꧁ কবিদের মিলনমেলায় সাহিত্য আড্ডা꧂

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম/আদাব

꧁ কবিদের মিলনমেলায় সাহিত্য আড্ডা꧂


꧁ সাহিত্য আড্ডা꧂


নীলফামারীর রংপুর এর কবি সাহিত্যিকদের নিয়ে আজ বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল দ্বৈত চেতনায় সৃজন আড্ডা।

IMG20240418163111~2.jpg

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, এটাই প্রার্থনা করি।

IMG20240418165932~2.jpg

বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি ব্লগটি অনেকের কাছে ভালো লাগবে। আমাদের নীলফামারের একজন বীর মুক্তিযোদ্ধার সাবেক এমপি মহোদয় জনাব সামসুদ্দোহা আমন্ত্রণে আজ খুবই চমৎকার একটি বিকেল উপভোগ করলাম আমরা। বিকেল বললে কিছুটা ভুল হয়ে যায়। দুপুর থেকে একসাথে আছি আমরা। নীলফামারীর সাহিত্য ও সংস্কৃতি একাডেমির সম্মানিত কবি সাহিত্যিক বৃন্দ,এবং রংপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সম্মানিত কবি সাহিত্যিকবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হলো আজকের এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজনেরা। তাদের সান্নিধ্য পেয়ে আমি সত্যিই প্রাউড ফিল করছি। এবং নীলফামারী সাহিত্য ও সাংস্কৃতির একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে, আমাকে যে সম্মান তারা দিয়েছেন তা মনে রাখার মত।

IMG20240418154445~2.jpg

রংপুরের কবি সাহিত্যিকবৃন্দ সকাল ১১ টার দিকে নীলফামারীতে উপস্থিত হন। এরপর তারা নীলসাগর ঘুরতে যান। নীলসাগর থেকে ঘুরে আসি ঠিক দুপুর বেলা। সামসুদ্দোহা আঙ্কেলের বাসায়।যেহেতু আমাদেরকে আগে থেকেই নিমন্ত্রণ করা। দুপুরের দাওয়াত। তাই সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। অনেক বেশি আয়োজন ছিল। সহকারে খাওয়া-দাওয়া করার পর, আমরা সকলে মিলে বিশ্রাম নিলাম। আর সাথে আড্ডা তো চলছেই।

IMG20240418144404~2.jpg

এরপর জাস্ট চারটা তিরিশ মিনিটে আমাদের সাহিত্য আড্ডা শুরু হয়। প্রথমেই রংপুরের কবি সাহিত্যিক বৃন্দ তাদের স্বরচিত কবিতা পাঠ করে শোনান। এরপর নীলফামারির কবি সাহিত্যিক একে তাদের কবিতা আবৃত্তি করেন।কি চমৎকার চমৎকার কবিতা আবৃত্তি শুনে মনটা ভরে যাচ্ছিল। সত্যিই গুণীজনদের সাথে থাকলে অনেক কিছু শেখা যায়। জানা যায়।আজকের এই সাহিত্য আড্ডায় প্রকাশনা উৎসব ও হয়। আমাদের লেখা পুস্তকগুলো নিয়ে নানা রকমের আলোচনা-সমালোচনা হয় বটে। সব মিলিয়ে দারুণ একটা সময় পার করলাম আজ বিকেলে।
প্রোগ্রাম শেষ করে দৌড়ে ছুটে যাই সিয়ামকে নিয়ে সৈয়দপুর এয়ারপোর্টে। কারণ ও ঢাকা যাওয়ার জন্য আগে থেকেই টিকিট কনফার্ম করা ছিল। ওকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে এরপর কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে, বাসায় ফিরতে ফিরতে প্রায় নটা বেজে গেছে। আর এর পরে হ্যাংআউট জয়েন করলাম এবং খুব ভালো একটা খবর শুনে আরো ভালো লাগলো। প্রতিযোগিতায় যে কোন একটা স্থান পেয়েছি বলে।
যাইহোক হ্যাংআউট শেষ করে এই পোস্টটি লিখতে বসলাম। আর এরই মধ্যে সিয়াম ঢাকায় চলে গিয়েছে।

IMG20240418171750.jpg

তো বন্ধুরা আজ অনেক রাত হয়ে গেল। তাই আজকের মত এখানে ইতি টানছি আগামীতে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। সকলের সুস্থতা কামনা করি আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

IMG20240418174925~2.jpg

,

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:
কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

কবিদের সুন্দর মিলন মেলা দেখে আমার অনেক ভালো লেগেছে। এভাবে যুগ যুগ ধরে কবিদের হাত ধরে কিন্তু আমাদের বাংলার সাংস্কৃতি তার আসল পরিচয় ধরে রেখেছে। বাংলা ভাষার উন্নতির ক্ষেত্রে কবিদের অবদান অনেক বেশি। আপনাদের পথচলা শুভ হোক সেই দোয়া রইল।

এত চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়া।