"দরদী মাকে নিয়ে স্বরচিত কবিতা"||~~

in hive-129948 •  last year 


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆



☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা::. ꧂☆


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে। আমাদের প্রাণপ্রিয় আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে একরাশ স্নিগ্ধ শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম, সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।

IMG_20230615_232414.jpg


বন্ধুরা,আজ আবারও খুবই চমৎকার মাকে নিয়ে একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি সেলিনা সাথী।আশা করি মা প্রেমীদের কাছে কবিতাটি ভালো লাগবে এটা আমার বিশ্বাস।

আমরা জানি পৃথিবীতে নিঃস্বার্থ ব্যক্তিটি হচ্ছেন মা। মায়ের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ কোনদিন হতে পারেনি, আর কখনো হতে পারবে না। মায়ের ধৈর্য সহ্যের কাছে পৃথিবীর সমস্ত কিছু হার মেনে যায়।। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রসব বেদনা। এই বেদনা যদি কোন মা মনে রাখতে পারতো তাহলে দ্বিতীয়বার আর সন্তান গর্ভে ধারণ করার কথা চিন্তাও করতে পারতেন না। সেই শৈশব থেকে কৈশোর এই সময়ে আমরা মাকে যেভাবে জ্বালাতন করি সেটা সহ্য করার মত শক্তি কোন সাধারন পুরুষ কিংবা মানুষের পক্ষে সম্ভব নয়। আর তাই তো কোন কিছু দিয়ে কোনদিন কখনো মায়ের ঋণ শোধ হবার নয়। তাইতো আমাদের প্রত্যেকের উচিত বাবা-মা কে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া। আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আমার "মা "কে। মায়ের এত এতটুকু দুঃখ কষ্ট আমার সহ্য হয় না মেনে নিতে ভীষণ কষ্ট হয়। আমি মন থেকে চেষ্টা করি আমার মায়ের সকল ইচ্ছে গুলো পূরণ করার। যদিও তা কখনো সম্ভব হয় না। তবুও প্রাণপণে চেষ্টা করি। আরো বেশি চেষ্টা করি কোন কিছুর জন্য মা যেন আফসোস করতে না পারেন, সে দিকটায় বিশেষভাবে নজর দেই।পৃথিবীতে সর্বোচ্চ ভালবাসার আরেক নাম মা। সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা শুরু করছি।
কবিতাটি শুরু করার আগে বলতে চাই আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। সামনের দিকে এগিয়ে মেতে অনেক বেশি সহযোগিতা করে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কবিতায় ফিরে যাই।

"দরদী মা "


(মূলত এটি গান হবে, সুর দিলেই)

🥀সেলিনা সাথী🥀

যার গর্ভে বেড়ে ওঠা
আঁধার ভেঙে আলো দেখা
এই পৃথিবীর রঙ্গমঞ্চে
যার কারণে এলে,
পরিপাটি জীবনযাপন
যার কারনে পেলে
সেই দরদী মাকে তুমি
কেমনে ধমক দিলে।


সকাল বেলায় গরম খাবার
দুপুর বেলাও তাই,,
লন্ড্রি করা জামা কাপড়
মায়ের কাছেই চাই।
সব চাহিদাই করেছে পূরণ
দরদি সেই মা।।
জগত জুড়ে মায়ের কোন
হয়না তুলনা
সারাজীবন মায়ের কাছে
তুমি শুধুই নিলে,,,,

নানা রকম বঞ্চনাতে
বুক ভাসে তার যন্ত্রণাতে
দুঃখের সীমা নাই,
মায়ের মনে ভাই
মা বিনে মোর কাটে না যে
একটি দিনও তাই
স্বর্গসুখের ছোঁয়া যে পাই
মায়ের আশিস পেলে।
দরদি সেই মাকে তুমি
কেমনে ধমক দিলে-?

(মূলত এটি গান হবে, সুর দিলেই)



dropshadow_1629803062061.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যিই '' মা '' শব্দটি ক্ষুদ্র হলেও তার কখনো তুলনা হয় না। এই পৃথিবীতে সুধু মা নির্সার্থভাবে ভালোবাসে।তার ভালোবাসার মধ্যে কোনো কপটতা নেই।

একদম ঠিক বলেছ পৃথিবীতে মা কথাটি যত ছোটই হোক না কেন এর বিশালতা ব্যাপক। তাই আমাদের সকলের উচিত বাবা-মাকে যথাযথ সম্মান প্রদর্শন করা।♥♥

আপু আপনি আজকে আমাদের মাঝে মাকে নিয়ে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন আপু আপনি মা আমাদের জন্য সব সময় কষ্ট করে গরম খাবার রান্না করে থাকে। ধন্যবাদ আপনার এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলে পৃথিবীতে একমাত্র মা জননী যার ঋণ কোনদিন কখনো কোন ভাবেই শোধ করা যায়না।কবিতাটি মনোযোগ সহকারে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।♥♥

আজকে আপনি খুব চমৎকার দরদী মা কবিতাটি লিখেছেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কবিতা গুলো পড়লে অনেক কিছু জানা যায় এবং অনেক কিছু শেখা যায় । ঠিক বলেছেন আপু মায়ের ঋণ কোন ছেলে মেয়ে শোধ করতে পারবেনা। তবে আমরা সবাই মাকে সম্মান করা উচিত। মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার কবিতা পড়ে অনেক কিছু জানা যায়, এবং শেখা যায় এই উপলব্ধি যখন করতে পেরেছেন, তখন নিজেকে অনেক বেশি ধন্য মনে করা ছাড়া আর কিছুই থাকে না। কবিতাটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ♥♥

কি বলবো আপু আপনার কবিতা আমি যতই আবৃতি করি ততই জানো মন ছুঁয়ে যায়। আর কবিতা লেখার প্রতি বেশ সুন্দর মনোভাব সৃষ্টি হয় আমার অনেক সুন্দর ভাবে কবিতা লেখার প্রতি আগ্রহ জেগে যায়। অনেক সুন্দর কবিতা লিখেছেন মাকে ঘিরে, খুশি হলাম আমি।

আমার কবিতা আপনার মন ছুঁয়ে যায় জেনে অনেক ভালো লাগলো। এবং আপনি অনুপ্রাণিত হন এটা জেনে নিজেকে ধন্য মনে করছি।অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনার জন্য♥♥

বাহ্ আপনি খুব চমৎকার দরদী মা কবিতাটি লিখেছেন। আপু আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। দরদী মাকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। মা এমন যার ঋণ কোনদিন সন্তানেরা শেষ করতে পারবে না। আপনার মত আমিও বলবো সবাই মাকে সম্মান করা উচিত। আপনার কবিতা থেকে অনেক কিছু শেখা যায়। সত্যি বলতে আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।

এই যে বললেন আমার কবিতা থেকে অনেক কিছু শেখা যায়, এখানেই আমার সার্থকতা। আমার প্রতিটা গান কবিতায় সচেতনতা মূলক কিছু মেসেজ থাকে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে।♥♥