সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।
☆꧁::.লুডু ক্লাব.::. ꧂☆
বন্ধুরা ইদানিং মন খারাপ হলে কিংবা শরীর খারাপ হলে মাঝে মাঝে লুডু খেলি।ঠিক যেমন গতকাল লেগেছিল আমার।আপনারা অনেকেই অবগত আছেন যে সিয়াম এবং শিপু দুজনেই ঢাকায়। পুরো বাড়ি যেন ফাঁকা ফাঁকা লাগে।একা একা খেতেও ইচ্ছে করে না। নানা রকম স্মৃতি মনে পড়ে যায়।ঠিক তেমনি কাল আমার ভীষণ খারাপ লাগছিল বাচ্চা দুটোর জন্য।তবে ইদানিং কোন কিছু গভীরভাবে ভাবলে আমার মাথা এবং কান গরম হয়ে ওঠে।এক নিমিষে আমি যেন অন্যরকম হয়ে উঠি।আর তাই একটু রিলাক্স এর জন্যই লুডু খেলেছিলাম।লুডু খেলতে আমার কাছে ভালই লাগে।ছোটবেলায় লুডু খেলতাম খুব।আর মজার বিষয় আমি জিতেও যেতাম।
লুডু ক্লাবে লুডু খেলতে মজাই আলাদা। এখানে বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে খেলা যায়।যাই হোক এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশে পেলেয়ারদের সাথে খেলেছি।জিতেছি আবার হেরেওছি। যাই হোক গতকাল যখন খেলা শুরু হলো তখন পজিশন ছিল ঠিক এরকম।মোটামুটি আমি লাল।আর আমার অপরপক্ষ নীল।বেশ ভালোভাবেই খেলা শুরু হল ফাঁকে ফাঁকে চ্যাটিংও চলছিল।কখনো আমি ভালো খেলছিলাম কখনো ওই আপু ভালো খেলছিল।প্রচুর খাওয়া খাওয়ি হচ্ছিল।
!
খেলার ঠিক এই পর্যায়ে টানটান উত্তেজনা চলছিল।এবং খেলার প্রতি আকর্ষণটা বেড়ে যাচ্ছিল।তবে আগে থেকেই মনে মনে ভেবে রেখেছিলাম আমি জিতব।কারন আমি যদি হেরে যাই আমার খুব কষ্ট হয় কান্না পায়।এবং এটা আমার খুব পুরনো একটা অভ্যাস। কখনো কারো সাথে খেলে যদি হেরে যেতাম তাহলে খুব কান্না করতাম।কেন যেন মানতেই পারতাম না।তাহলে চিন্তা করুন ছোটবেলায় আমি কি টাইপের ছিলাম। তবে এখন আর কাঁদি না।শুধু বুকের ভিতর একটু কেমন কেমন জানি করে ওঠে।যদি হেরে যাই।আর জিতে গেলে তো অন্যরকম একটা অনুভূতি কাজ করে।এবং বলতে ইচ্ছে করে জিতে গেছি মামুজান জিতে গেছি।
খেলা ঠিক এই পর্যায়ে এসে উত্তেজনা আরো বেড়ে গেল।যদিও নিশ্চিত ছিলাম আমিই জিতবো।তথাপি অন্যরকম একটা ভালো লাগে কাজ করতে ছিল।আর এইরকম একটা অনুভূতি কাজ করছিল এই বুঝে জিতে গেলাম।সেই আকর্ষণ নিয়ে খেলতে খেলতে একপর্যায়ে দেখা গেল আমি জিতে গেলাম।তখন আমার কাছে দারুন লাগলো।খারাপ থাকা মনটা এক নিমিষেই ভালো হয়ে গেল।আর সেজন্যই আমার মন খারাপ হলে কিংবা একাকীত্ব বোধ করলে আমি মাঝে মাঝে লুডু খেলি। এবার আপনাদের কাছে রেজাল্টটা শেয়ার করছি।।
নিশ্চয়ই আমার লুডু খেলা দেখে আপনাদেরও অনেক
পুরনো স্মৃতি মনে পড়ে গেল তাই না। ছোটবেলায় কে কার সাথে লুডু খেলেছেন।কোথায় বসে খেলেছেন।খেলতে গিয়ে নানা রকমের স্মৃতি।আসলে ছোটবেলার এই স্মৃতিগুলো সব সময় অমলিন।যা কোনদিন কখনোই ম্লান হবে না।
বন্ধুরা লুডু ক্লাবে এখন পর্যন্ত অনেকগুলো দেশের বন্ধুদের সাথে খেলার সুযোগ হয়েছে। তাদের সাথে খেলার ছলে ছলে চ্যাটিং করতেও বেশ মজা লাগে।যাইহোক আজকে লুডু খেলার চরম উত্তেজনা মূলকঅনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগলো। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের মত বিদায় নিব। আপনারা সকলেই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই থাকবেন। এই আশা ব্যক্ত রেখে।শুভ রাত্রি। টা টা,,
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
প্রচুর খেলেছিলাম লুডু আপুর সাথে ও আম্মুর সাথে এবংকি চাচতো বোনদের সাথেও। মজার বিষয় হলো কালকে রাতেও আমি খেলেছিলাম।কারেন্ট চলে যাওয়ার কাজ করতে পারছিলাম না। তাই একটগ খেললাম আরকি৷ তবে লুডুর বোর্ডে খেলার মজাই আলাদা। যাইহোক ছেলেরা দূরে আছে তাই এতো চিন্তা আপনার মাথায়। পুরো পরিবার একসাথে থাকলেই ভালো হতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit