꧁সাথী কাব্যে আঞ্চলিক কবিতা ✍🏻"নীলাঞ্চল"꧂

in hive-129948 •  last year 


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆


IMG_20220203_134025.jpg


꧁সাথী কাব্যে আঞ্চলিক কবিতা ✍🏻"নীলাঞ্চল"꧂


আমি নীলাঞ্চলের কাব্যকন্যা
বাংলাদেশে বাস
নীলকুঠিরে বসে বসে
কাব্য করি চাষ।
নামটি আমার সেলিনা সাথী
কাব্যে বলে যাই,,
ভালো থেকো তোমরা সবে
এটাই শুধু চাই।
শুভেচ্ছাটা জানিয়ে এবার
ব্লগ করি শুরু,,
জানিনা কেন বুকটা আমার
কাঁপছে দুরু দুরু।


IMG_20231027_174429.jpg


বন্ধুরা আজ আবারও আরেকটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।এবং আজকের কবিতাটি একেবারে ভিন্ন ধর্মী একটি কবিতা। এরকম কবিতা আগে কখনো পোস্ট করা হয়নি।ভাবছেন এ আবার কেমন কবিতা। আজকের এই কবিতাটা হল আমাদের নীলফামারী জেলার আঞ্চলিক ভাষায় লেখা। মজার বিষয় হচ্ছে নীলফামারের আঞ্চলিক ভাষা অনেক শব্দের অর্থ আমি জানিনা।
আরো মজার বিষয় হচ্ছে ভালোভাবে বুঝিও না।কারণ ছোটবেলা থেকেই শহরে বেড়ে ওঠা।আর আমি যে পরিবেশে বেড়ে উঠেছি সেখানে আঞ্চলিক ভাষা তেমন প্রয়োগ হয় না। এবার বিভাগীয় লেখক পরিষদের উদ্যোগে আঞ্চলিক ভাষার কবিতা দিয়ে তাদের প্রকাশনা করবে।আর তাই সকলের কাছে একটি করে আঞ্চলিক কবিতা আহবান করেছেন।এর আগে কোনদিন কখনোই আমি আঞ্চলিক ভাষায় কবিতা লিখিনি কারণ আমি আঞ্চলিক ভাষা ভালোভাবে বুঝিও না।আমাদের এক দাদার সহযোগিতা নিয়েছি এই কবিতাটি ট্রান্সলেট করতে।পরিশেষে দাদা বলেছে দারুন হয়েছে। আর তাই ভাবলাম কবিতাটি আপনাদের সাথে শেয়ার করে নেই। কবিতায় শিরোনাম নীলাঞ্চল।আশা করি কবিতাটি আপনাদের মন্দ লাগবে না।তো চলুন কথা না বাড়িয়ে কবিতাটি পড়ে আসা যাক। আর হ্যাঁ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে সব সময় অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক বেশি উৎসাহিত করে কাব্য চাষের জন্য♥♥

"নীলাঞ্চল”"


🥀সেলিনা সাথী🥀

উত্তরের এক জেলা হামার
নেলফামারী নাম,
বড়ো-সড়ো না হইলেও
আছে মেল্লা দাম ।

হামার জেলাৎ আছে মেল্লা
জ্ঞানী-গুণী লোক,
ওমার ভিতি দেখিলেওযে
জুড়াইবে মন-চোখ ।

হামার জেলার মানুষ গুলা
সহজ-সরল মতি,
জানি-বুঝি করেনা যে
কোনো অন্যায়-ক্ষতি।

কীষাণ-কামাইল, ডাক্তার আছে
আছে ব্যারিস্টার,
মন্ত্রী,মেজর, মাস্টার আছে
আছে গীতিকার।

হামার জেলাৎ শিল্পী আছে
আছে লেখক-কবি,
নেখির পারে মেল্লা কিছু্
আঁকির পারে ছবি।

হামার জেলাৎ দেখিবারও
নানান কিছুই আছে,
নীলসাগর, আর কুন্দুপুকুর
ভত্তি পাইবেন মাছে ।

হরিশ্চন্দ্র পাঠ ও আছে
ধর্মপালের গড়,
বিটিশ আমলে নীল চাষের
আছে নীলের ঘর ।

সবুজ-শ্যামল গাছ আছে আর
আস্তা আঁকা বাঁকা,
শুদ্ধ বাতাস নিবার মোতোন
জায়গাও আছে ফাঁকা।

"নীলাঞ্চল"-এ জন্ম যে মোর
নামটি হইল্ ‘সাথী’
নীলাঞ্চলের ঘরে ঘরে
জ্বালাইম জ্ঞানের বাতি ।

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত আঞ্চলিক কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  last year (edited)

আপু আপনার লেখা প্রত্যেকটি কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। একই সাথে আপনার নিজ কন্ঠে আবৃত্তি করা কবিতাগুলোও আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনার লেখা নীলাঞ্চল কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। কবিতাটি আঞ্চলিক ভাষায় লেখা হলেও কবিতার ছন্দ সত্যিই খুবই চমৎকার হয়েছে।

আঞ্চলিক ভাষায় এই প্রথম একটি কবিতা লিখেছি।আমার লেখা কবিতা এবং আবৃত্তি দুটোই আপনার ভালো লেগে জেনে অনেক খুশি হলাম। সেই সাথে নিজেকে ধন্য মনে করছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥

আশা করি আপনি ভালো আছেন? আসলে আপনার প্রত্যেকটি কবিতা বেশ অসাধারণ হয়ে থাকে। আপনার লেখা আঞ্চলিক কবিতা নীলাঞ্চল পড়ে খুব ভালো লাগলো। এই ধরনের আঞ্চলিক ভাষা কবিতা পড়তে খুব ভালো লাগে। মনের অনুভূতি গুলো আঞ্চলিক ভাষায় কবিতার ছন্দে প্রকাশ করেছেন। কবিতার এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

হামার জেলাৎ দেখিবারও
নানান কিছুই আছে,
নীলসাগর, আর কুন্দুপুকুর
ভত্তি পাইবেন মাছে ।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ধীরে ধীরে আমাদের আঞ্চলিক সংস্কৃতিগুলো ম্লান হচ্ছে। সেগুলোকে ধরে রাখার জন্য এই প্রচেষ্টা।কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ আনন্দিত বোধ করছি।♥♥

আপনার কবিতা মানেই ইউনিক এবং ব্যতিক্রম ছন্দে ভরপুর। আপনার কবিতা পড়তে অনেক ভালো লাগে। তাই বারবার পড়ার ইচ্ছা হয় এবং বারবার পড়ি।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

আপু আমার কবিতাগুলো আপনি বারবার পড়েন। এবং পড়ার ইচ্ছে হয়। এটা জেনে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে।অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনার জন্য♥♥