হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
মা ও বাবা দুটি নাম যেথায় লুকিয়ে থাকে নিঃস্বার্থ এক ভালবাসা। প্রতিটি সন্তানের জীবনে এই দুটি মানুষের উপস্থিতি পরম শান্তির ।একজন সন্তান যেমন মাকে কাছে চান দিন শেষে বাবার ভালোবাসা ও চায় । মহান আল্লাহর পাওয়া এক অমূল্য রতন মা-বাবা। যাদের হৃদয়ে নিঃস্বার্থ ভালোবাসা মমতা ও শাসনে পরিপূর্ণ। একজন মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে এই সুন্দর পৃথিবীতে এনেছেন যিনি না থাকলে এত সুন্দর সবুজ পৃথিবী মায়া মমতায় ঘেরা পৃথিবী দেখা হতো না ।কত আদর যত্ন ভালবাসা ও শাসনে বড় করেছেন আমাদের ।কত কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করেছেন।
আর বাবা এমন একটা নাম যিনি নিঃস্বার্থভাবে লুকিয়ে ভালোবাসেন। বাবা রোজ সকালে কাজ করার জন্য জমিতে চলে যান একদম সূর্য ডোবার আগ অবধি নিঃস্বার্থভাবে সন্তানের জন্য খেটে যান।শুধুমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ।মা-বাবার যেমন আমাদের সন্তানের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে তেমনি আমাদেরও মা-বাবার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে।
মা বাবা চান তাদের সন্তান তাদের আদর্শে বড় হোক ।তাদের কথা শুনবে তাদের প্রতিটি কথাকে কে মূল্য দিবে।তাই প্রতিটা সন্তানের উচিত মা-বাবার আদর্শে নিজেকে প্রতিষ্ঠিত করা। একজন মা-বাবা জীবনে অর্ধাংশ সন্তানের পিছনে অতিবাহিত করেন কিন্তু শেষ বলে সেই মা-বাবার কপালে সেই সামান্য যত্নটুকু মিলেনা কিছু সন্তানের নীড়ে।
একজন সন্তান যেমন শিশুকালে অবুঝ এবং নিজের কাজ নিজে করতে অক্ষম থাকে ঠিক তেমনিভাবে বৃদ্ধকালেও মা-বাবা নিজের কাজগুলো নিজে করতে অক্ষম হয়ে যান। শুধুমাত্র মা বাবাই নয় এরকম একটি পরিস্থিতি আমাদের নিজেদের জীবনেও আসবে। যাই হোক আমার কথা হচ্ছে আমাদের উচিত হবে যথাসাধ্যভাবে চেষ্টা করা মা-বাবার পাশে দাঁড়ানো তাদের বৃদ্ধকালীন সময়ে। যেন উনারা আমাদের জন্য যে কষ্ট করে গেছেন আমাদের মুখে এক টুকরো হাসি ফুটানোর জন্য সেই কষ্টের ফল যেন বৃদ্ধ বয়সে উপভোগ করতে পারেন। যেন জীবনের শেষ পর্যায়ে যেয়ে বৃদ্ধ মা-বাবারা আমাদের জন্য প্রাণভরে দোয়া করেন। আমরা এমন কিছু করবো না যাতে মা-বাবার মনে কষ্ট লাগে।
সর্বোপরি আমি এটাই বলব সন্তান হিসেবে মা-বাবার প্রতি যে সকল দায়িত্ব-কর্তব্যগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা। কুলাঙ্গার সন্তানের মত ছন্নছাড়া হওয়া যাবে না। মনে রাখবেন আপনার মা-বাবার জন্য শেষ সম্বল সন্তান হিসেবে আপনি নিজেই। শীতকালীন সময় যেহেতু বর্তমানে এসে গেছে দেখা যাবে অনেক বাসায় বৃদ্ধ মানুষরা অনেক বেশি অসুস্থতায় ভোগে,একসময় পরপারেই চলে যায়। যাই হোক প্রত্যেকেই মা-বাবার প্রতি যত্নশীল হবেন এই প্রত্যাশাই রাখছি।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1865082342626255208?t=QvvZd_TWrplxVGXoo-pg4g&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ:

Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit