হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বেশ কয়েকদিন থেকে ট্যুরের উপর দিয়ে যাচ্ছে। আজকে থেকে মোটামুটি ট্যুর শেষ। তবে এরই মাঝে বেশ অসুস্থতার কবলে পড়ে গিয়েছি আমি। সর্দি মাথা ব্যাথায় ভুগতেছি কঠিন ভাবে। যাইহোক আজকে গিয়েছিলাম সুদূর বগুড়ায়। বগুড়ার বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন জায়গা গুলোতে ঘুরতে গিয়েছিলাম। সেগুলো থেকে শিক্ষাগত যেগুলো এক্সপেরিয়েন্স অর্জন করেছি তার পাশাপাশি কিছু তিক্ত অভিজ্ঞতাও অর্জন করেছি। সেগুলোর মধ্যে থেকেই কিছু কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে নিচের লেখাগুলো পড়ে নেওয়া যাক।
সেখানে যাওয়ার পর যে বিষয়টি দেখতে পেলাম সেটি আসলে অত্যন্ত কষ্টদায়ক। এখনো এই যুগে যে মানুষ এতটাই খুদার অভাবে লেলিহান হয়ে ঘুরে বেড়ায় এটা বগুড়ায় মহাস্থানগড় না গেলে বুঝতে পারবেন না। এই অভিজ্ঞতাটা যদিও বা এর আগেও অর্জন করেছিলাম কিন্তু আবার নতুন করে দেখলাম। ঠিক সে কারণেই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো বগুড়ার মহাস্থানগড় এ গেলে দেখতে পারবেন আপনারা মানুষ এখনো খুদার অভাবে কিভাবে ছটফট করে। স্পষ্টভাবে দেখতে পারবেন আপনি খেতে বসেছেন আপনাদের সামনে এসে কিছু মানুষ বসে রয়েছে। তাদের মুখের দিকে দেখলেই যেন মনটা খন্ড-বিখন্ড হয়ে যাচ্ছিল।
সারাদিন ঘোরাঘুরি করার পর যখন আমরা দুপুরের দিক খেতে বসলাম সকলে মিলে। আরেকটি কথা আমি আজকে বগুড়ায় গিয়েছিলাম মূলত আমার ভার্সিটির থেকে শিক্ষা সফরের মাধ্যমে। তো যখন আমরা খেতে বসলাম দেখতে পেলাম আমাদের আশেপাশে সেখানকার স্থানীয় অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে। এমনকি একপর্যায়ে দেখতে পেলাম আমি যেখানে খেতে বসেছি তার খুব বেশি হলে দুই থেকে তিন হাত দূরে একজন বৃদ্ধ মহিলা বসে রয়েছেন। এমনভাবে আমার দিকে চেয়ে রয়েছেন মনে হচ্ছিল যেন উনি পুরো এক বছর ধরে খাবার খান নি। খুব কষ্ট পাইলাম তার চেহারা দেখে। ভাবলাম আমার বাসায়ও মা-বোন রয়েছে। খাবারটা সম্পূর্ণ না খেয়েই একদিকের অংশ খেলাম আর অন্য দিকের অংশটা সেই বৃদ্ধ মহিলার জন্য রেখে দিলাম। তারপরে বাকি অংশটুকু ঐ মহিলাকে খেতে দিলাম।
যখন আমি ওই ভদ্র মহিলাকে খাবারের প্লেটটি দিলাম মুহূর্তের মধ্যেই তিনি খাবারের প্লেট টি নিয়ে চলে গেলেন। বোঝাই যাচ্ছে তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। কিন্তু আমার মনে এখনো প্রশ্ন জাগতেছে এই যুগে এসেও মানুষ কি এতটাই খাবার অভাবে ধুঁকেধুকে ঘুরে বেড়ায়? যাইহোক এটাই ছিল আমার আজকের জীবনের থেকে পাওয়া একটি অভিজ্ঞতা যা আপনাদের মাঝে শেয়ার করলাম।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1864732212077514776?t=AGdlg1YobJ6PXegFIg64Pg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit