আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের প্রতি আশা করি আপনারা সকলেই ভাল আছেন এবং মহান আল্লাহ তায়ালা আমাকে ভালো রেখেছেন এজন্য তার প্রতি আমি অসংখ্য শুকরিয়া আদায় করি আজকে আমি প্রথম বাংলা ব্লগে আমার পরিচিত মূলক পোস্টটি উপস্থাপন করতে চলেছি আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন
ছোটবেলা থেকেই আমি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় বসবাস করে আসছি এখানে আমাদের নিজস্ব বাড়ি এবং এখানে আমরা অবস্থান করছি আমি নওগাঁ জেলার কেডি স্কুল থেকে এসএসসি পথ অতিক্রম করেছি এবং নওগাঁ সরকারি ডিগ্রী কলেজ থেকে ইন্টার এবং মাস্টার্স পাশ করেছি
এরপর বিভিন্ন জায়গায় চাকরি খোঁজাখুঁজি করার পরও মনের মত চাকরি না পাওয়ার কারণে আমি ব্যবসা করার চিন্তা ভাবনা করি এরই মধ্যে আমার একটি শ্রদ্ধেয় ভাই যিনি আমাদের পাড়ায় বসবাস করেন তা সহযোগিতায় আমি কন্টাকটারই বা ঠিকাদারি যে কাজ বলে সেটা শিখে নিয়েছিলাম এবং প্রায় আড়াই বছর কাজ শেখার পর আমি ঠিকাদারি পেশায় নিজেকে নিযুক্ত করি এখন আমি নিজেকে একজন ঠিকাদার হিসেবেই পরিচিতি দেই এবং খুব বড় ঠিকাদারি না হলেও আমি মোটামুটি একজন ভালো পর্যায়ে ঠিকাদারি কাজকর্ম করতে পারি
আমি আমার বাবা মায়ের ছোট সন্তান আমার বড় একটি ভাই রয়েছে তিনিও একটি বেসরকারি অফিসে কর্মরত রয়েছেন এরপর একটা সময় পরিবার থেকে দেখে আমার বিবাহ সম্পন্ন হয় এবং এরপর এখন আমার ছোট একটি শিশু সন্তান রয়েছে আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর এবং সুখী একটি পরিবার আমার রয়েছে
আমি যখন অবসর সময় কাটায় তখন আমি বিভিন্ন আত্মীয়-স্বজনের সঙ্গে গল্প আড্ডা দিতে ভীষণ পছন্দ করি এবং এছাড়াও আমার অনেক বন্ধু-বান্ধবের সঙ্গে আমি ঘোরাফেরা করতেও খুব পছন্দ করি আমার এক অনলাইন বন্ধু এবং বলতে পারেন আমার দূর সম্পর্কের আত্মীয় যে আমার ভাই হচ্ছে মোঃ আব্দুল মুকিত ভাই তিনিও পেশায় একজন ব্যবসায়ী আমি তার মাধ্যমে এই প্লাটফর্মে কাজ করার বিষয়বস্তু সকল কিছু জানতে পেরেছি
আমার ভাইয়ের ইউজার আইডি নাম @আব্দুল মুকিত. https://steemit.com/hive-153970/@abdulmukit/betterlife-the-diary-game-30-04-2024-a-fertilizer-dealer-s-experience .তিনি এস্টিমার প্ল্যাটফর্মে বেশ কয়েক মাস ধরে কর্মরত অবস্থায় আছেন তিনি আমাকে বলেছিলেন যে তিনি তার অবসর সময় গুলো এই প্লাটফর্মে বিভিন্ন পোস্ট করার মাধ্যমে কাটান তার কথাগুলো শুনে আমারও শখ হলো এবং আমিও এখানে অবসর সময়টা কাটানোর জন্য চেষ্টা করে দেখতে চাই
তার মাধ্যমে আমি ইস্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং শুনেছি আমার ভীষণ ভালো লেগেছে আমিও চাই তার মত এখানে নিয়মিত একজন ইউজার হিসেবে কাজ করতে আর সে কারণেই আজকে আমার এখানে পোস্ট করা আশা করছি আপনাদের সকলের সাপোর্ট পেলে আমিও এখানে অন্যান্যদের মতো একজন ভালো ইউজার হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করব আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি এই হল আমার ব্যক্তিগত কিছু কথা যা আপনাদের সাথে শেয়ার করলাম
আপনি যার মাধ্যমে এসেছেন তার Steemit ID টি দিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তার একটি পোস্ট দিলে হবে কি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://steemit.com/hive-153970/@abdulmukit/betterlife-the-diary-game-30-04-2024-a-fertilizer-dealer-s-experience
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্টে তার ID টা Add করে দেবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ok vai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit