꧁সিয়ামের বিয়ে নিয়ে মায়ের ইচ্ছে> :꧂

in hive-129948 •  last year 


আসসালামু আলাইকুম/আদাব

একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা সবাইকে।আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি।আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।


IMG_20231101_143143.jpg

꧁সিয়ামের বিয়ে নিয়ে মায়ের ইচ্ছে> :꧂


🥀 সিয়াম বাবার বিয়ে নিয়ে
মায়ের কিছু ইচ্ছে
ক'দিন ধরে মায়ের মনে
দিচ্ছে দোলা দিচ্ছে। 🥀

IMG_20231101_143038.jpg

বন্ধুরা আজ সিয়াম বাবার বিয়ে নিয়ে মায়ের কিছু ইচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাররা আপনাদের মূল্যবান মতামত দেবেন।সিয়ামের জন্মের পর সে স্বাভাবিক এবং সুস্থ শিশু ছিল না। কারণ ওর যখন জন্ম হয় তখন ওর মা ও ছিল শিশু। আসলে মায়ের মমতার টান বয়সে আটকায় না কখনো। তাইতো সন্তানকে সুস্থ করার লক্ষ্যে তার মা তার জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে গেছে।মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং তার মায়ের চেষ্টায় সিয়াম ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। যেখানে ডাক্তাররা নিষেধ করেছিল ওর পড়াশুনা করানোর জন্য।ওর ব্রেন্টে যেন কোন চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে বলেছিল। কিন্তু ডাক্তারের এই পরামর্শটা আমার মোটেও পছন্দনীয় ছিল না। আমি সেই পরামর্শের বিপরীতে গিয়ে আমার প্রচেষ্টা চালিয়ে গেছি।আর তাইতো সিয়াম যখন মাধ্যমিকে পাশ করলো, তখন আমার একটি ইচ্ছে হলো যে আমার এই সন্তানকে আমি রাজধানীর বুকে পড়াশোনা করাবো। ইচ্ছে যতটা তীব্রতর ছিল,হাতে তেমন টাকা পয়সা ছিল না।কিন্তু আমার একটি বিশ্বাস ছিল যে কোন কাজের শুরু করতে গেলে শেষ নিশ্চয়ই ভালোভাবে হবে।সেই বিশ্বাসকে ধারণ করেই তাকে রাজধানীতে পড়িয়েছি।আল্লাহ তাআলার অশেষ রহমতে তার মেধার প্রশংসা করতে হয়। কোনদিনও ওর কোন কাজ না শব্দটাকে উচ্চারণ করি নাই।শুধুমাত্র কৌশল অবলম্বন করে বোঝাতে চেয়েছি কোনটা তোমার করনীয়। আর কোনটা তোমার করা যাবে না এ সিদ্ধান্ত তুমি নিজেই নিবা। আজকে আমি গর্ব করে বলতে পারি, সিয়ামের মত এত মেধাবী এত যোগ্যতা সম্পন্ন সন্তান যেন আল্লাহ প্রতিটি মায়ের গর্ভে দেন। এবং আমার খুব ইচ্ছে আমার ছেলেরা সেরাদের ও সেরা হবে।

꧁বিয়ে নিয়ে কিছু কথা :꧂


আমার খুব ইচ্ছে আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিয়ের পিড়িতে বসবে। বিয়ের সময় যেন মেয়ের পরিবার থেকে সবাই বলতে পারে ছেলে ইঞ্জিনিয়ার। এবং দেনমোহরের টাকাটা এই সুযোগে যেন সে জমিয়ে ফেলতে পারে। আমাদের পরিবারের নতুন একটি নারী অথবা বউ এসে বেসিক চাহিদাগুলো যেন মেটাতে পারে। এটা চিরন্তন সত্য কথা অর্থের কাছে ভালোবাসা মূল্যহীন।কারো কারো ক্ষেত্রে। কেন বললাম এরকম অসংখ্য ঘটনার বিচার সালিশ কেস পর্যন্ত গড়িয়েছে যেগুলো আমি নিজেই প্রত্যক্ষদর্শী।
আমি যেমন আমার শাশুড়ির কাছ থেকে কোন কিছুই পাইনি। সেটা একসময় আমার মনে খুব কষ্ট দিত।সেই ক্ষত থেকেই শিক্ষা নিয়ে আমি আমার ছেলের বউদের জন্য, আমার পক্ষ থেকে উপহারস্বরূপ সামান্য কিছু গহনা বানিয়ে রেখেছি। আজকের এই পোস্টটি সেই গহনাগুলোর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।মজার বিষয় হচ্ছে দুই বৌমার জন্য সব একই রকম করে রাখার চেষ্টা করতেছি।

IMG_20231024_123623.jpg


আমার ইচ্ছে হয় আমার সিয়ামের বিয়ের বরযাত্রীর একটি ড্রেস কোড থাকবে। আর তা হল প্রত্যেক ছেলে মানুষেরা কোট প্যান্ট অর্থাৎ কমপ্লিট ড্রেস পড়বে।নারীরা পড়বে শাড়ি। পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন সবাই বেশ মজা করবে।আর সিয়াম কে বরের সাজে আমি নিজেই সাজাবো। ছোট ছোট এই ইচ্ছে গুলো পূরণ করার জন্য আরও কিছুটা সময় লাগবে।ওর ঘরটা মনের মত করে সাজিয়ে দেওয়ার খুব ইচ্ছে আমার।আমি জানিনা আমার এই ইচ্ছে গুলো পূরণ হবে কিনা। আপনারা সকলেই জানেন বিয়ে করতে গেলে বা করাতে গেলে অনেক টাকার দরকার।আর আমি বর্তমানে আর্থিক সংকটে আছি।এমত অবস্থায় আমার কি করনীয়-? সম্ভব হলে জানিয়ে দেবেন।

IMG_20231023_005501.jpg

IMG_20231023_005326.jpg

পায়ের নুপুর নাকফুল কানের দুল গলার হার, এক হাতের বালা বানিয়ে রেখেছি।এবার অন্য হাতের জন্য ব্রেসলেট বানানোর খুব ইচ্ছে।হাতের মাপের জন্য ব্রেসলেট টা বানাইনি সে সময়। আমি যেমন আমার ছেলেদেরকে ভালবাসি ঠিক তেমনি ছেলের বউদের কেউ ভালোবাসি।যদিও এখনো তারা আমাদের জীবনে আসে নাই।আর হ্যাঁ আমি তাদেরকে কখনোই বউ মনে করব না।তারা হবে আমার মেয়ে।তাদের উজ্জ্বল জীবনের প্রত্যাশায়, অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।নিজের চাওয়া পাওয়া গুলোকে উৎসর্গ করে।

আপনারা শুনলে অবাক হবেন যে আমি আমার নাতি-নাতনির জন্য কিছু পোশাক কিনে রেখেছি।যেগুলো খুবই হাস্যকর বিষয়।আমি জানিনা আমি কেন এমন।তবে আমি এমনই।সিয়াম আমার বড় ছেলে।আমার বাবার মত আমার অভিভাবক।সৃষ্টিকর্তা যেন ঠিক তেমনি একটি বউ ওর ভাগ্যে জুটিয়ে দেয়।যে হবে আমার মায়ের মত দায়িত্বশীল।আমার ব্যক্তিগতভাবে তেমন কিছু চাওয়ার নাই তাদের কাছে। শুধুমাত্র তারা এমনভাবে তৈরি হোক যেন কেউ আঙ্গুল দেখিয়ে কথা বলতে না পারে।অর্থাৎ আমার ছেলেরা পুরুষ হোক।
তাছাড়া সিয়ামের একটি ছোট ভাই ছাড়া আর তেমন কেউ নাই। খুবই সুন্দর নিরিবিলি একটি পরিবার।যে পরিবারে কোন কুসংস্কার নেই।যে পরিবারে বউয়েরা পাবে নিজের মতামত প্রকাশ করতে।

যাই হোক পরিশেষে বলবো,সিয়ামের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে খুব জমকালো।বরযাত্রীরা হবে অন্যান্য বরযাত্রীর চেয়ে একটু ইউনিক।সবাইকে আগাম দাওয়াত দিয়ে রাখলাম।জানে না ততদিন বেঁচে থাকবো কিনা।আর তাই এই অব্যক্ত ইচ্ছা গুলো আপনাদেরকে জানিয়ে গেলাম।আরেকটি কথা বলতে ভুলেই গেছি আমাদের পরিবারে আমরা কোনদিন কখনোই যৌতুককে প্রশ্রয় দেই না।তাই আমার দুই ছেলের বিয়ে হবে যৌতুকবিহীন।আপনারা সকলেই দোয়া করবেন আমার ছেলেরা যেন মানুষের মতো মানুষ হয় অর্থাৎ ভাল মানুষ হয়।
আমার এক ছেলে হবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আরেক ছেলে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার

ডাক্তাররা বলেছিল সিয়াম লেখাপড়া করতে পারবে না।আর তাই আমার ইচ্ছে আমার ছেলে সর্বোচ্চ লেখাপড়া শিখবে।আমিও প্রমাণ করতে চাই অদম্য ইচ্ছা শক্তি হাজারো না কে হ্যা রূপান্তর করতে পারে।তার জ্বলন্ত উদাহরণ আল সারজীল সিয়াম। বর্তমানে আমার বাংলা ব্লগের সম্মানিত মডারেটর।

ছেলের বৌদের জন্য সামান্য কিছু উপহারের ভিডিও চিত্র-

বড় ছেলের বিয়ে সবাই মিলে খুব ধুমধামে দেব কি বলেন আপনারা,,,,,

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ꧁সিয়ামের বিয়ে নিয়ে মায়ের ইচ্ছে> :꧂

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি এখন একজন সফল মা। আপনার কঠোর পরিশ্রম সার্থক। দু ছেলেই জীবনে প্রতিষ্ঠিত হতে চলেছে। আশাকরি আপনার আশা পূরন হবে। বেশ আয়োজন করে ছেলের বিয়ে দেবেন। আমরাও সে আয়োজনে শরিক হবো হাহা। বেশ সুন্দর হয়েছে ছেলের বৌদের জন্য তৈরি করা গয়নাগুলো। দোয়াকরি আপনার আশা যেন পূরন হয়।অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য।

এটা ঠিক বলেছেন আপু। যেদিন আমার দুই ছেলে মানুষের মত মানুষ হবে। সেদিন আমি নিজেকে সার্থক মা হিসেবে দাবি করতে পারব।♥♥

আপু আপনি আপনার ছেলেকে নিয়ে অনেক সংগ্রাম করেছেন বলেই আজ সফলতা পেয়েছেন। তাই তো সিয়াম ভাইয়ের মত একজন সন্তানের মা হতে পেরেছেন। প্রথমে যখন আপনার লেখাগুলো পড়ছিলাম তখন দু চোখে জল চলে এসেছিল আপু। যাই হোক জীবন যুদ্ধে আপনি এখন জয়ী। কারণ আপনি সফল হয়েছেন। আশা করছি আপনার ঘরে মিষ্টি একটি বৌমা আসবে। ছেলের বউয়ের জন্য আপনার আয়োজন আমার ভীষণ ভালো লেগেছে আপু। অনেক অনেক শুভকামনা রইল।

আজ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি আপু।এমনি করেই দোয়া করবেন আমি যেন আমার কানকে তো লক্ষ্যে দুই সন্তানকে নিয়ে পৌঁছে যেতে পারি।তাদের সুখময় জীবন যাপন দেখতে পারি।ধন্যবাদ আপু।♥♥

অনেক ভালো লাগলো আপনার মনের জোর দেখে।আপনার ইচ্ছে গুলো সব মায়েরই ইচ্ছে।ছেলে নিজের দায়িত্ব বুঝে বিয়ে করবে।কোন ঝামেলা নেই,কুসংস্কার নেই।শুধু মন মানসিকতা ভালো হলেই আপনাদের পরিবারের সাথে বউরা মিলে যাবে।আশাকরি মনের মতো পরিবারের কোন মেয়ের সাথে ভাইয়ার বিয়ে হোক। আপনার সুন্দর চাওয়া-পাওয়ার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। অনেক দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আপনি নিজ হাতে আপনার ছেলেদের বিয়ে দিতে পারবেন।

আসলে আমাদের পরিবারের তেমন কোন ঝামেলা নেই।এবং সবাই সবার প্রতি যথেষ্ট আন্তরিক।আমরা সবাই সবার বন্ধু।ঠিক এভাবেই চলছে আমাদের সময়ে।ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি খুব মিষ্টি একটা বউমা আমাদের ঘরে আসবে সিয়ামের জন্য♥♥

আসলেই বিশ্বাস এবং চেষ্টা মানুষকে অনেক সামনে এগিয়ে নিয়ে যায়।আপনিও লড়াই করে আপনার সন্তানকে প্রতিটি পিতা মাতার মতো এগিয়ে নিয়ে গেছেন।আশা করি সিয়াম ভাইয়া অবশ্যই সফল হবে একদিন।আপনার বৌমাদের জন্য বানানো সোনার গহনাগুলি ভীষণ সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।

আপু আপনার মন্তব্য পড়ে অনেক খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যে করে পাশে থাকার জন্য। তাছাড়া গহনা গুলো আপনার পছন্দ হয়েছে জেনে আরও বেশি ভালো লাগলো।♥♥

আপু দোয়া করি আপনার মনের ইচ্ছে গুলো পূরণ হোক।মনের মতো একটা বউ আসুক আপনার ঘরে।আসলে আপু সব শাশুড়ি তো মা হতে পারে না। তবে একটা মেয়ে আপনজন সব ছেড়ে এলে আসে তারপর যদি যৌতুক চাই তাহলে আর কেমন হবে।তবে আপু গহনা গুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে। বর্তমান যুগের দাদী বলে কথা তাই তো নাতিনাতনির পোশাক কিনেছেন।দাওয়াতের অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

হ্যাঁ একদম ঠিক আমি আমার নাতি নাতনিদের জন্য কিছু কাপড় কিনে রেখেছি।সময় হলে ঠিক দাওয়াত দিব। আসবেন কিন্তু,,,,♥♥

খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই আয়োজন দেখে। যেখানে ছেলের বিয়েকে কেন্দ্র করে অর্থাৎ বিয়ে আগে আপনি অনেক কিছু কিনে রেখেছেন আরো কিছু কেনার প্রয়োজন বোধ করছেন। আসলে এটা বলা যায় আপনার পরিবারের নতুন সদস্য যিনি আসবেন তিনি সৌভাগ্যবান হবেন।

দোয়া করবেন ভাইয়া যিনি আসবে তিনি যেন সত্যিই আমাদের মত হতে পারে।কারণ তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন।♥♥

আপনার আজকের পোস্ট পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে সব মেয়েদেরই মনের ইচ্ছে থাকে সন্তানদেরকে নিয়ে। আপনি জীবনে অনেক যুদ্ধ করে সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন। দোয়া করি যাতে আপনার মনের মত ছেলের বউ পান। আপনি আগে থেকে যে প্রস্তুতি গ্রহণ করেছেন তা দেখে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে।

আসলে আমি চিন্তা করি মৃত্যুর তো সময় অসময় নেই। ওদের বিয়ের আগেই আমার মৃত্যু হলে তো ওদেরকে কোন উপহার দিয়ে যেতে পারবো না তাই আগেভাগেই ছোট কিছু করে রেখেছি।♥♥

আপু সত্যিই পোস্ট টা পড়ে আমার গায়ের লোম শিহরিত হয়ে গেছে। সত্যি আপনি একজন গর্বিত নারী। আপনি শুধু একজন গর্বিত নারী না আপনি একজন সেরা সন্তানের মা। আপনার মুখে এসব কথা সত্যি শোভা পায়। সৃষ্টিকর্তা আপনার প্রতিটি ইচ্ছে যেন পূরণ করে সেই দোয়া করি। আসলে আপু ডাক্তারের আদেশ -নির্দেশ এগুলো কোন কথা না। সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছুই করতে পারে। ডাক্তার বলেছিল পড়ালেখা না করার জন্য। কিন্তু সৃষ্টিকর্তার অসীম রহমতে আজকে অনেক ভালো একজন ইঞ্জিনিয়ার হয়ে একটি বড় টেক্সটাইলে চাকরি করতেছে। তাহলে এর চেয়ে বড় পাওয়ার আর কি হতে পারে সৃষ্টিকর্তার কাছ থেকে। আপনাকে সেরা মা, সেরা নারী না বলে কি বলে আর সম্বোধন করব। দুই সন্তানের জন্য একেবারে একই ডিজাইনের গহনা তৈরি করে নিলেন। আপনার জন্য খুবই গর্ববোধ করতেছি আমি। সৃষ্টিকর্তা যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে এমন মা জন্ম দেই। সৃষ্টিকর্তা যেন প্রতিটি ঘরে ঘরে এমন একজন শাশুড়ি তৈরি করে দেন। আপনার জন্য দোয়া রইল আপু। আপনার দুই সন্তানের জন্য অনেক দোয়া রইল। সেই সাথে আপনার সব ইচ্ছে যেন সৃষ্টিকর্তা সহিসালামতে পূরণ করতে পারেন সেই কামনা করি।

এটা ঠিক যে আমার দুই সন্তানে আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভালো।তারাও আমাকে বোঝার চেষ্টা করে নিবিড় ভাবে।সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা সেই সাথে আমার বিশ্বাস ওরা দুজনেই সুখী হবে জীবনে। গর্বিত নারী না হলেও অনেকের অনুপ্রেরণা হতে পেরেছি আমি।এটা ভেবেও বেশ ভালো লাগে।অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপু আপনার প্রতি ভালো থাকবেন সব সময়।
♥♥

আপনি একদম ঠিক বলেছেন নিজের ছেলেদের যেমনি ভালোবাসেন একজন মা। পুত্রবধূদেরও একইভাবে ভালোবাসার ইচ্ছেটা থাকতে হবে।আর আপনার নিজের কিছু সুস্থ সুন্দর পরিকল্পনা আপনার ছেলের বিয়ে নিয়ে সেটাই আজকে উপস্থাপন করেছেন।সৃষ্টিকর্তা আপনার ইচ্ছে পূরণ করুন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

এভাবেই দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন আমার মনের ইচ্ছেগুলো পূরণ করেন। আমার ছেলেটা যেন প্রতিষ্ঠিত হতে পারে।আমি সব সময় তাদের সুখী জীবন কামনা করি।♥♥

আমি নিশ্চিত সিয়াম ভাই যখন এই পোস্ট পড়ছে তখন সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি এতটা পরিমাণ ভালোবাসা এতটা পরিমাণ যত্নশীল হবেন আপনার পুত্রবধূর প্রতি, আপনি আপনার অতীত জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সিয়াম ভাইয়ের জন্য চমৎকার একটা ফিউচার চিন্তা করে রেখেছেন, আপনার প্রতি আরো অনেকটা সম্মান বেড়ে গেল আমার চোখে।

আসলে অতীত থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে।আসলে পরিবর্তনের কাজটা শুরু করতে হয় নিজের থেকে। তাই আমিও শুরু করেছি। পরিবর্তনটা হোক নিজের থেকে। স্লোগানটা হোক বদলে যাই বদলে দেই।♥♥

সিয়াম ভাই অনেক মেধাবী, শুনে অনেক বেশি ভালো লাগলো আমার।আর ডাক্তার সিয়াম ভাইয়াকে লেখা পড়া করাতে নিষেধ করেছিল, তবুও আপনি করাইছেন শুনে অনেক ভালো লাগলো।আর আপনি আপনার বৌ মার জন্য এখন থেকেই গলার হার বানিয়ে রেখেছেন, জেনে অনেক খুশি হলাম।

লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তার প্রতি তিনি সহায় ছিলেন বিধায় আর সিয়াম এতটা মেধাবী এবং সুস্থ জীবন যাপন করতে পারছে।আমি শুধুমাত্র আমার মেধা আমার কলা কৌশল দিয়ে চেষ্টা করেছি প্রাণপণে।♥♥

আপনার সন্তান একজন ভালো মনের মানুষ এটাই সবথেকে বড় বিষয়। ইনশাআল্লাহ উপর ওয়ালা অর্থ সম্পদ যতটুকু দরকার দান করবেন। মা হিসেবে আপনার আত্মত্যাগ আমরা সকলেই জানি, ইনশাআল্লাহ সে তার মায়ের সম্মান রক্ষা করতে পারবে। ছেলের বৌদের জন্য আপনার গড়া উপহার অসম্ভব সুন্দর দেখাচ্ছে।
আমাদের দোয়া এবং ভালোবাসা আপনার পরিবারের উপর রয়েছে। ❤️

আসলে আমার দুই ছেলের জন্য আমার অনেক বেশি গর্ব হয়। তবে সিয়াম আমার প্রতি অনেক বেশি যত্নশীল। ও ঠিক বাবার মতই আমার খেয়াল করে।আমি বিশ্বাস করি সিয়াম একদিন সফলতার উচ্চ শিখরে পৌঁছাবে ইনশাআল্লাহ।♥♥

বাহ আপু! আপনার এমন উদ্যোগ দেখে সত্যিই খুব ভালো লাগলো!! 😍😍 দুই ছেলের বউয়ের জন্য এত আগে থেকেই একই রকম গহনা বানিয়ে রেখেছেন। এতে দুজনের কেউ ই মন খারাপ করতে পারবে না। আর আপনার মানষিকতা এত্ত ভালো, অবশ্যই আগামীতে যারা আপনার ঘরে আসবে, সবাইকে নিয়ে খুব সুখী পরিবার হবে। মন থেকে দোয়া রইলো।

Posted using SteemPro Mobile

একদম ঠিক ধরেছেন আপু দুইজনের জন্য গহনার ডিজাইন ওজন সবকিছুই এক।যেন কেউ কারোটা দেখে মন খারাপ করতে না পারে।কারন আমি দুই ছেলেকেই সমানভাবে ভালোবাসি♥♥

সিয়াম ভাই এ পোস্ট দেখে নিশ্চয় আনন্দে পেয়েছে 😁। কতদিন হলো সিয়াম ভাই শুধু টুম্পা টুম্পা করে যাচ্ছে। তবে আপনার সংগ্রাম আমাকে মুগ্ধ করেছে আপু। কতটা কষ্ট করেছেন আপনি। তার ফল হলো আজকের সিয়াম ভাই! সিয়াম ভাইয়ের বউটাও যেন আপনার মতো হয়। অগ্রীম শুভেচ্ছা আর আপু দাওয়াতটা কিন্তু দিবেন 😁

আসলে এই টুম্পা নামটিও আমার আবিষ্কার করা।ইনশাআল্লাহ টুম্পা নামের কোন ভাল মনের মেয়ের সাথেই ওর বিয়ে হবে।দোয়া করি মনে প্রাণে।♥♥

সিয়াম ভাইয়ের একটি পোস্টে পড়েছিলাম, জন্মের পর তিনি নাকি স্বাভাবিক ছিলেন না। তবুও আপনার প্রচেষ্টায় এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে সবকিছু চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে। সিয়াম ভাই অবশ্যই মেধাবী একজন ছেলে। আমার বাসা থেকে মোটামুটি কাছেই থাকে সিয়াম ভাই। প্রতিনিয়ত লড়াই করে চাকরি, পড়াশোনা,কমিউনিটির কাজ এবং ব্যাচেলর লাইফ সামলাতে হচ্ছে সিয়াম ভাইকে। তবুও তিনি বিন্দুমাত্র পিছপা হননি। আসলে একজন মানুষ দায়িত্বশীল হলে অনেক ত্যাগ তিতিক্ষা করতে পারে জীবনে। সিয়াম ভাইয়ের বিয়ে অবশ্যই অনেক ধুমধাম করে হবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile