আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন I আজকে সকালে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেI আমার একটা বান্ধবী হঠাৎ করে আজকে সকালে আমাকে কল দেয় I ও আমাকে ওর জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা বলে এবং কিছু আইডিয়া চাই I ওর ঘটনা শোনার পর আমি পুরোপুরি বাক রুদ্ধ হয়ে যাই কি আইডিয়া দিব বুঝতে পারছি নাI
আগে আপনাদের ঘটনাটা বলি, ও যেভাবে বলছে আমাকে :
"দোস্ত আমার বিয়ে হয়েছে গতবছর। এরেঞ্জ ম্যারেজ। বরের আগে কোনো রিলেশন ছিল না।শুধু একটা ওয়ান সাইড লাভ ছিল। এমনিতে সব ঠিকঠাক। শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা নেই,বাবা-মা(শ্বশুর-শ্বাশুড়ি) দুজনেই খুব ভালো।সেরকম কোনো কাজ নেই বাড়িতে।রান্না,কাপড় কাচার কোনো ঝক্কি নেই।
কিন্তু সমস্যাটা অন্য জায়গায়।বরের চরিত্রে বা পার্সোনালিটিতে বলতে পারিস। তার নিজস্ব কোনো ভ্যালু নেই,সেল্ফ রেসপেক্ট নেই। এমন নয় যে ফেসবুকে মেয়েদের সাথে চ্যাট করে বা রিল ভিডিও দেখে কিন্তু অপরিচিত মেয়ে,বৌদিদের ফটো সেভ করে রাখে বা স্ক্রিনশট নিয়ে রাখে।ধরে ফেলায় বলে-""আমি এদের চিনিনা।আমার ড্রেসটা ভালো লেগেছিল,তাই সেভ করে রেখেছি,তোমাকে এরকম ড্রেস কিনে দেব ভেবেছিলাম।""অবশ্য আগে কিছু আমায় কিনে দিয়েছিল কিন্তু তার মতে ড্রেস কেনার পরে সেই ফটো ডিলিট করে দেয়।
নিজে থেকেই ফুল,শাড়ি,চুড়ি,খাবার,এটা-সেটা কিনে আনে।সাজার সময় পাশেই বসে থেকে কেমন করে সাজি,তাই দেখতে থাকে।আমি ভুল করলেও ও সবসময় আগে সরি বলে।ঝগড়ার সময়
আমি ওকে উল্টোপাল্টা বললেও ও মাথা ঠান্ডা রাখে।আমার পাস্ট জানে কিন্তু কিন্তু ঝগড়ার সময় ও সেইসব নিয়ে কথা শোনায় না।বলে যা আমি নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারবো না,তা নিয়ে কেন মাথা ঘামাবো?
বাইরে কোথাও গেলে যাবার আগে আমাকে টাকা দিয়ে যায় পছন্দের কিছু কেনার জন্য।বাবা-মা না থাকলে দুপুরে ও আমাকে খাইয়ে দেবে আর রাতে আমি ওকে,এমন ই চলতেছে।
টুকটাক ঝগড়া বা মান-অভিমান হলে বাড়ি থেকে বেরিয়ে যায়।আবার কিছুক্ষণের মধ্যে ফোন করে বলে বিরিয়ানি আনবো? চিকেন না মটন? গত মাসে রাগ করে বাপের বাড়ি চলে গেছিলাম। রাতের বেলাতেই আবার হ্যাংলার মত আনতে চলে গেছে।
কিন্তু আমি চেয়েছিলাম এমন একজন যার নিজস্ব ভ্যালু থাকবে,সেল্ফ রেসপেক্ট থাকবে,ইগো থাকবে কিছুটা,ভুল না করলে সরি বলবেনা,একটু সিগমা মেল টাইপের।কিন্তু বাবা-মা ভালো বলে ওকে কিছু বলতে পারিনা।ও কি আগে প্রেম করেনি বলে হারানোর ভয় পায়?নাকি অন্য কোনো সমস্যা?ওকে কি মনোবিদ দেখানোর দরকার?"
ওর পুরো ঘটনা শোনার পর আমি কিছুক্ষণ একদম চুদছিলাম I ও আমাকে তিনটা প্রশ্ন করে : ও কি আগে প্রেম করেনি বলে হারানোর ভয় পায়?নাকি অন্য কোনো সমস্যা?ওকে কি মনোবিদ দেখানোর দরকার?
আমি ওকে কি বলব বুঝে উঠতে পারছি না আপনারা একটু হেল্প করেন I
সঠিক নিয়ম কানুন না জেনে যেভাবে সেভাবে যেখানে সেখানে পোস্ট করা ঠিক নয়। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit