সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।
বন্ধুরা গত পরশুদিন রাতে ওই পোস্টটি পড়ার পর, আমি মনে হয় স্থবির হয়ে গিয়েছিলাম।মনে হচ্ছিল হৃৎপিণ্ডে কে যেন আঘাত করছে। আর আমি সেই ব্যথা অনুভব করছি।আমরা সকলেই জানি আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার।এই পরিবারে আমরা সুখ-দুঃখ ভাগাভাগি করে নেই।তাই আমাদের এই পরিবারের একটি মানুষ কে ও, কেউ যদি, কটাক্ষ করে,কথা বলে। সেটা আমাদের সকলকেই প্রভাবিত করে।যেমন আমার পরিবারে, বা যেকারো পরিবারের যদি কারো মাকে কেউ অপমান করে, সে অপমান কি সন্তানদের অপমান হয় না?? পোস্টটা পড়তে পড়তে শরীরের রক্ত কেমন যেন টকবক করছিল।এত কুরুচিসম্পন্ন ভাষায় পোষ্টটা পড়ে এতটাই ব্যথিত হয়ে গিয়েছিলাম। যে, গতকাল আমি পোস্ট ও করতে পারিনি। এবং একটি মাত্র কমেন্ট করেছি। পোস্ট কিংবা কমেন্ট করার মত অনুভূতি গুলো যেন ভোঁতা হয়ে গিয়েছিল।তবে গত পরশুদিন থেকে অনেক দুশ্চিন্তা,এবং চিন্তা করেছি এই বিষয়টি নিয়ে।তবে অবশ্যই এটা নির্দিধায় স্বীকার করতে হয় যে @rme দাদা তার অফুরন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন।যা একজন বাঙ্গালীর বৈশিষ্ট্য।
আমার বাংলা ব্লগ পরিবারের সাথে সেই শুরুর দিক থেকে আজও পর্যন্ত লেগে আছি। এখানে অনেকেই এসেছিল আবার অনেকে চলে গেছে।আর এই ধারাবাহিকতা চলতেই থাকবে।আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমার প্রথম ব্লগিং করা। এর আগে আমি কোন কমিউনিটিতে কোনদিন কখনোই কাজ করিনি। কাজেই আমার অভিজ্ঞতা স্বল্প। এই জগতে আমি একেবারেই শিশু বলতে পারেন। তবে যেদিন আমার বাংলা ব্লগের লক্ষ্য-উদ্দেশ্য পড়েছিলাম। দাদা মাতৃভাষাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে চায়। সেই বিষয়টি আমার কাছে দারুণ লেগেছিল।আর সেই লক্ষ্যকে এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি নিজেও ক্ষুদ্র অবদান রাখতে চেয়েছি মাত্র।কারণ পৃথিবীতে একা আর বোকা সমান কথা।কোন একটি প্লাটফর্ম কে সমৃদ্ধিশালী করতে গেলে, অবশ্যই দলগত প্রচেষ্টার দরকার হয়।আর সেই দলের আমি একজন নগন্য মানুষ। আমার বাংলা ব্লগ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি,হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে, নিশ্চয়ই জয়ের মালা পড়বে এই বাঙালি জাতি। এই বাংলা ভাষা। আর এটাই প্রত্যাশা। আর প্রতিষ্ঠিত হবে দাদার সেই মহান স্বপ্ন এবং জাতীয় চেতনা।
আমার বাংলা ব্লগ পরিবারেরর কাছে আকুল আবেদন,,
দুই হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি।আমি খুব নগণ্য এবং সাধারণ মানুষ।আমার জ্ঞানের পরিধি যথেষ্ট সীমিত।তাই আমার এই অনুরোধ কিংবা আবেদন যাই বলুন না কেন? যদি অবান্তর হয়ে যায়, তাহলে আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছিল তাই সরল মনে আপনাদের সাথে শেয়ার করছি। জীবন চলার পথে আমরা নানা রকম ভালো মানুষ, খারাপ মানুষের সাথে পরিচিত হই। এবং নানা রকম সমস্যার সম্মুখীন ও হই। আমার বাংলা ব্লগে আমরা বেশিরভাগ বাঙালিরাই এখানে ব্লগিং করি।এবং সম্মনীত ফাউন্ডার হতে, শুরু করে এডমিন, মডারেটর, এন্ড জেনারেল ইউজাররা সবাই প্রায় বাঙালি।
এখানে এক / দুইজন নোংরা মনের মানুষ একটি জাতি কিংবা একটি দেশের প্রতীক হতে পারে না।এটা আমার ব্যক্তিগত অভিমত। তাই দু-একজন কুচক্রী মানুষের জন্য পুরো দেশকে অবমাননা করা পুরো জাতিকে অবমাননা করা এটা কি আমাদের জন্য সঠিক পন্থা? এখানে বেশিরভাগ বাঙালি ইউজাররাই নিরলস পরিশ্রম করে, সুন্দরভাবে কমিউনিটির নিয়ম মেনে সফলতার সাথে কাজ করছে। সম্মানিত বাঙালি এডমিন মডারেটর বৃন্দ ও তাই করছে।আর তাই সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, আমরা কেউ যেন আমাদের সত্তাকে টানাটানি না করি। যেমন আমার বাংলা ব্লগে নিষেধাজ্ঞা স্বরূপ রাজনীতি কিংবা ধর্ম নিয়ে কথা বলা যাবেনা। ঠিক সেইরূপ দেশ কিংবা জাতিকে কটাক্ষ করে কথা বলা ও ঠিক না, বলে আমি মনে করি।আমি ব্যক্তি খারাপ হতে পারি।দোষ আসুক আমার ব্যক্তির উপর। আমার জাতির উপরে নয়। আমার দেশের উপরে নয়।বাঙালি বীরের জাতি এর উদাহরণ অনেক অনেক আছে।যেমন উদাহরণ স্বরূপ আমার বাংলা ব্লগ । আমার বাংলা ব্লগ স্বল্প সময়ের মধ্যে তার অবস্থানকে,, কাঙ্খিত অবস্থানে আনতে পেরেছে।এটা কি বাঙালির সফলতা নয়। বাঙালিরা যে অনেক ভাল কাজে নিজেকে নিয়োজিত করে, প্রতিষ্ঠা লাভ করতে পারে। তার জ্বলন্ত আরেকটি দৃষ্টান্ত হল, "আমার বাংলা ব্লগ"।
আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে দাদার মতো একজন উদীয়মান, দক্ষ বাঙালি উদ্যোক্তার সাথে পরিচিত হয়ে, একসাথে কাজ করার সুযোগ পেয়েছি বলে। আমি নিজে গর্বিত।আসুন নিজের সত্তাকে বাঁচিয়ে তুলি, জাগিয়ে তুলি, নিজের ভাল কর্মের মাধ্যমে।
পরিশেষে আমার বাংলা ব্লগ পরিবারের সম্মানিত ফাউন্ডার, সম্মানিত এডমিন বৃন্দ,সম্মানিত মডারেটরগণ এবং আমার সহযোদ্ধা জেনারেল ইউজার ভাই-বোন বন্ধুরা। সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাংলা ব্লগ আমাদের স্বপ্ন। আমাদের চেতনা। আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য।টিকে থাক যুগ থেকে যুগান্তর।জয় হোক বাঙালির। বুক ফুলিয়ে সেই ডায়লগ টা যেন আমরা সকলেই বলতে পারি আমরা বাঙালি গর্বে গর্বিত।অন্তহীন ভালোবাসা সবার জন্য। আজ এ পর্যন্ত,,,,
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আসলে গত পুরশো আমি বেশ সিক ছিলাম,তাই রাত ১০ টার দিকেই ঘুমিয়ে গিয়েছিলাম। কি হয়েছে না হয়েছে কিছুই জানতাম না,সকালে উঠে জানতে পারি।তারপর পোস্ট পড়ে মনে মনে তাই চিন্তা করছি একজন আমানুষ এতটা নিচে কিভাবে নামে,যেখানে আমরা পোস্ট পড়তে পারছি না সেখানে কি করে এমন পোস্ট লিখে।যাই হোক আসলেই আমি যদি খারাপ হই আমাকে গালি দিক কিন্তু আমার জাতির উপর প্রভাব না পড়ুক।ধর্ম নিয়ে কেন কটাক্ষ করবে,যার যা ধর্ম সে তো বিশ্বাস নিয়েই পালন করে।আসলে নোংরা মানসিকতা কতটা নিচে নামাতে পারে।যাই হোক পরিবার পরিবারই থাকে,দুই একটা অমানুষ জন্য কোন কিছুরই প্রভাব পড়বে না।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুচিন্তিত মতামত সুন্দর ভাবে ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় আপু।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলছেন বিবেক যদি কুরুচিপূর্ণ হয় তাকে কোন কিছু দিয়ে পরিষ্কার করা যায় না।বরং এরকম খারাপ স্বভাবের মানুষকে এড়িয়ে চলাই হচ্ছে আমাদের একমাত্র পন্হা।আমাদের সবার একটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে এসব মানুষকে এড়িয়ে চলা এবং খুব সাবধানে থাকতে হবে সবাইকে।ধন্যবাদ আপনাকে আপু খুব সুন্দর কিছু মূল্যবান কথা লিখে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বিবেক, মনুষত্ব, মানবতা, মূল্যবোধ এগুলো ধার করতে পাওয়া যায় না। এগুলো উপলব্ধির বিষয়। এগুলো পারিবারিক শিক্ষার বিষয়।এগুলো নৈতিক শিক্ষার বিষয়।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মানুষ কিংবা সম্প্রদায় যখন উন্নতির চরম শিখরে থাকে ঠিক তখনই তার অবস্থান নষ্ট করার জন্য কিছু অপশক্তি চেষ্টা করে তাকে টেনে নামানোর জন্য। তাই কাজ কিংবা অবস্থান কোনটাকেই ছোট না করে এই অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ রচনা করতে হবে। এ যুদ্ধ জয় লাভ করতেই হবে আমাদের। কাজ এবং অবস্থানের প্রতি সম্মান রেখে আমাদের এগিয়ে যেতে হবে। না হলে পেয়ে বসবে সেই অপশক্তি আর মুখোশের আড়ালে হয়তো হেসে উঠবে। জয় হোক বাঙালীর 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীতে যত ভালো ভালো কাজেই হোক না কেন? যত ভালো ভালো প্রতিষ্ঠানই হোক না কেন? কেউ না কেউ, কোনো না কোনোভাবে, বাধার সৃষ্টি করে। এবং সেই বাধা থেকেই আরো শক্তিশালী হয়ে ওঠে সেই প্রতিষ্ঠানটি। আশাকরি আমার বাংলা ব্লগ সেরাদের সেরা হবে ইনশাআল্লাহ।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ ♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার লেখাটি পড়ে সত্যিই হৃদয় ছুঁয়ে গেল ।একদম মনের কথাগুলো তুলে ধরেছেন আপনি ।ভীষণ ভালো লেগেছে আপনার কথাগুলো পড়ে। আসলে ঐদিন ওই নোংরা পোস্টটি পড়ে সত্যিই আমিও যেন কাজ করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। জীবনে চলার পথে আমরা বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি। কেউ ভালো কেউ খারাপ কিন্তু এই খারাপ মানুষের জন্য আমাদের জীবনটা স্থবির হতে পারে না। পরিবারে ভালো-মন্দ মানুষ মিলিয়েই পরিবার গড়ে ওঠে ।সে পরিবারে কোন একজন মস্তিষ্ক বিকৃত খারাপ মানুষের জন্য পুরো পরিবার ধ্বংস হতে পারে না। আর সেই বিকৃত মন মানসিকতার মানুষের জন্য পুরো জাতি কিংবা দেশ খারাপ হতে পারে না। যাইহোক সবকিছু ভুলে আমাদের পরিবার যেন আগের মত হাসিখুশিতে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পেরে সেই প্রার্থনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার লেখাগুলি পড়ে আপনার হৃদয় ছুঁয়ে গেছে বলে নিজেকে খুব ভালো লাগছে। আপনার মনের কথাগুলো তুলে ধরতে পেরেছি। আসলেই শুধু আপনার মনের কথা না। হাজারো বাঙালির মনের কথা এগুলো। নিশ্চয়ই আমার বাংলা ব্লগ আরো বেশি সমৃদ্ধিশালী হবে এটাই প্রার্থনা।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেদিন পোস্ট টি পড়ে হতভম্ব হয়ে গিয়েছিলাম।আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল।মানুষ কিভাবে পারে এরকম করতে।যাই হোক আপনি ঠিকই বলেছেন,একজনের জন্য পুরো জাতিকে দোষারোপ করা ঠিক না।ধন্যবাদ সুন্দর ভাবে এই বিষয়টি বুঝিয়ে পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো পোস্টটি খুবই সুন্দর করে মনোযোগ সহকারে পড়ে। সুন্দর মতামত দেয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আপনার লেখা কথা হুলো যথার্থ ৷ আসলে আমার বাংলা ব্লগ একটা ভালোবাসার জায়গা ৷ তবে কিছু অসাধু মানুষ একটু খারাপ করার জন্য যে আমার বাংলা ব্লগ পিছিয়ে তা নয় ৷ আর এখানে তো একজন খারাপ কাজ করছে ৷ তার মানে এই নয় এখানে যারা কাজ করে সবাই ৷
আমি বলবো এখানে জাতির দোষ নেই ৷ দোষ হলো ব্যাক্তিতের ৷
অনেক ভালো কথা লিখেছেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন। একজন বা দুইজন ব্যক্তির জন্য আমাদের পুরো বাঙালি জাতির উপরে কলঙ্কও এটা মেনে নিতে খুব কষ্টসাধ্য একটি বিষয়। তাছাড়া আমার দেশকে কেউ কটাক্ষ করে কথা বললেও সেটা যেন হৃদপিণ্ড গিয়ে আঘাত করে। তাই আমার বাংলা ব্লগকে কেউ কেউ যদি অবমাননা করে সেটাও আমাদের হৃদয় দিয়ে আঘাত স্পর্শ করে।আমার বাংলা ব্লগ আরো সুন্দর হোক আরো গতিশীল হোক এটাই প্রত্যাশা।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করেছেন। এক জন দুই জনের দুষের জন্য পুরো দেশ বা জাতিকে অপমান করা বা কটাক্ষ করা ঠিক না। কেউ যদি দুষি ব্যক্তির কথা বা কাজের প্রতিবাদ করতে চাই তাহলে ভদ্র ভাষায় প্রতিবাদ করা যায়। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভদ্র ভাষায় প্রতিবাদ টা আরো বেশি শক্তিশালী হয় আরো বেশি জোরালো হয়।সুন্দর মতামত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit