হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
Source
অসুস্থতা থেকে এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়নি তাতে যেন কাজ গায়ের উপরে এসে হুমড়ি খেয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় আমিও আমার নিজের মতো করে সব কাজ করে নেওয়ার চেষ্টা করছি। আজকের দিনটাও ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। যাইহোক মূল কথা আসা যাক। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে জেনারেল রাইটিং একটি পোস্ট শেয়ার করতে এসেছি। নাম হচ্ছে তেলবাজ মানুষ হতে সাবধান। কেননা এ জাতীয় মানুষগুলো মানুষের ক্ষতি এমন ভাবে করে,যে ক্ষতি সঠিক সময় না আসা পর্যন্ত বোঝা যায় না। কিন্তু যখন সেই ক্ষতির প্রকাশ্য রূপ আমাদের সামনে আসে তখনই বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে।
প্রথমত এই তেলবাজ মানুষরা সর্বদাই নিজের চিন্তা আগে করে। তাতে অন্য কারোর কি হয় হোক বা অন্য কারো কি আসে আসুক আর কি যায় যাক বা সবগুলো নস্যাৎ হয়ে যাক তাতে তাদের কোন আপত্তি বা বিন্দুমাত্র বিবেকবোধ জাগ্রত হয় না। এই জাতীয় মানুষগুলো আমাদের সাথে এমন ভাবে মিশে যাবে মনে হবে যেন তার সাথে আপনার অনেক দিনের পরিচয় ছিল। কিন্তু যখন সে তার লক্ষ্য অর্জনের অনেক টা কাছে চলে আসে তখন সে নিজের আসল রূপটা প্রকাশ করে। তবে এমন ভাবে রাত আঘাত করে মনে যেন সেই আঘাতের চিরকাল পীড়া আমাদের মনে সারা জীবন থেকে যাবে।
তেলবাজ মানুষরা মানুষকে নানাভাবে নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে তেল মাখিয়ে নিয়ে স্বার্থ হাসিল করে নেই। সর্বদা তারা কিভাবে মানুষকে ঠকিয়ে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করতে চায় এবং স্বপ্ন পূর্ণ করতে চায়। এ জাতীয় লোকগুলো কতটা পরিমাণের ভয়ংকর হতে পারে এটা বলা মুশকিল। সেই সাথে তেলবাজ মানুষের ঠিক রূপটা বোঝাও বড় দায়। আশা করবো এটাই আমাদের প্রত্যেকের উচিত এরকম তেল বাজি বন্ধ করে সঠিকভাবে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে ধরা । যাতে আমাদের সকলেই পছন্দ করবে এবং শ্রদ্ধা করব। আগামীতে নতুন সমাজ গঠন করতে হলে, বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই আমাদের উচিত সংঘবদ্ধভাবে কাজ করা। সকল ভেদাভেদ ভুলে আমাদের উচিত একত্রিতভাবে কাজ করা। তবে কঠিন ভাবে অনুরোধ করছি আপনাদের এই সকল তেল বাজি মানুষ থেকে সর্বদা দূরে থাকবেন না হলে অনেক বেশি সমস্যা করতে পারেন যে কোন সময়।
আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে আমার ভীষণ ভালো লেগেছে এটা সত্য কথা বর্তমান সময়ে তেলবাজি মানুষের অভাব নেই। আর এরা সব সময় নিজের স্বার্থর জন্য সবকিছু করে থাকে। এমনকি যা প্রত্যাশা করবে না সেটাও তারা করতে পারে। আর এদের কাছ থেকে আমাদের দূরে সরে থাকায় উত্তম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
PUSS Task এর স্ক্রিনশট শেয়ার করা হয়নি এখনো, পোষ্ট করা হয়েছে ১৯ ঘন্টা আগে। টাস্ক এর স্ক্রিনশট না থাকলে পোষ্ট কিউরেশনে যাবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তেলবাজ মানুষগুলোর থেকে আসলে আমাদের সব সময় দূরে থাকা উচিত। কারণ এই মানুষগুলো খুবই খারাপ হয়ে থাকে। এমনকি মানুষগুলোর চিন্তাভাবনাও অনেক বেশি খারাপ। তারা সবসময় নিজেদের স্বার্থ নিয়েই চিন্তা করে। তারা অন্যকে ঠকিয়ে নিজেরা বড় হওয়ার চেষ্টা করে। খুব সুন্দর ভাবে লিখলেন পুরোটা। পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1890751885201518722?t=BpyvAEP3kEnwqPSACZYX8g&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Deily task proof:-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তেলবাজ মানুষগুলো এমন কি তাদের চিন্তা-ভাবনা অনেক খারাপ হয়ে থাকে। এই ধরনের মানুষগুলো সব সময় অন্যের খারাপটাই চিন্তা করে থাকে। তারা অন্যের ভালো একেবারেই সহ্য করতে পারে না। সব সময় মানুষের পিছনেই লেগে থাকে তারা। যত বেশি সম্ভব তত বেশি তাদের থেকে দূরে থাকা ভালো। বাস্তবিক একটা বিষয় নিয়ে পোস্টটি লিখেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই সমাজে এমন কিছু মানুষ থাকে যারা সবসময়ই তেল বাজি করতে থাকে৷ তারা এমনভাবে মানুষদেরকে তেল দিতে থাকে যে তাদের মতো ভালো মানুষ আর কেউ নেই৷ এমন অনেক ধরনের কথাই তারা মানুষদেরকে বলে থাকে । এভাবেই তারা সমাজের একটা পর্যায়ে অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছে যায়৷ ফলে আমাদের সবারই উচিত এরকম মানুষ থেকে দূরে থাকা৷ এদের কারণে পুরো সমাজ একটা সময় ধ্বংস হয়ে যায়৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit