উত্তর👉:
p2p Transfer এর পূর্ণ নাম হচ্ছে Person to Person Transfer । Steemit এ p2p Transfer বলতে যে বিষয়টি বোঝায় তা হচ্ছে আপনি আপনার Steemit Wallet হতে অন্য আরেকজনের Steemit Wallet এ Steem অথবা SBD অথবা TRX পঠানোকেই p2p বলে।
উত্তর👉:
প্রথমে steemit wallet এ লগ ইন করতে হবে। "স্টিম ডলার ব্যালেন্সের" পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। এখন ছোট একটি ট্যাব আসবে ওখান হতে ট্রান্সফারে ক্লিক করতে হবে। আবার "ট্রান্সফার টু অ্যাকাউন্ট" নামের একটি ইন্টারফেস আসবে। এখানে from এর ঘরে নিজের ইউজার নাম, To এর ঘরে @level4test লিখব তারপর।amount এর ঘরে 0.001 লিখব। তারপর মেমো এর ঘরে sbd পাঠানোর কারণটি লিখব। নেক্সট এ ক্লিক করব। তারপর যে ইন্টারফেস আসবে সেখানে সব তথ্য চেক করে পুনরায় ok তে ক্লিক করব। তারপর active key দিয়ে সেন্ড করব
উত্তর👉:
প্রথমে steemit wallet এ লগ ইন করবো। তারপর স্ট্রিম ব্যালেন্সের পাশের ড্রপডাউন বাটনে ক্লিক করব। এখন ছোট যে ট্যাব টা আসবে ওখান হতে ট্রান্সফরে যাব।আবার transfer to account নামের একটি ইন্টারফেস আসবে। এখানে to তে level4testলিখবো। Amount এর ঘরে 0.001 লিখবো। মেমোতে স্টিম পাঠানোর কারণটি লিখব। নেক্সট এ ক্লিক করব। কনফার্ম করার জন্য আরও একটি ইন্টারফেস আসবে। এখানে সবকিছু দেখে ওকে তে ক্লিক করব। একটিভ key দিয়ে স্টিম সেন্ড করব।
উত্তর👉:
প্রথমে ওয়ালেটে যাব। তারপর ওয়ালেটের একেবারে উপরে প্রোফাইল এর ডানপাশে থ্রি লাইন এ ক্লিক করব। কারেন্সি মার্কেটে যাবো। আবার একটি ইন্টারফেস আসবে ওখান হতে buy steem এ যাবো । প্রাইসের ঘরে প্রাইস লিখব। প্রাইস সিলেট করব সেল অর্ডার থেকে। সেল অর্ডার থেকে প্রাইস সিলেক্ট করলে আমি একটি সুবিধা পাব সেটি হচ্ছে স্টিম তাড়াতাড়ি buy করতে পারব। তারপর অ্যামাউন্ট এর ঘরে 0.1 বসাবো।তারপর buy steem এ ক্লিক করবো।তাহলেই sbd, steem এ কনভার্ট হয়ে যাবে।
উত্তর👉:
প্রথমে পোলো নিক্সে লগইন করব তারপর ওয়ালেটে যাব নতুন যে ইন্টারফেস আসবে ওখান হতে ডিপোজিটে যাব। তারপর যে ইন্টারফেস আসবে ওখানে সার্চ অপশন এ steem লিখে সার্চ করব।এখন steem এ ক্লিক করব তারপর এড্রেসটি কপি করে নিব এবং মেমো ও কপি করে নিব। এখন আমার steemit ওয়ালেটে যাব।তারপর steem ব্যালেন্সের পাশে ড্রপডাউনে ক্লিক করে ছোট যে ট্যাব আসবে ওখান হতে ট্রান্সফার এ যাব।তারপর form এর ইন্টারফেস আসবে ওখানে কপি করা এড্রেস টি to তে বসাবো আর মেমো টি মেমোতে বসাবো। এমাউন্টের ঘরে এমাউন্ট দিব। নেক্সটে ক্লিক করব। আবারো কনফার্ম করার জন্য একটি ইন্টারফেস আসবে। ওখানে সব কিছু চেক করে ওকে তে ক্লিক করব। Active key দিয়ে steem send করবো।
উত্তর👉:
প্রথমে poloniex এর ওয়েবসাইটে প্রবেশ করব। ক্রিয়েট একাউন্টে যাব। এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নিতে হবে। মনে রাখতে হবে পাসওয়ার্ডটি আট ক্যারেক্টার এবং স্ট্রং হতে হবে। এখন ক্যাপচা ভেরিফাই করতে হবে। তারপর জিমেইলে একটি কোড যাবে। ওই কোডটি কে verification code নামের একটি পেজ আসবে এখানে বসাতে হবে।activate account এ ক্লিক করলেই poloniex এ আমার account খোলা হয়ে যাবে।
উত্তর👉:
প্রথমে poloniex এর ওয়ালেটে যাব তারপর diposit এ যাব। সার্চ অপশনে trx লিখে সার্চ করব। এখন নিচে trx চলে আসবে, টিআরএক্স এ ক্লিক করব।TRC 20 তে ক্লিক করব। এখন অ্যাড্রেসটি কপি করে নিব। এখন আমার স্টিমেট ওয়ালেটে যাব। তারপর টিআরএক্স ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ট্রান্সফার এ যাব। To এর নিচে switch to tron account এ ক্লিক করব তারপর to তে কপি করা এড্রেস টি পেস্ট করব। তারপরে মাউন্টের ঘরে এমন লিখব। নেক্সট এ ক্লিক করব। কনফার্ম করার জন্য আরেকটি ইন্টারফেস আসবে। এখানে সবকিছু চেক করে ওকে তে ক্লিক করব। Privet key দিয়ে trx পাঠাবো।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
লেভেল চার থেকে যে জ্ঞান অর্জন করেছেন তার আঙ্গিকে আজকের পোস্টের বিস্তারিত বিষয়গুলো উপস্থাপন করেছেন। আপনি যে সুখ্য জ্ঞান অর্জন করেছেন সেটা এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে যাইহোক আপনার জন্য শুভকামনা রইল ভাই এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল চার থেকে আপনার অর্জন গুলো দেখে আমার বেশ ভালো লেগেছে। আমি আশা করি আপনি এভাবে প্রত্যেকটি লেভেলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন এবং মৌখিক পরীক্ষায় চমৎকারভাবে উত্তীর্ণ হয়ে একজন ভেরিফাইড মেম্বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই ভাইয়া এবিবি স্কুলের প্রত্যেকটি ক্লাসের বিষয়গুলো প্রাক্টিক্যালি করব, এবং সেগুলো আমার কাছে খুব ইজি মনে হয় কেননা প্রত্যেক লেভেলের প্রফেসরগন আমাক প্রতিটি বিষয় খুবই সূক্ষ্মভাবে বুঝিয়েছেন।দোয়া কইরেন ভাইয়া আমি যেনো মৌখিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি লেভেল ৪ পড়ে বেশ অনেক কিছু শিখেছেন। আশা করবো প্রাক্টিক্যালে সব সময় চর্চা করতে থাকবেন আর এরই মধ্য দিয়ে এই বিষয়ে সমস্ত কিছু মাথার মধ্যে রাখতে পারবেন। আর এগুলোই পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে। বিষয়গুলো মোটামুটি ভালই বুঝতে পেরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি লেবেল ৪ এর বিষয় সমূহ ভালোভাবে বুঝার পিছনে আপনার অবদান ভুলার মত না ভাইয়া।সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বিষয় গুলা ভালোভাবে আমাকে শিখানোর জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit