কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। চলুন শুরু করা যাক ।
দিন যত যাচ্ছে মনে হচ্ছে যেন আলোহীন কোন এক অন্ধকার কূপের মধ্যে ডুবে যাচ্ছি। দিনগুলো এতটাই ক্রিটিকাল হয়ে যাচ্ছে যে বোঝানো মুশকিল। কোন দিক দিয়ে সকাল হচ্ছে কোন দিক দিয়ে রাত নেমে আসতেছে কিছুই বুঝতে পারছি না। এ যেন ব্যস্ততার এক নির্মম পরিহাস। সে যাই হোক মূল কথায় আসা যাক। এই ব্যস্ততা আর সময় দুটোই কিন্তু আমাদের জীবনের বাস্তবিক শিক্ষক। চলুন এই বিষয় নিয়ে আরো একটু আলোকপাত করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
একটা সময় ছিল যখন আমি শুধু মাত্র খেলাধুলা পড়ালেখা আর ঘুম ব্যতীত অন্য কোন কিছুই জানতাম না। কিন্তু যত বয়স বাড়তে লাগলো সময়ের সাথে সাথে ততই যেন মনে হচ্ছে দুনিয়ার যত কাজ আছে সবগুলো আমাকে এসে ঝাপটে ধরছে। আমি যেন আঁধারে ডুবে যাচ্ছি। জীবন কি জিনিস সেটাকে বুঝতে ভুলে যাচ্ছি। রোবটিক জীবন যাপনে পরিণত হচ্ছে। যেখানে শুধু কাজ আর কাজ।
এই বিষয়টাতে শুধু আমি নই আমরা প্রত্যেকেই জড়িত। ভেবে দেখুন আপনাদের শৈশব,আর কৈশোরকাল কেমন কাটতেছে। মনে হবে যেন আকাশ পাতাল তফাৎ। সময় আপনাকে আমাকে প্রত্যেকটা কাজকে যথাযথভাবে করতে শেখাবে। যদি আপনি তা না করেন তাহলে আপনাকে বড় মাসুল দিতে হবে। বয়স: সে তো বাস্তবিকভাবে সমস্ত কিছুকে বুঝতে শিখাবে। প্রত্যেকটা জিনিসকে প্রাক্টিক্যালি আপনাকে বোঝাবে। যত বয়স বাড়বে ততই আপনি পরিস্থিতিকে বুঝবেন মানুষ চিনবেন সমাজ কে বুঝবেন মোটকথা সমস্ত কিছুকে বয়স আপনার সাথে আস্তে আস্তে প্রাক্টিক্যালি পরিচয় করিয়ে দিবে। যা পৃথিবীর অন্য কোন শিক্ষকের মাধ্যমে সম্ভব নয়।
এইতো আমার কথায় যদি বলি যেমন আজকের দিনটা ফজরের নামাজ পর কিছুটা সময় স্টাডি করেছি তারপরে কলেজে গিয়েছিলাম, কলেজ শেষ করে চাচাতো ভাই সহ ল্যাপটপ খুঁজতে গিয়েছিলাম, তারপরে বাসায় তিনটার দিক ফিরে এসে বাসার কিছু কাজ করেছি। তারপরে বাজার গিয়েছিলাম একটু দরকারে। এরই মাঝে সন্ধ্যা নেমে এসেছে। আর হ্যাঁ খাওয়ার কথা তো বলতে ভুলেই গিয়েছি। আমার খাওয়ার কোন টাইমটেবল নেই। যাইহোক এভাবেই ব্যস্ততার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে। আদৌ এরকমটা ছিলাম না। বয়স এবং সময় দুটোই ধারাবাহিক প্রত্যাবর্তনের ফলেই আজ এই অবস্থানে আসছি। বন্ধুরা আজকের মত এ পর্যন্তই।
টাটা.....
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগলো ভাইয়া। মানুষের সময় মানুষকে শিক্ষা দিয়ে যায়। মানুষের বয়স মানুষকে অনেক কিছু বোঝায়। তবে খাবার খাওয়ার কথা ভুলে গেলে চলবে না। সময় মত খাওয়া খেতে হবে। আর ল্যাপটপ খুঁজতে গেছিলেন বলতে কি নতুন ল্যাপটপ কিনবেন। যাইহোক অনেক কিছু জানলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় এবং বয়স প্রতিনিয়ত আমাদের নতুন কিছু শিখিয়ে চলেছে। হ্যাঁ আপু নতুন ল্যাপটপ কেনার চিন্তাভাবনা করতেছি। যাইহোক আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ যত বড় হয় ততই বাস্তবতা উপলব্ধি করতে পারে। এটা সত্যি বলেছেন ভাই আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কোন টেনশন ছিল না। কিন্তু এখন যতই বড় হচ্ছি ততোই সময় এবং বাস্তবতার কাছে থেকে অনেক কিছু শিখতে পারছি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ছোটকাল টাই অনেক ভালো ছিল যেখানে কোন টেনশন জিনিসটা ছিল না। সম্পূর্ণ পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বয়স এবং সময় নিজের গতিতে চলে। ধরে রাখতে পারেনা বয়স সময়কে। তবে এটি ঠিক ছোটকালে আমরা শুধু পড়ালেখা খেলাধুলা এবং ঘুম যেতাম কোন চিন্তাভাবনা ছিল না। ছোট মানুষগুলো একসময় সময় যেতে যেতে বৃদ্ধ হয়ে যায়। আবার এক সময় এই পৃথিবী থেকে চলে যায়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই সময় এবং বয়স এই দুটো জিনিসকে কেউ কখনো আটকে রাখতে পারেনা নিজের গতিতেই চলে তারা। ধন্যবাদ ভাই আপনার মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit