সকলকে 🥀শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।💕
বন্ধুরা আজ আমি "এসো নিজে করি" প্রজেক্টে ব্যতিক্রম একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই নতুনত্ব আপনাদের মনে স্থান করে নেবে। আজ আমি ক্লে দিয়ে খুবই চমৎকার কমলা লেবু এবং বেগুন বানিয়েছি। যা দেখতে সত্যিই অসাধারণ হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
সুখের ছোঁয়া নিয়ে এসেছে বালিকা,
চুলে দুইটি বেনি, হাসির আলো ছড়ায়,
হাতে ধরে ফুল, মৃদু হাওয়া,
ছুটির কোণে খেলছে, মন যেন গায়।
লাল ও সাদা জামায় সে রঙিন,
প্রতিটি কাঁপন দেয় জীবনের গান,
মুচকি হাসি যেন আঁকে স্বপ্ন,
কল্পনার দেশে সে নিয়ে যায় মন।
সৃষ্টির আনন্দে তার চেহারায়,
যেন ফুটে ওঠে প্রেমের খেলা,
বালিকাটির চোখে, একান্ত আশা,
জীবনের পথে সে সুরের সেলা।
DIY প্রোজেক্ট-ও অনুভূতি
আজকের সৃজনশীল কাজটি আমার জন্য সত্যিই একটি বিশেষ অভিজ্ঞতা ছিল। ক্লে দিয়ে যে বালিকাটি তৈরি করেছি, তার প্রতি আমার ভালোবাসা যেন প্রতিটি স্পর্শে ফুটে উঠেছে। প্রক্রিয়াটি ছিল মজাদার এবং আমার মনে হচ্ছিল, প্রতিটি কণার মধ্যে আমি একটি জীবন্ত সত্তা সৃষ্টি করছি।
তার চুলের দুই পাশে বেনি তৈরি করার সময় আমি ভাবছিলাম, কীভাবে এটির মাধ্যমে তার চরিত্রকে আরও প্রাণবন্ত করে তোলা যায়। প্রতিটি বেনি যেন তার পেশী কল্পনার একটি অংশ, যে সমস্ত স্মৃতি ও অনুভূতিকে ধারণ করছে। মনে হয়, সে যেন জীবনের সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে এসেছে।
হাতে ফুলটি থাকায় বালিকাটি যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। ফুলের রঙ এবং তার সৌন্দর্য যেন তার হাসিকে আরও উজ্জ্বল করেছে। আমি যখন তার মুখাবয়ব দেখছিলাম, তখন মনে হচ্ছিল সে সত্যিই একটি আনন্দময় সময়ে আছে, যেন সে পুরো বিশ্বকে নিজের চারপাশে বেষ্টিত করে নিয়ে বসে আছে।
ছুটির কোণে তার মুচকি হাসি যেন সারা দিনকের ক্লান্তি দূর করে দেয়। এমন এক শান্ত ও আনন্দময় মুহূর্ত, যেখানে সবকিছু একত্রিত হয়েছে। লাল ও সাদা রঙের জামায় সে এতই আকর্ষণীয় লাগছে যে, মনে হয় প্রতিটি রঙের মধ্যে তার একটি বিশেষ অর্থ আছে। লাল রঙের উষ্ণতা এবং সাদা রঙের পবিত্রতা, দুটোই যেন তার চরিত্রকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।
এই ছোট্ট সৃষ্টির মধ্য দিয়ে আমি অনুভব করেছি, কিভাবে সহজ এবং সাধারণ জিনিসগুলিতে অসীম সৌন্দর্য থাকতে পারে। কখনও কখনও, আমাদের চারপাশে যা কিছু আছে, তা আমাদের সৃষ্টিশীলতার একমাত্র উৎস হতে পারে। এই প্রক্রিয়ায় যে আনন্দ এবং প্রশান্তি আমি পেয়েছি, তা আমাকে নতুন করে জীবনের প্রতি আকৃষ্ট করেছে। সত্যিই, সৃজনশীলতার মাধ্যমে আমরা নিজেদের প্রকাশ করতে পারি এবং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলে।
☆꧁ DIY প্রোজেক্ট- ক্লে দিয়ে কিউট বালিকা ꧂
- বিভিন্ন রঙের ক্লে
প্রথমে সাদা ও কালো রংয়ের ক্লে দিয়ে হাতের সাহায্যে গোল করে বালিকার চোখ ও মুখমণ্ডল তৈরী করে নিলাম।
এবার আমি লাল রঙের ক্লে দিয়ে মাথার অংশটাকে ডিজাইন করে,বানিয়ে লাগিয়ে দিলাম। এবং লাল রঙে ক্লে দিয়ে জামার নিচের অংশের শেভ করে নিলাম।
এবার আমি ঠিক এভাবে জামাটি বানিয়ে নিলাম।
এবার আমি বালিকার বডির সাথে মাথাটা সেট করে দিলাম। ও বালিকার চুলগুলো বানিয়ে নিলাম।
এবার চুলের বেণী করে চুলগুলো ছেট করে দিলাম।এবং ফুল বানিয়ে হাতের সাথে এড করে দিলাম।
তৈরি করে ফেললাম একটি কিউট বালিকা।
আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।
বিষয়: ডাই প্রজেক্ট
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুতুলটি সত্যি অনেক কিউট হয়েছে। এগুলো বাচ্চারা পেলে অনেক খুশি হয়। আসলে এগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। বালিকাটির হাতে ফুলটি থাকার জন্য তার সৌন্দর্য অনেক বেড়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকমভাবে ক্লে দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে ক্লে দিয়ে কিউট বালিকা তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ডাই পোস্ট। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে সুন্দরভাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ্ আপনার তৈরি করা এই বালিকাটাকে দেখতে তো অনেক কিউট লাগছে। ক্লে ব্যবহার করা অনেক কিউট ভাবে এটি তৈরি করেছেন আপনি। অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। কোনো ছোট বাচ্চাকে আপনি এই ছোট্ট পুতুলটি দিলে সে অনেক খুশি হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েটির চুলের বেনি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে মেয়েটির চিত্র ফুটিয়ে তুলেছেন। আপনার এই পোস্ট অসাধারণ হয়েছে আপু। দারুন লেগেছে আমার। ক্লে দিয়ে তৈরি করা দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে কিউট বালিকা তৈরি অসাধারন হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই সুন্দর বালিকার দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। আসলে এত সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করেছেন, দেখে আমারো তৈরি করার ইচ্ছা জাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ডাই প্রজেক্টটা ভীষণ সুন্দর হয়েছে। মেয়েটাকে বেশ কিউট লাগছে দেখতে। হেয়ার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে ফুল হাতে নিয়ে ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছে। এত চমৎকার একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। ক্লে দিয়ে কিউট পুতুল টা খুবই চমৎকার তৈরি করেছেন। দেখতে বেশ চমৎকার লাগছে। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার তৈরি বালিকা সত্যি অসাধারণ হয়েছে। আসলে ক্লে দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে অসাধারণ লাগে। আমি নিজেও ক্লে দিয়ে অনেক কিছু বানানো চেষ্টা করি। খুব সুন্দর করে ক্লে দিয়ে বালিকাটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে ড্রাই পোস্ট গুলো দেখতে আমার অনেক ভালো লাগে ।আপনি অনেক সুন্দর ভাবে বালিকা তৈরি করেছেন। আসলেই চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না ক্লে দিয়ে এত সুন্দর ভাবে বালিকা তৈরি করা যায় ।তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit