হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
জীবন চলছে সাদা পাতার মত
যেখানে রহস্য লুকিয়ে আছে অজস্র।
কভু নাহি বলি তা লোকো সমাগমে
স্রষ্টা কে জানিয়েছি নির্জন রাতে।
হে রব করিও তুমি মোদের একটু দয়া
যেন বাঁচতে পারি বুকে নিয়ে নতুন আশা।
📝অনু কবিতা নং:-২📝
শীতের এই আমেজে
চলনা,হারিয়ে যাই দুজনে দূর অজানাতে;
সকালের ঐ স্নিগ্ধ প্রভাতে,
হাঁটবো দুজনে কুয়াশা ভেজা ঘাসে।
পায়ের তালুতে শিশিরের আলতো পরশে
ছুয়ে যাবে মনের গহীন গভীরতা হতে।
📝অনু কবিতা নং:-৩📝
ক্ষণে ক্ষণে এ জীবন ডুবে যায় হতাশার আধারে
তবুও বাঁচি কোন এক সফলতাময় প্রভাতের আশাতে।
জগত যেমনি থাকার তেমনি আছে,পাল্টে গেছে মানুষ
পরকাল নিয়ে নেই চিন্তা, থাকিলে তো ফিরিতো তাদের হুশ।
ওহে মানব কুল,হও তুমি নম্র;
নচেৎ সবি যাবে আধারে, নিজে যাবে ভগাড়ে।
📝অনু কবিতা নং:-৪📝
শীতের এই কনকনে মুহূর্তে
মন শুধু বউ বউ করে,
তবুও নেই কোন উপায়
কারণ,বিয়ের বয়স তো এখনো নাহি হয়।
অগোছালো মন নেয় ভুল সিদ্ধান্ত
যা শুধরাবার তরে মাথায় আছে মস্তিষ্ক।
📝অনু কবিতা নং:-৫📝
এই দশকে যাকে বলি ভালোবাসা
তাতো নয়, ভালোবাসার নামে সবাই করে ছলনা।
সবাই শুধু নিজের চাহিদায় রঞ্জিত
তাইতো প্রতি দুইজনে একজন হয় কষ্টে সিদ্ধ।
নাহি বলি কারো কথা, বলেছি শুধু সত্য
তারই নিরিখে করিলাম আজ এই কবিতার অন্ত।
প্রথমেই বলে নিচ্ছি আমার আজকে অনু কবিতার চতুর্থ নং কবিতাটি একটু মজার ছলে বলেছি। তাতে কেউ আবার সত্যিই প্রতিপন্ন করিয়েন নাকো। যাহা মজার ছলে হয় তাহা হেসে উড়িয়ে দাও তবেই তো মজার স্বাদ মিলিবে। অনু কবিতাগুলি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর লেখার চেষ্টা করেছি। যা বিভিন্ন অর্থের প্রতি ইঙ্গিত করে। হয়তোবা তেমন কোন রস কষ দিয়ে লিখতে পারিনি তবে নিজের মতো করে যথাসাধ্য ভাবে লেখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1871949369769144781?t=20k4L-MY3LnikM_YVzhcTw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন টপিক নিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে সেগুলো অনেক সুন্দর হয়। এরকম অনু কবিতা গুলো যত পড়ি আমার কাছে ততই ভালো লাগে। মনটা ভালো হয়ে গেল আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে। আপনি এভাবে সবসময় কবিতা লেখার চেষ্টা করলে, আরো ভালো কবিতা লিখতে পারবেন পরবর্তীতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি সুন্দর অনু কবিতা লিখেছেন। ছোট ছোট মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো অসাধারণ হয়। তবে আজকে আপনার ভিন্ন ভিন্ন টপিক নিয়েও লিখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আর ৪ নম্বর কবিতা পড়ে তো একদম অনেক ভালো লাগলো। ভালোলাগার মত অনু কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকে অসাধারণ কিছু অনু কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছে তেমনি আপনি এই কবিতাগুলোর লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ ধন্যবাদ আপনাকে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit