায়।
বিশেষ দ্রষ্টব্য আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি সমস্যা করছে,,তাই সিয়ামের ইউটিউবে পোস্ট করে লিঙ্কটা শেয়ার করলাম।
ভিডিও লিংক
কুরিয়ার থেকে ফোন পেয়ে
খুশি হল মন,,
মিষ্ট্রি প্যাকেট হাতে পাব
আর তো কিছু ক্ষণ।
ঘরের মেঝেতে বসে এবার
প্যাকেট খোলা শুরু,
বুকটা আমার কেমন যেন
কাপছে দুরু দুরু।
আমার বাংলা ব্লগ দেখি
প্রথম প্যাকেট খুলে,
মনের ভেতর হিমেল হাওয়া
দিচ্ছে যেন দুলে।
দারুন হয়েছে স্টিকার
বেজায় খুশি মন,
স্টিকার আসলে আমার
বড়ই প্রয়োজন।
পিপাসা মেটাতে দিয়েছেন ভাই
দারুন পানির পট,,
সিয়াম বাবা দেখেই হাতে
নিল ঝটপট।
কি চমৎকার উপহার পেয়ে
লাগলো ভীষণ ভালো,
উপহারটি দেখেই যেন
তৃষ্ণা মিটে গেল।
পারফিউম টা সেরা ছিল
সুগন্ধটা বেশ,
ছড়িয়ে গেল পুরো বাড়ি
দারুন পরিবেশ।
সুগন্ধে ব্যাকুল আমি
মন করে আনচান,
ইচ্ছে করে হ্যাংআউটে
গাইব সুখের গান।
চিপস ছিল, সেভেন আপ ছিল
ছিল চকলেট,,
একটি চকলেট খেয়ে নিতে
মা করেনি লেট।
এগুলো আমার প্রিয় খাবার
নিত্যদিনই খাই,,
প্রতিবছর ভাইয়া আমি
তোমার কাছে চাই।।
ডাইরিটা আমার কাছে
মহামূল্যবান,,
ডায়েরি আর কলম এর সাথে
ভালোবাসার টান।
কান্না হাসি দুঃখ ব্যথা
ডাইরির পাতা জুড়ে,,
এই কলমে গান লিখে তাই
গাই যে করুণ সুরে।
মন মাতানো হৃদয় জুড়ানো
মুগ্ধ করা ধাঁধা,,
শ্রদ্ধার সাথে করছি স্মরণ
প্রিয় ফ্যান্টম দাদা।
অনন্য এক "কবিতা" দাদা
দিলেন উপহার,,
জ্বালিয়ে দিলেন আলোর ছটা
তাড়িয়ে দিলেন আঁধার।
B ফর বাংলা আমি
ব্লগ ফেরদৌস ভাই,,,
গান হবে কবিতা হবে
তাইরে নাইরে নাই।
মজা হবে মাস্তি হবে
সুমন ভাইয়া কই,,
মিস্ট্রি প্যাকেট হাতে পেয়ে
করি হৈ চৈ।
এত উপহার দিয়ে ভাইয়া
মনটা দিলে ভরে,
একই সাথে থাকব মোরা
আমার বাংলা নীরে।
আমার বাংলা ব্লগ তোমায়
ভালোবেসে পেলাম,,
তোমার জন্মদিনে জানাই
শুভেচ্ছা ও সেলাম।
অকৃত্রিম ভালোবাসা
ভাইয়া তোমার তরে,
তোমার দেয়া সুগন্ধি
এখন আমার ঘরে।
অনেক অনেক ধন্যবাদ
কৃতজ্ঞতা তোমায়,,
আমার বাংলা ব্লগ হোক
চির মধুময়♥♥
অনুভূতিটা বেজায় মিঠে
ভরপুর রঙিন,,
আনন্দে তাই বুকের ভেতর
করছে চিন চিন।
আজকের মতো এই এখানে
নিলাম আমি বিদায়,,,,
ধন্যবাদ "সুমন" ভাইয়া
ভরে দিয়েছো হৃদয়।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপনার কবিতা পড়ে আমি অভিভূত । প্রতিটা গিফট নিয়ে যেভাবে ছন্দে ছন্দে মিলিয়ে কবিতা লিখেছেন আমি পড়েছি আর আশ্চর্য হয়েছি এত অল্প সময়ের মাঝে এতগুলো লাইন আপনার মাথায় এসে গেলো ভাবতেই আমি বারবার অবাক হচ্ছি । অভিনন্দন রইলো আপু আপনি সেই ভাগ্যবান মানুষ গুলোর মাঝে একজন যিনি আমার বাংলা ব্লগ এর বর্ষ পুর্তিতে বিশেষ পুরষ্কার লাভ করেছেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভেতরে যে উপলব্ধিটা কাজ করেছে এত অল্প সময়ের মধ্যে এতগুলো অনলাইন কিভাবে মাথায় আসলো? আসলে এই উপলব্ধিটা অনেকে করতে পারেনা।আসলে এটা সবসময় ভাবনা-চিন্তার উপরে নির্ভর করে।এত সুন্দর মন্তব্য করে আমাকে এত সুন্দর মন্তব্য করে আমাকে।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুমন ভাই আপনাদের পাঁচজনকে মিষ্টি বক্স দিয়েছে, আর এই মিষ্টির বক্স এর ভিতরে কি আছে, তা দেখার কৌতুহল খুব বেশি ছিল। যাই হোক আজকে আপনি ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে কৌতুহল মিলিয়ে দিলেন। সত্যিই মিষ্টি বক্সের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছে এবং ভালোবাসাও সাথে দিয়েছে। খুবই ভালো লাগলো, আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই বক্স এর ভিতরে কি আছে আসলে সেটা দেখার জন্য আমারও কৌতুহল কিন্তু কম ছিলনা।অবশেষে সেই মুহূর্তটি আসলো।এবং মুহূর্তটি আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে পেরে খুব ভালো লাগছে।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ খুবই চমৎকার করে মিলিয়ে মিলিয়ে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা উপহারের সাথে মিলিয়ে মিলিয়ে কবিতা লিখেছেন। সত্যি আমরা যখন অন্য কারো কাছ থেকে কোনো উপহার পাই। তখন আমাদের মনের মাঝে অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয়। সত্যিই আপনি একজন অনেক ভাগ্যবান মানুষ। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন আসলে আমি সত্যিই বড় ভাগ্যবতী।আমার মত ভাগ্য কয়জনের ইবা হয়।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমি যখন মিষ্ট্রি বক্স এর কথা শুনেছিলাম তখন থেকে খুবই আগ্রহ ছিল এই বক্সে কি আছে দেখার জন্য। কিন্তু আপনার পোস্ট পেয়ে ভীষণ ভালো লাগলো। আপনি যখন ভিডিওর মাধ্যমে প্যাকেট খুঁজছিলেন এবং কি একটা একটা করে জিনিস বের করেছিলেন মনে হচ্ছিল যেন আমি বের করছিলাম। সত্যি খুবই ভাল একটি অনুভূতি পেলাম। এর মত আনন্দ নিশ্চয়ই আর হয় না। তার সাথে দেখতে পেলাম আপনি এত সুন্দর ভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে কবিতা লিখেছেন ভীষণ ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনার অনুভবে অনুভূতি টা শুনে দারুন লাগলো আমার কাছে।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগের মাধ্যমে আপনি খুবই সুন্দর একটি উপহার গিফট পেয়েছেন। আমাদের দেখে এখন হিংসা হচ্ছে। পারফিউম, চিপস, চকলেট তারপর কয়েকদিন আগে টি-শার্ট -এছাড়াও অনেক কিছু আপনি পেয়েছেন এই গিফটের মাধ্যমে। আমি দোয়া করি প্রত্যেকটা ইউজার যেন এক সময় এরকম মহামূল্যবান গিফট এডমিন দের কাছ থেকে পায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মন থেকে দোয়া করি আগামীতে যেন প্রত্যেকটা ইউজার এর চেয়েও অনেক সুন্দর সুন্দর উপহার পান এডমিন দের কাছ থেকে।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনে ভালো লাগলো যে উপহার গুলো পছন্দ হয়েছে। আর কবিতাটি সত্যিই দুর্দান্ত ছিল।
পুরো পোস্ট আর ভিডিওটা সত্যিই অনেক এনজয় করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক বেশি খুশি লাগছে যে পুরো পোস্ট করে আপনি অনেক বেশি ইনজয় করেছেন।এত সুন্দর সুন্দর উপহার দেয়ার জন্য আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাইয়া।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit