হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
মস্তিষ্ক। মস্তিষ্ক এমন একটি মূল্যবান জিনিস যেটা একজন মানুষকে সম্পূর্ণরূপে পরিচালনা করে। যেমন একটি বিশাল বড় ট্রেন ইঞ্জিনের শক্তিতে দিকবিদিক ঘুরে বেড়ায় ঠিক তেমনি মস্তিষ্কে অবস্থানরত ছোট একটি ব্রেন একজন মানুষকে পরিচালনা করে।ব্রেনকে ছোট বলে ধারণা করলে সব থেকে বড় ভুল হবে। কেননা এই ব্রেইন দিয়েই বিশ্বে এত বিশ্বায়ন হচ্ছে। কেবলমাত্র মানুষের ছোট্ট এই ব্রেন দিয়েই মানুষ অসম্ভব রকমের আবিষ্কার করে চলেছে। আবার এই মস্তিষ্ক যদি খারাপ কাজে ব্যবহৃত হয় তাহলে বুঝে নেন কত ভয়ংকর হতে পারে। বিকৃত মস্তিষ্ক নিয়ে কিছু কথা বলা যাক:-
যে কোন জিনিসের ভালো এবং খারাপ দুটো দিকই বিদ্যমান। ভালো কাজে কোন জিনিসকে ব্যবহার করলে সেটার ফল সব থেকে সুমিষ্ট এবং দারুন হয়। আবার ঐ একই জিনিস কে বিকৃত কাজে ব্যবহৃত করলে সেটা চরম রূপ ধারণ করতে পারে। মানুষের মস্তিষ্ক টা খুবই সামান্য কিন্তু এর মধ্যে থাকা জ্ঞান অসামান্য। আজ লক্ষ্য করে দেখুন মানুষ বিমানে করে হেলিকপ্টারে করে আকাশে উড়ছে। আর এই জিনিসটাই একসময় অসম্ভব ছিল সবার কাছে। তাছাড়াও অসম্ভব রকমের আবিষ্কার এখনো করেই চলেছে মানুষ তার সামান্যতম এই মস্তিষ্ক দিয়ে।
আবার এই মস্তিষ্ক যখন খারাপ কাজে ব্যবহৃত হয় তাহলে ভীষণ ভয়ঙ্কর হতে পারে। কেননা একজন সাইন্টিস্ট যদি চায় তাহলে সে এমন বোমা তৈরি করতে পারে যেটা দিয়ে আমাদের মত ছোট্ট বাংলাদেশকে এক নিমিষেই ধোয়ায় পরিণত করে দিতে পারে। আমরা সকলেই জানি বিবেক হচ্ছে মানুষের সব থেকে বড় আদালত। যে জিনিসটা আপনার কাছে খারাপ মনে হয় সেটাকে বিবেক দিয়ে পর্যালোচনা করে যদি বাদ দিতেন আর যে জিনিসটা উপকারী সেটাকে সাদরে গ্রহণ করে যদি প্রত্যেকটা মানুষ এভাবে কাজ করতো তাহলে দুর্নীতি আজকে দেশে থাকতো না।
ঠিক তেমনিভাবে একজন মানুষ অন্যের উপর সমালোচনায় যুক্ত হয়ে থাকে। একটা বিষয় লক্ষ্য করুন যে মানুষটা অন্য মানুষের জীবনকে নিয়ে অন্য মানুষের পেছনে সমালোচনায় মত্ত থাকে। ভেবে দেখুন তো সে কোন পারিশ্রমিক পায় কিনা? কোন পারিশ্রমিক নেই মিছাও সময় নষ্ট সবদিক থেকে যে সমালোচনা করতে যায় কেবলমাত্র তার নিজেরই ক্ষতি। তারপরেও অন্যের জীবনকে নিয়ে নানাভাবে সমালোচনা করতে থাকে। এটা এক রকম ভাবে বলা যায় পর হিংসা। এটা তো আগে মহিলাদের মধ্যেই বিদ্যমান ছিল। কিন্তু এই জিনিসটা বর্তমান ছেলেদের মধ্যেও চলে এসেছে। বিশেষ করে বন্ধুবান্ধবরা দেখবেন একে অন্যের পিছনে লেগে থাকে যেটা সত্য সেটাও রটায় আবার যেটা মিথ্যে সেটাও রটায়, দুর্নাম করার জন্য বলে বেড়ায়। ব্যথিত কন্ঠে বলতে হয় এগুলো হচ্ছে চরম লেভেলের বেয়াদব।
যাইহোক সকলের প্রতি আবেদন মস্তিষ্ক অত্যধিক ভালো একটি জিনিস সেটাকে অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন। নিজের মস্তিষ্ককে বিকৃত ভাবে অন্যের মাঝে পরিচালনা করবেন না। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনি। আসলে বিকৃত মস্তিষ্ক মানুষের বড় ক্ষতির কারণ। আর বর্তমান সমাজে এমন বিকৃত মস্তিষ্কের অভাব নেই। মানুষ হুট করে খারাপ কিছু করার সিদ্ধান্ত করে ফেলে। এগুলো বিকৃত মস্তিষ্কের ফল। তাই অবশ্যই কোন কিছুর আগে নিজের মাথা ঠাণ্ডা রাখতে হবে চিন্তা ভাবনা করতে হবে আর এমন ঠান্ডা মাথার মানুষ হতে হবে যেখানে মস্তিষ্কের বিকৃতি ঘটবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই বিকৃত মস্তিষ্কের মানুষদের জন্যই বর্তমান সমাজের অবনতি ছাড়া উন্নতি হয় না। অবশ্যই আমাদের উচিত নিজের বুদ্ধিকে সবসময় সঠিক কাজে ব্যবহার করা। আপনি যথার্থপূর্ণ মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit