DIY( Do It Yourself) এসো নিজে করি || ম্যাচের কাঠি দিয়ে চেয়ার টেবিল তৈরি

in hive-129948 •  3 years ago 

♥আসসালামু আলাইকুম♥

আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি অসাধারণ ইভেন্টে DIY( Do It Yourself) এসো নিজে করি এখানে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি " ম্যাচের কাঠি" দিয়ে
চেয়ার -টেবিল তৈরি করা যায় । তো চলুন শুরু করা যাক।


dropshadow_1631319751679.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bN32NKhyAHXrVNkiKe7jdrP9ZmftwmcxsR17fcGFdgzkJrKJQkvNQjaGgP9GDs1DkY9Y9sqRekumK7YhMPnUCtKdTKYA.png

প্রথমে ম্যাচের কাঠি নেই

dropshadow_1631317546696.jpg


ব্লুগান আঠার সাহায্যে কাঠি গুলো একটার সাথে আর একটা এভাবে লাগিয়ে নেই।

dropshadow_1631317574444.jpg

dropshadow_1631317701222.jpg

এভাবে দুটো বেড়ার মতো তৈরি করি

dropshadow_1631317620053.jpg

dropshadow_1631317673929.jpg


এবার কাঠির মাথা গুলো কেটে নিব

dropshadow_1631317913146.jpg


দুটি বেড়ারমতো (অংশ দুটো আঠা দিয়ে লাগিয়ে নিবো এভাবে।

dropshadow_1631317841453.jpg


এবার একি ভাবে চেয়ারের বাকি অংশ তৈরি করে লাগিয়ে নিব।

dropshadow_1631317743068.jpg

dropshadow_1631317884646.jpg


তৈরি হল ম্যাচের কাঠির চেয়ার,,,,

dropshadow_1631317787759.jpg


এবার আবারও বেড়ার মতো করে বানিয়ে আমরা টেবিল তৈরি করবো।।

dropshadow_1631317913146.jpg

dropshadow_1631317743068.jpg

dropshadow_1631317942673.jpg


এবার টেবিলের পায়ের চারিপাশ টানা দিবো এভাবে। সেটাকে শক্তিশালি করার জন্য♥

dropshadow_1631317971127.jpg


তৈরি হয়ে গেল চমৎকার চেয়ার টেবিল

dropshadow_1631317814841.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bN32NKhyAHXrVNkiKe7jdrP9ZmftwmcxsR17fcGFdgzkJrKJQkvNQjaGgP9GDs1DkY9Y9sqRekumK7YhMPnUCtKdTKYA.png
বন্ধুরা চাইলে আমরা এই চেয়ার টেবিলের নানা রকম ডিজাইন করতে পারি কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেটি করতে পারলাম না।এই কাজগুলো অনেক ধৈর্য্য সহকারে করতে হয় অনেক সময় নিয়ে করতে হয় তাহলে আরো সুন্দর হয়।
বন্ধুরা আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমার সার্থকতা। কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই মন্তব্য করুন। অপেক্ষায় রইলাম ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bN32NKhyAHXrVNkiKe7jdrP9ZmftwmcxsR17fcGFdgzkJrKJQkvNQjaGgP9GDs1DkY9Y9sqRekumK7YhMPnUCtKdTKYA.png

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হুম, বিষয়টি খুবই সহজ না, তবে আপনি সুন্দরভাবে তৈরী করেছেন। আমার কাছে চেয়ারটি বেশী ভালো লেগেছে, তাই চেয়ারটি আমার আর টেবিলটি আপনার জন্য, হে হে হে হে
ভালো হয়েছে আপু, ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

শুভেচ্ছা অবিরাম♥

বাহ আপু খুব সুন্দর। খুব সহজভাবে ম‍্যাচের কাঠি দিয়ে চেয়ার টেবিল তৈরি করলেন। খুব ভালো আপু। আপনার জন্য শুভকামনা।।

শুভাচ্ছা অবিরাম

বাহ চমৎকার একটি কাজ করেছেন। চেয়ার-টেবিল গুলি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি পারেনও বটে। ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা অবিরাম

খুব সুন্দর হয়েছে ম্যাচের কাটি দিয়ে বানানো চেয়ার টেবিল আপনার জন্য শুভ কামনা রইল।

শুভেচ্ছা অফুরান

বাহ আপু বাহ্,আপনার তৈরি চেয়ার টা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন,কিন্তু দুঃখ একটাই মন চাইলেও চেয়ার টা-তে বসতে পারবো না🤪😃😃

যাইহোক, আপনার জন্য শুভকামনা রইলো

বাহ আপু চেয়ারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। চেয়ারটা বাসায় রেখে দিয়েন, কোনো দিন আপনাদের বাসায় ঘুরতে গেলে বসে দেখবোনে কেমন লাগে।অনেস সুন্দর হয়েছে আপনার ডাই প্রজেক্টটা। শুভ কামনা রইল।

আচ্ছা♥

DIY প্রজেক্টে যতগুলো প্রজেক্ট দেখেছি তার মধ্যে এটি আমার কাছে ব্যতিক্রম লেগেছে। সবাই কাগজ দিয়ে কোন কিছু করার চেষ্টা করেছে, আপনি ম্যাচের কাঠি দিয়ে একটি চেয়ার এবং টি টেবিল তৈরি করেছেন যা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভাল লেগেছে। আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইলো।

আপনি ম্যাচের কাঠি দিয়ে খুব সুন্দর ভাবে চেয়ার ও টেবিল তৈরি করেছেন। আপনার কাজের মধ্যে নতুনত্ব রয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।🥀

অসংখ্য ধন্যবাদ

ওয়াও অসাধারণ। আপু ম্যাচের কাটি দিয়ে সুন্দর করে টেবিল তৈরি করেছেন। আপনাদের এতো সুন্দর কাজের কারনে আমরা নতুনরা অনুপ্রেরণা পাই।

বাহ্ খুবই সুন্দর হয়েছে আপু।ধাপে ধাপে উপস্থাপনা খুব সুন্দর ছিল।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

ধন্যবাদ

দক্ষতা হাতে মজবুত চেয়ার আর টেবিল। প্রসংশা করতেই হবে আপনার। অনেক সুন্দর একটি ডাই বানিয়েছেন আপু।

ধন্যবাদ ভাইয়া♥

বা কবি বা, সত্যিই ক্রিয়েটিভিটি দেখে আমি মুগ্ধ।।

শুভেচ্ছা

সত্যিই দারুণ তো হাতের দ্বারা ম্যাচের কাঠি দিয়ে কারুকাজ। সত্যিই অসাধারণ কারুকাজ করেছেন।চেয়ার দুটি কিন্তু সুন্দর হয়েছে।শোপিছ হিসেবে ঘরে রাখা যাবে।

তাই রেখেছি♥

খুব সুন্দর হয়েছে আপু চেয়ারটি।আপনার জন্য শুভকামনা রইলো।

আর টেবিল আপনার??

না, আপু টেবিল আপনার।আর চেয়ার আমার।😊

ওকে ডান

আপু বিশ্বাস করেন আমি এই জিনিষটি তৈরি করবো বলে ঠিক করে রেখেছি। আমার অনেকদিনের ইচ্ছা আমি ম্যাচের কাঠি দিয়ে চেয়ার বানাবো। খুব খুব সুন্দর হয়েছে, সত্যি বলছি।

বাহ্ করে ফেলুন। শুভ কামনা♥