হাজাছড়া ঝর্ণা ভ্রমন।। ২০ জানুয়ারি ২০২৩

in hive-129948 •  2 years ago 

প্রাকিতিক আর এক রুপ হাজাছড়া ঝর্ণা। এই পাহাড়ী ঝর্ণাটি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় অবস্থিত। পিচ ঢালা রাস্তা থেকে নেমে ঝিরিপথ ধরে ১৫ মিনিট হেঁটেই পৌঁছানো যায় ঝর্ণার পাদদেশে। ঝর্ণাটি হীমশিতল পানি আর সবুজে ঘেরা। ঝিরিপথটি এতোটাই সুন্দর যে পর্যটকদের দৃষ্টি খুব তাড়াতাড়িই কেড়ে নেয়। শীতকালে এই ঝর্ণার পানির প্রবাহ কমে যায়। বর্ষা মৌসুমে ঝর্ণার ঝিরিপথে পানি তুলনামূলক বেড়ে যায় এবং পথটি কর্দমাক্ত থাকে। তাই পরিদর্শনের সময় বেশিরভাগ পর্যটকরা ভালো মানের গ্রিপযুক্ত ট্র্যাকিং জুতা ব্যবহার করে থাকে।

উক্ত ঝর্ণাটি পরিদর্শন করতে সাজেক ভ্যালী রুট ব্যবহার করতে হয়। এছাড়াও, হাজাছড়া ঝর্ণাটির আয়তন কিছুটা কম যার কারণে বেশিরভাগ পর্যটকগণ সাজেক ভ্যালী পরিদর্শনের পর ফিরতী পথে উক্ত ঝর্ণাটি পরিদর্শন করতে যায়। অসাধারণ এই ঝর্ণাটিতে গা ভেজানো থেকে বঞ্চিত হলে হাজাছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্য নিঃসন্দেহে পর্যটকদের অপূর্ণই থেকে যায়।

যাইহোক, সাজেক ভ্রমন শেষে একই দিনে বিকালে হাজাছড়া ঝর্ণার এর দিকে রওনা হলাম। সাথে আমার বয়বৃদ্ধ বাবা মাসহ আমার পরিবারও সাথে ছিল। সিএনজি যোগে সাজেক থেকে হাজাছড়া রওনার সময় অনেক পাহাড়ী ছেলে-মেয়েরা পর্যটকদের নিকট হতে বিভিন্ন উপঢৌকন, চকলেট, আর্থিক সাহায্যের জন্য রাস্তার দুই পাশে দাড়িয়ে ছিল। যদিও সাজেক যাওয়ার আমার পূর্বে অভিজ্ঞতা নাই যার কারণে বিভিন্ন উপঢৌকন এবং চকলেট আমার সাথে ছিল না। তবে, কাছে যা খুচরা টাকা ছিল তা দিয়েই আমি তাদেরকে সহযোগিতা করেছি। আপনারা যারা সাজেক এবং অন্য কোনো পাহাড়ী এলাকায় পরিদর্শনে যাবেন তারা বাচ্চাদের জন্য বিভিন্ন উপঢৌকন এবং চকলেট নিতে ভুলবেন না।

52598667_371162013718692_4538040239972679680_n.jpg

52684517_2029044260466057_8879909579572379648_n.jpg

52753301_601828533577345_7725895534069678080_n.jpg

52757255_628465884276180_5013695528563638272_n.jpg
52653272_555855128262171_4571882589400334336_n.jpg

হাজাছড়া ঝর্ণা পরিদর্শনের পর আমার বাবা যে খুশি হয়েছে তা আমার জীবনের একটা বড় পাওনা। আমি আরও খুশি হয়েছি যে আমার বাবা দেশের বাড়ীতে (খুলনা) গিয়ে এই ভ্রমন কাহিনী সকলের নিকট বর্ণনা করেছেন। আমি আমার বয়বৃদ্ধকে খুবই ভালোবাসি, কারণ আমার বাবা ৬মাস বয়সে আমার দাদাক হারিয়ে এতিম হয়েছে। বর্তমানে আমার বাবা খুবই অসুস্থ, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। আর অবশ্যই সেই পোস্ট ২৫০ শব্দের হতে হবে। তবে আমার বাংলা ব্লগ আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারের রেফার ছাড়া অন্য কোন মেম্বার বা অন্য মেম্বারদের রেফার গ্রহণ করে না ।
আশাকরি বুঝতে পেরেছেন।
আমাদের আরও দুটি কমিউনিটি আছে আপনি চাইলে সেখানে পোস্ট করতে পারেন।
কমিউনিটি লিংক ঃ
https://steemit.com/trending/hive-144064
https://steemit.com/trending/hive-183397

ধন্যবাদ।
আমাকে আপনার রেফারে অ্যাড করার প্রয়োজনীয় ব্যাবস্থা করুন প্লিজ।

আর আমি পরিচিতিমূলক পোস্ট কিভাবে করবো তার একটা ধারণা দিন