সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
বন্ধুরা, আজ সকাল থেকেই মনের ভেতর কেমন যেন একটা ভাব,, আমার বড় বোনের মেয়ে তিথি।ওকে আমি ভীষণ ভালোবাসি।মেয়ের মতো করে বড় করেছি।ওর বিয়ে হয়েছে বগুড়ায়। কিন্তু ওর বর ঢাকায় জব করে জন্য তারা ঢাকায় অবস্থান করছে।তিথি ঈদে বেড়াতে এসেছিল ওর বাবার বাড়িতে।তাই ও ভীষণ আবদার করে আমার মা অর্থাৎ ওর নানির সাথে।নানীকে সাথে করে নিয়ে যাবে।বিষয়টা কেন যেন আমি মেনে নিতে পারছিনা।কারণ মাকে একদিন না দেখে থাকতে পারাটা আমার কাছে অনেক কষ্টকর।মা আজ রাতে বীথির সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ভাবতেই চোখ ভিজে যাচ্ছে অশ্রু জলে।সকাল থেকেই বুকের বাম পাশটা কেমন যেন ব্যথা ব্যথা অনুভূত হচ্ছে।এরপর সিয়াম দু'একদিনের মধ্যে ঢাকায় চলে যাবে।সবমিলিয়ে ভীষণ প্যারার মধ্যে আছি।হৃদয় মন এবং মস্তিষ্ক জুড়ে,,কেমন অস্থিরতা কাজ করছে।রান্না করেছি কিন্তু খেতে ইচ্ছে করেনা।এত প্যারার মধ্য দিয়েই সকাল থেকে ভাবছি আজ কি পোস্ট করব কি পোস্ট করব এই কামনা আমাকে আরো বেশি তাড়িত করছে।অবশেষে কিছুক্ষণ চোখ বন্ধ করে একটু ভাবতে এই ছড়াটা লিখে ফেললাম।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন তবে----
"পোস্ট"
সেলিনা সাথী
পোস্ট করব কি আজ
পোস্ট করব কি,,
সারাটা দিন মনে মনে
শুধুই ভাবছি।
মা যাবে ঢাকা আজ
বুকে করছে ব্যাথা,,
কেমন করে বুঝাই বল
মনের ব্যাকুলতা।
কদিন পরে সিয়াম যাবে
মাথায় ভীষন চাপ,,
সেই ভাবনা আজকে থেকে
করছে কুপোকাত।
সারাটা দিন এলোমেলো
কেটে গেল আজ,
অস্থিরতায় কাটছে সময়
লাগছে ভীষণ লাজ।
মন বসে না কাজে আমার
অশ্রু ভেজা চোখ,,
বুঝছি না আজ হঠাৎ করে
একি হলো রোগ।
আজকে আবার হ্যাং আউট
হৃদয়ে দেয় দোলা,,,
সন্ধ্যেবেলা খেলাম তাই
চায়ের সাথে ছোলা।
শুভ ভাইয়া বলবে আবার
সাথী গেলে কই,,
মনের মাঝে কত কথা
করছে হৈ,চৈ।
বৃহস্পতিবার এই সময়টা
কাটে আমার বেশ,,,
নানান কথা মনটাকে তাই
বুঝাই অবশেষ।
ভাবতে ভাবতে হয়ে গেল
মজার একটি ছড়া,,
হ্যাংআউটে তাইতো আজ
মজা করে পড়া।
অবশেষে এই ছড়াটা ই
করে দিলাম পোস্ট,,
ভাবছি কাল মজা করে
খাব পোলাও রোস্ট।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
হ্যাংআউটে কবিতাটি যখন আপনি আবৃত্তি করেছেন তখন শুনে অনেক ভালো লেগেছে। তাই কবিতাটি কয়েকবার পড়েছি যতবার পড়েছি ততবারই মনে হয়েছে আরও পড়ি।সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় আপু মনি আপনি আমার কবিতাটি অনেকবার পড়েছেন শুনে খুব ভালো লাগলো।আপনার মত একজন শুভাকাঙ্ক্ষী পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি প্রতিনিয়ত আমাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দিয়ে যাচ্ছেন। শুভকামনা আপনার জন্য প্রিয় আপু মনি।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর করে লিখেন আপনি
ছন্দে ছন্দে মিলানো ভাষা
হৃদয় মাঝে গেঁথে রাখলাম
আপনার এই কবিতা।।❤️❤️
ওয়াও আপু অসাধারন কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে আমার। আপনার কবিতার ফ্যান হয়ে গেলাম। আরেকটির কবিতার অপেক্ষায় রইলাম আপু। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নতুন কবিতার ফ্যান হওয়ার জন্য♥আপনার প্রশংসা শুনে অনেক ভালো লাগলো।নিশ্চয়ই আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসবো।সঙ্গেই থাকুন।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি কখনো সামনে বসে আপনার কবতা শুনতে পাব আপু।ধন্যবাদ আমাদের সাথে কবিতা টি শেয়ার এর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি চাওয়াটা হয় নিখুঁত। পাওয়াটা সুনিশ্চিত।মহান আল্লাহতালা আপনার ইচ্ছা পূরণ করুক এই প্রত্যাশাই করি।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই একদিন পূরন হবেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভ কামনা♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে থাকেন আপনার এই পোস্টগুলোর মধ্যে কবিতা পোস্ট গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। গতকাল হ্যাংআউট এ আপনার এই কবিতাটি আমি শুনেছিলাম খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করে আমাকে উজ্জীবিত করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাইয়া।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit