"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩২| এসো নিজে করি - কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা।

in hive-129948 •  2 years ago 


আসসালামু আলাইকুম/আদাব


বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

IMG20230308162659.jpg


বন্ধুরা আমার বাংলা ব্লগ আয়োজিত, "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩২| এসো নিজে করি - কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।
অংশগ্রহণ করার আগেই এই প্রতিযোগিতার আয়োজক মন্ডলীকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।সেই সাথে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।কোন এক সময় কার্ড বোর্ড দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছিলাম। কিন্তু এখন কেমন যেন হয়ে গেছে আমি। কাজে কেন যেন উদ্যম পাইনা। আগে অনেক সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করেছিলাম।মজার বিষয় আজ আমি আপনাদের সামনে যে প্রজেক্টটি নিয়ে হাজির হয়েছি।সেটি করতে চেয়েছিলাম অন্য রকম।কিন্তু ভুলবশত আর সেরকম হয়ে উঠছিল না।অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এরপর ধৈর্যসহকারে বুদ্ধি খাটিয়ে ওয়ালমেট তৈরি করে ফেললাম।আসলে আমি এটা করতে চাই নাই।এবং এই ওয়ালমেট তুই আমার মনের মতো হয়নি।এদিকে সময় পাচ্ছিনা।ভেবে দেখলাম যেটা করেছি সেটাই পোস্ট করে দেই।প্রতিযোগিতায় প্রাইজ পাওয়ার চেয়ে অংশগ্রহণ করেছি এটাই বড় কথা।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক কিভাবে দাগ থেকে দারুণ কিছু করলাম।অর্থাৎ ভুল থেকে ফুল।


IMG20230308162706.jpg


আমার বাংলা ব্লগ, পরিবার ওয়ালমেট



উপকরণ সমূহ

IMG_20230308_164011.jpg

♦কার্ডবোর্ড, রঙিন কাগজ,কেচি, কসটেপ লেজ, এন্টিকাটার, পুঁথি, পেন্সিল এবং আঠা।

প্রস্তুতকরণঃ-



IMG_20230308_163318.jpg

IMG_20230308_163157.jpg

♦প্রথমে একটি জুতার বক্স এর কার্ড বোর্ড এভাবে গোল করে কেটে নিলাম।

IMG_20230308_163255.jpg

IMG_20230308_163234.jpg

♦এবার নীল রঙের কাগজ গুলো, এভাবে লম্বা করে ভাঁজ করে কেটে নিয়ে, পাখার মতো করে তৈরি করে নিলাম।

IMG_20230308_163346.jpg

IMG_20230308_163318.jpg

♦পাখার মত দেখতে ফুলগুলো এভাবে আঠা দিয়ে বোর্ডের ওপর লাগিয়ে নিলাম।

IMG_20230308_163504.jpg

IMG_20230308_163431.jpg

♦এবার রঙিন কাগজ দিয়ে এভাবে কয়েকটি ফুল বানিয়ে নিলাম।

IMG_20230308_163614.jpg

IMG_20230308_163541.jpg

♦ একটি ফুল আঠা দিয়ে এভাবে লাগিয়ে, এভাবে তিনটি স্টিক তৈরি করে নিলাম কাগজ দিয়ে।

IMG_20230308_163720.jpg

IMG_20230308_163647.jpg

♦আঠা দিয়ে স্টিক গুলো এভাবে লাগিয়ে নিলাম। এবং মূল ফুলটি চারিদিকে আঠা লাগিয়ে দিলাম লেজ লাগানোর জন্য।

IMG_20230308_163833.jpg

IMG_20230308_163757.jpg

♦লেজ লাগানো হয়ে গেলে, এরপর ফুলগুলো ঠিক এভাবে লাগিয়ে দেব। এবং ফুলগুলোর শোভা বর্ধনের জন্য আঠা দিয়ে পুঁথিগুলো লাগিয়ে দিলাম।

IMG_20230308_163906.jpg

IMG_20230308_163122.jpg

♦এবার এভাবে দুটো কাগজ কেটে নিলাম চিকন করে। একটিতে লিখলাম আমার বাংলা ব্লগ। অন্যটিতে লিখলাম পরিবার।তারপর সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।এবং ওয়ালে টাঙ্গিয়ে দেয়ার জন্য পিছনে একটি সুতা লাগিয়ে দিলাম আঠা দিয়ে।তৈরি হয়ে গেল আমার বাংলা ব্লগ পরিবার ওয়ালমেট।

IMG_20230308_162926.jpg

IMG20230308162706.jpg

IMG20230308162647.jpg

বন্ধুরা এই ওয়ালমেট আমি অন্যভাবে করতে চেয়েছিলাম। কিন্তু আমি যেভাবে করতে চেয়েছি, সেটা ভুল হয়ে গেছে। এবং কোনভাবেই মিলাতে পারছিলাম না। তাই এভাবে তৈরী করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এতোটুকু ভালো লাগলে আমার সার্থকতা। ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মত এখানেই।টা টা,,,


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে অসাধারণ হয়েছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য।♥♥

আমিও একটি ওয়ালমেট তৈরি করেছি আপু এই প্রতিযোগিতায়। আপনার তৈরি করা এই ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে আপু। খুব সুন্দর দেখাচ্ছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

খুশি হলাম আপু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে আমি বিভিন্ন ধরনের কাজের চাপের সম্মুখীন হওয়ার কারনে ভালো কাজ করতে পারছিনা।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।♥♥

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই ♥️
আসলে কাজ করতে গেলে আমরা একরকম চাই কিন্তু মাঝে মাঝেই অন্যরকম হয়ে যায়। যাক তবুও বলবো ওয়ালমেটটি দারুন হয়েছে 👌
কাজ শেষ করার পর সুন্দর দেখাচ্ছে এটি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই চমৎকার কাজটি আমাদের উপহার দেয়ার জন্য।

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুন্দর মন্তব্য করে সবসময় আমাকে অনুপ্রেরণা জোগানো জন্য♥♥

খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে সুন্দর লাগছে। এরকম ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। কালার কম্বিনেশন আমার কাছে ভালই লেগেছে। এত সুন্দর একটি প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এটা ঠিক বলেছেন এরকম কাগজের ওয়ালমেট বানিয়ে ঘরে ঝুলিয়ে রাখলেও দেখতে অনেক সুন্দর লাগে।♥♥

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপু আপনাকে।আর কার্ডবোর্ড দিয়ে চমৎকার ভাবে ওয়ালমেট তৈরি করেছেন আপু।এই ওয়ালমেট টা কিন্তু ঘরের মধ্যে দেওয়ালে ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর দেখাবে। বানানোর প্রসেস সমৃহ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করার জন্য।

আসলে আমি ওয়ালমেট টা যেভাবে বানাতে চেয়েছিলাম। ঠিক, সেভাবে হয়ে ওঠে নাই। এটা ভুল হয়ে গিয়েছিল। আর হাতে সময় ছিল না। তাই ভালো করে করতে পারেনি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।♥♥