❤️আসসালামু আলাইকুম ❤️ |
---|
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা দেখি না। আর দেখলেও হয়তোবা তেমন একটা খেয়াল করি না আমরা। তেমনি একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমার সাথে। সেই বিষয় নিয়ে আজকের পোস্ট লিখতে চলে আসলাম, চলুন.....
আপনারা উপরে যে ফুড কার্ট টি দেখতে পাচ্ছেন এই ফুড কার্ড নিয়ে আজকের কথাগুলি লিখব। কালেকশন করার জন্য বর্তমানে রংপুর শহরের মধ্যে এদিক সেদিক যেতে হচ্ছে। কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা থেকে যায় অজানা। বিভিন্ন রকমের খাবার টেস্ট করা আমার নেশা একটি। সেই খাবারগুলো খাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট এবং সাধারণ হোটেলেও যাওয়া হয়।
রংপুর শহর থেকে যারা আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগ এ যুক্ত আছেন তাদের জন্য খাবারের মানসম্মত একটি হোটেলের খোঁজ দিব আজকে। হ্যাঁ বন্ধুরা উপরে ফুড কার্ড এ লেখা যে নামটি রয়েছে তথা পুড়ি হাউস। এটি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম দিকে অবস্থিত। একদম বদরগঞ্জ রোডের ধারেই রয়েছে।
যে কথা বলছিলাম আপনাদের সাথে তা হলো বিভিন্ন কারণে অকারণে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়া হয়। তারই ধারাবাহিকতায় গতকালকে গিয়েছিলাম কালেকশনে। বাইক থেকে নামার পরই প্রচুর পরিমাণে শীত লাগছিল। আশেপাশে কোথাও চা খাওয়া যায় কিনা সেরকম দোকান খুঁজছিলাম। তখন পাশেই এই পুড়ী হাউস টি দেখতে পেলাম। দেরি না করে চলে গেলাম পুরি হাউসের ভিতরে।
পুরী হাউজের ভিতরে ঢুকে একটু অবাক হয়ে গেলাম কেননা সেখানে যে এত রকম খাবারের আইটেম রয়েছে আমার কল্পনাতেই ছিল না। আর দামগুলো এতটাই কম যে বর্তমান সময়ে এরকম দামের মধ্যে খাবার পাওয়া বড়ই দুষ্কর। ভাবলাম হয়তো স্বাদের দিক থেকে খারাপ রয়েছে এজন্যই এত দাম কম। যেহেতু আমি চা খেতে গিয়েছিলাম তাই চা অর্ডার করে দিলাম।
এরই মাঝে আমার সামনে দেখলাম মধ্য বয়স্ক একজন লোক খিচুড়ি খাচ্ছেন। এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করেই ফেললাম খিচুড়ির স্বাদ কেমন? তিনি উত্তর দিলেন বাবা এখানকার খিচুড়ির স্বাদ খুবই ভালো আমি প্রতিদিনই খাই। আর কোন প্রশ্ন করিনি। এরই মাঝে আমার চা চলে আসলো। ভাবলাম নিজেই টেস্ট করে দেখি কেমন স্বাদ।
চায়ের মধ্যে একটা চুমুক দিতেই বুঝলাম দারুন হয়েছে চা টা। তারপরে মেনু কার্ডের দিকে তাকালাম। মেনু কার্ড দেখে আমি তো অবাক, খাবারের মূল্য তালিকা এতটাই কম দেখে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মেনু কার্ডটি নিচে দিয়ে দিলাম। যারা রংপুরের আশেপাশে রয়েছেন তারা এই পুরী হাউজে আসতে পারেন। কম টাকার মধ্যেই স্বাদে অতুলনীয় খাবারের স্বাদ নিতে পারেন । আজকের মত এখানেই শেষ করছি ,আল্লাহ হাফেজ।
........................................................................
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1875560245457731753?t=IYOc7oUEvEXZrHKL4NDHxw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজার মজার খাবার খেতে সত্যি অনেক ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর খাবারগুলো খেতে আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে মুখরোচক খাবার গুলো সবার প্রিয়। এই ধরনের ছোট ছোট রেস্টুরেন্ট গুলোতে খাবার খেতেও ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রংপুরে দারুন একটি রেস্টুরেন্টের হদিশ আপনি ব্লগের মাধ্যমে সকলকে দিলেন। এখানে মেনুতে দেখছি অনেক রকমের আইটেম পাওয়া যায়। তবে প্রথমেই পুরি পাওয়া যায় বলে দোকানটির নাম পুরি হাউস। যারা কাছাকাছি থাকেন তাদের পক্ষে গিয়ে খেয়ে আশা সুবিধা হবে। সুন্দর একটি রেস্তোরাঁ হদিস দেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের খাবার খেতে তো অনেক ভালো লাগে। সেটা যদি হয় কম দামে সুস্বাদু খাবার তাহলে তো আর কথাই নেই। দোকানে তো দেখছি বেশ দারুন দারুন আইটেম পাওয়া যায়। পুরি হাউস দোকানটা বেশ ভালো চলে মনে হয়। রংপুরের মানুষের জন্য সুখবরই বলা যেতে পারে আজকের পোস্টটা শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রংপুরে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য একটা ভালো হোটেলের সন্ধান দিলেন ভাইয়া। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা একটু কম দামের মধ্যে সব কিছু খোঁজার চেষ্টা করি যা আমাদের সাধ্যমত। এরকম হোটেল গুলোতে কম দামে ভালো খাবার পাওয়া যায়। খাবার খেতে ভালো লাগে এরকম জায়গায় কারণ আমাদের সাধ্যের মধ্যে সব পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit