সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।
"নীলফামা সাহিত্য একাডেমীর শিক্ষার্থী শাখা গঠন"
বন্ধুরা হাটি হাটি পা পা করে,নীলফামারী সাহিত্য একাডেমি এগিয়ে যাচ্ছে।এবং এই নীলফামারী সাহিত্য একাডেমিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে নিরলস পরিশ্রম করতে হচ্ছে।যদিও নীলফামারী সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা আমি। তথাপি আমি বেশ কিছু গুণীজনকে সঙ্গে নিয়ে এই একাডেমি করার সিদ্ধান্ত নিয়েছিলাম।আমাদের খুবই চমৎকার একটি কার্যকরী কমিটি ও রয়েছে। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা ইতিমধ্যে একটি খুবই চমৎকার প্রকাশনা করেছি।যে,যে প্রকাশনাটির নাম হচ্ছে "কাব্যকলি"। এবং কাব্যকলির ব্যাপক প্রচারণা হয়েছে।এপার বাংলা ওপার বাংলা মিলে।ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সফল প্রোগ্রাম করেছি।তারই ধারাবাহিকতায়, তারি ধারাবাহিকতায় নীলফামারী সাহিত্য একাডেমী শিক্ষার্থীর শাখা গঠন করার প্রক্রিয়া আজকে থেকে চালু হয়েছে।নীলফামারী সদর থানার বেশ কয়েকটি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা ইতিমধ্যে আমাদের সদস্য ফরম পূরণ করেছেন।আমাদের টার্গেট অনুযায়ী আরো কিছু শিক্ষার্থী পাওয়ার পর আমরা,শিক্ষার্থীদের মধ্যে কমিটি করে দেব।স্কুল কমিটি এবং কলেজ কমিটি।
আজ নতুন শিক্ষার্থীদের সাথে আমাদের পরিচিতি সভা ও কবিতা আড্ডায় বেশ জমকালোভাবে কেটে গেল, কাব্যময় বিকেল।প্রথমে সকল শিক্ষার্থীরা তাদের পরিচয় দেন।পরে একে একে উপস্থিত সকল নিয়েই পরিচিতি পর্ব শেষ করেন।পরিচয় পর্ব শেষ হওয়ার পরেই, আমরা কবিতা কাব্য ও গানের আড্ডায় ফিরে যাই।একে একে সকলে অংশগ্রহণ করলেন কেউ স্বরচিত কবিতা পাঠ করলেন।কেউ আবার মজার মজার কৌতুক করলেন।সব মিলিয়ে দারুন একটি সময় উপভোগ করলাম আজ আমরা।
বন্ধুরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, নীলফামারী সাহিত্য একাডেমীর ফেসবুক গ্রুপ পেজে অলরেডি আমার একটি কবিতা -প্রায় ১৭ হাজার প্লাস মানুষের কাছে পৌঁছে গিয়েছে।৯ শত প্লাস মানুষ লাভ এবং লাইক রিয়েক্ট দিয়েছে।আমি মনে করি আমাদের নীলফামারী সাহিত্য একাডেমির এটি একটি বড় সার্থকতা।
আমার বিশ্বাস আমরা সম্মিলিত প্রচেষ্টায় একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো ঠিক স্বপ্নের চূড়ায়।আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার সেই স্বপ্নের চূড়ায় পৌঁছাতে পারি।নীলফামারী সাহিত্য একাডেমি কে যেন,সাহিত্যংগনের রূপ দিতে পারি।আজ গভীর রাতে এই পোস্টে লিখতে বসেছি।ঠিক যে সময় অনেকেই ঘুমিয়ে গেছে।আমি আমার সব কাজ শেষ করার পর,পোস্ট করতে বসলাম।তো বন্ধুরা এত রাতে আর কাউকে বিরক্ত করছি না।আপনারা সকলেই দোয়া এবং শুভকামনা করবেন আমাদের নতুন নীলফামারী সাহিত্য একাডেমির শিক্ষার্থী শাখার জন্য। আমরা প্রতিটি স্কুল কলেজে নীলফামারী সাহিত্য একাডেমির শাখা করতে চাই।আপনারা পাশে থাকবেন।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
তবে আজকের অনুষ্ঠানের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম নিচে।সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।আজকের মত এখানেই টা টা,,,
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: জেনারেল রাইটিং
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......