ছড়ায়, ছড়ায় মিলন মেলা, যায় যে বয়ে বেলা। চারিদিকে চলছে এখন,,লেখা-লেখির খেলা।

in hive-129948 •  2 years ago  (edited)


আসসালামু আলাইকুম/আদাব


♥** ছড়ার খেলা, কবির মেলা**♥


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

IMG_20220802_225149.jpg



সাহিত্য মেলায় দাঁড়িয়ে আছে
কবি সেলিনা সাথী,,,
আঁধার ঘরে জ্বালিয়ে দেয়
ভালোবাসার বাতি


IMG_20220731_013916.jpg

সঙ্গে কবি মিনা মাশরাফি
যেন মায়ের মত,,
বুকে নিয়ে মায়ের মত
দূর করে দেয় ক্ষত।



IMG_20220731_013851.jpg


কবি ফেরদৌসী আপা
বড় বোনের মত,,,
হাসি মুখে দুড় করে দেয়
দুঃখ আছে যত।


IMG_20220729_120653.jpg


মারুফ আমার ছোট ভাই
দারুণ কবিতা লেখে,,,
সাহিত্য মেলায় লাগছিল বেশ
হাসি মুখটি দেখে।


IMG_20220802_225525.jpg


নীলফামারী লেখক অঙ্গন
জুড়িয়ে আছে যারা,,
এই ছবিতে আমার পাশে
সবাই আছেন তারা,,,,,,


IMG_20220802_225357.jpg


বাংলা একাডেমির মহাপরিচালক
কবি নুরুল হুদা,,,,
তাকে পেয়ে জেলা কবিদের
মনে ভীষণ ক্ষুধা।


IMG_20220731_013953.jpg


ডিসি স্যারের সঙ্গে আছেন
প্রিয়তমা বউ,,,,
সাহিত্য রসে দিচ্ছে দোলা
ভালবাসার ঢেউ,,,,।


IMG_20220729_121217.jpg


বাংলা একাডেমির সচিব এর সাথে
ম্যাচিং হল আমার,,,
আমার শাড়ীর সাথে যেন
পিংক কালার জামার।


IMG_20220802_225220.jpg


এই আয়োজন ছড়িয়ে দিতে
দিলাম সাক্ষাৎকার,,
সাহিত্য মেলা ফিরে আসুক
নতুন করে আবার
,,,

ভালো থেকো তোমরা সবে
এখন আমি যাই,,
রাত্রি কাটুক স্বপ্নময়
টাটা বাই বাই
,,,,,,



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সাহিত্য অঙ্গনে আপুকে আজ দারুন লাগছে খুব
ছবি গল্পে ছন্দ কথায় দিলাম একটু ডুব
এত লেখক এত কবি এত জ্ঞানী গুণী
তাদের মাঝে আপুকে যেন লাগছে মধ্যমণি
ছন্দে শব্দে কবিতা পড়ে হয়েছি অনেক খুশী
সার্থক হোক মিলন মেলা মন চেয়েছে বেশি

আপনার মন্তব্য পড়ে আমি
সিক্ত হলাম আজ,,
মনে হলো মাথার মধ্যে
বিশাল বড় তাজ।

মধ্যমণি আমি সবার
প্রিয় সাথী মনি,,
যেখানে যাই শুনতে পাই
কবিতার প্রতিধ্বনি।
♥♥

বাংলা একাডেমিক কবি সাহিত্যের মিলন মেলা দেখে খুবই ভালো লাগছে এবং ছড়ায় ছড়ায় প্রাণ ভরিয়ে দিলেন। এবং পরিচয় করিয়ে দিলেন আপনার সহপাঠী থেকে শুরু করে উপর মহলের কিছু গুণী মানুষের সাথে। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম আপু।

ছড়ায় ছড়ায় সাহিত্য মেলা, গুণীজনদের পরিচয় করিয়ে দেয়া, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম♥♥

সত্যিই কবি সেলিনা সাথী আধার ঘরের বাতি।মন খারাপে হাসি ফুটায় সেলিনা সাথী। অনেক অনেক ভালোবাসা আপু আপনার জন্য।ধন্যবাদ

সবার মুখে হাসি ফোটাতে
ভীষণ ভালো লাগে,
দূর করতে দুঃখ ব্যথা
মনে আশা জাগে♥♥

এতদিন শুধু আপুর মিষ্টি মধুর কন্ঠ শুনেছি আজকে আপনার ছবি ও ছন্দ দেখে আমি মুগ্ধ। এই প্রথম আপনাকে এত ভালো করে দেখলাম সবমিলিয়ে আমার কাছে আপনি রূপে গুনে অনন্যা যার কোন তুলনা হয় না 😍 সকল গুণীদের একসাথে দেখে ভীষণ ভালো লাগছে।আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বাহ আপনার সুন্দর মন্তব্য আমাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে। আপনাকে পেয়ে আমারও অনেক ভালো লাগছে। এভাবেই পাশে থাকবেন প্রিয় আপু মনি সব সময়।♥♥

সত্যিই আপনার কবিতা পড়ে মনে হচ্ছে আঁধার ঘরের বাতি সেলিনা সাথী। সেখানকার প্রত্যেকটা মানুষকে নিয়ে আলাদা আলাদা ভাবে কিছু লাইন লিখেছেন। আপনার পক্ষেই সম্ভব এই রকম ভাবে ছন্দ মিলিয়ে কবিতা লেখা। বেশি ভালো লাগলো আপনার কবিতা।

এত সুন্দর উৎসাহ অনুপ্রেরণা দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় আপু মনি♥

সাহিত্য মেলার প্রত্যেকটা মানুষকে নিয়ে আপনি খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে কবিতা লিখেছেন এবং ছন্দের সাথে আমাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। সত্যি কবিতা পড়ে খুব ভালো লাগলো। আর আপনার হাসি মুখটা অনেক সুন্দর আপু আপনাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

খুব ভালো লাগছে শুনে আমার হাসি মুখ আপনার খুব পছন্দ হয়েছে এজন্য। আমি সব সময় হাসি মুখে থাকি আপু♥♥