কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।আজকে আবারো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন বন্ধুরা শুরু করা যাক।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সত্যি আমার অনেক একটি প্রিয় জায়গা। এই নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি তৃতীয়বার আসছিলাম। তবে এইবার অনেক বেশি ভালো লাগছিল কারণ এইবার অনেক সংস্কার মূলক কাজ করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ দেখেই বোঝা যাচ্ছে। চলুন বন্ধুরা আসল কথায় আসা যাক।
আমাদের প্রতিটি মানুষের জীবন হচ্ছে সংগ্রামী জীবন। অর্থনৈতিক দিক থেকে কেউ সুখী নয়। ঠিক তেমনি ভাবে আমার মামা আজ থেকে সাত বছর আগে পারিবারিক সমস্যা গত কারণে এবং অর্থনৈতিক টানা পোড়নের কারণে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমান। বিদেশ বলতে তিনি ছিলেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। দীর্ঘ সাত বছর পরে কিছুদিন আগেই মামা দেশে আসার জন্য প্লেনের টিকিট বুক করেন। আর এই বিষয়টি তিনি শুধুমাত্র আমার সাথেই শেয়ার করেন। বাসার কাউকে বলতে নিষেধ করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন বাসার সবাইকে হঠাৎ এসে চমকে দিবেন। আমিও কাউকে এ বিষয়টি শেয়ার করিনি। মামাকে রিসিভ করার জন্য কিছুদিন আগে আমি চলে যাই ঢাকায় বাইপাইল শহরে। এখানে আমার ভাই জব করে তাই দুদিন আগে থেকেই আমার ভাইয়ার বাসায় গিয়ে উঠি। তারপর যখন মামার ফ্লাইট আসার দিন এসে যায়, সেদিন খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হই।
মামার বলা কথা অনুযায়ী মালয়েশিয়া থেকে ছেড়ে আসা প্লেনটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল ১১ টা ২০ মিনিটে কিন্তু সেই প্লেনটি অবতরণ করে ১১ টা ৫২ মিনিটে। মামা বিমানবন্দরে পৌঁছানোর পর তার থেকে কথা বলে জানতে পারলাম প্লেন টি কুয়ালালামপুরেই এক ঘন্টা লেট করে ফ্লাইং করেছে তাই এখানে নির্ধারিত সময়ের পরে অবতরণ করেছে। মামা আসার পূর্বেই আমি কার স্ট্যান্ড থেকে একটি টেক্সি রিজার্ভ করে নিই। এয়ারপোর্ট থেকে আমার ভাইয়ার বাসায় যাওয়ার জন্য রিজার্ভ করা টেক্সি টিকে নিয়ে অপেক্ষা করতে থাকি মামার এয়ারপোর্টে পৌঁছানো পর্যন্ত।
১১:৫২ মিনিটে কুয়ালালামপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পরেও প্রায় এক ঘন্টা দশ মিনিট পরে মামা ১ নং টার্মিনালে আসেন। তারপর মামার সব লাগেজ সহ সব মালপত্র ট্যাক্সিতে উঠিয়ে ওখানেই খানিকটা সময় রেস্ট করে নেই এবং কিছুটা ডিনার করেও নিই। ঠিক সে সময়েই মামার সাথে গল্প করার সময় ওনার থেকে জানতে পারি মালয়েশিয়ার বর্তমান সময়ের ওয়েদার বাংলাদেশের ওয়েদারের তুলনায় অনেক গরম। মামা বাংলাদেশ আসার পর পুনরায় শীতের কাপড় পরে নেন ,উনি বলছিলেন ওনাকে নাকি অনেক শীত লাগতেছিল। অবশেষে রেস্ট করা হলে তারপর আমরা ভাইয়ার বাসার দিকে টেক্সি করে রওনা হই। মামার থেকে মালয়েশিয়া বিষয়ে আরো অনেক তথ্য সম্পর্কে জানতে পারি যেগুলো আপনাদের সাথে অবশ্যই পরবর্তীতে শেয়ার করব।
বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের পোস্ট টি। দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | dhaka airport, Bangladesh |
vote@bangla.witness as a witness
সাত বছর পর আপনার মামা মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে, বেশ আনন্দের খবর। সেই মামাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার আনন্দের অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনার মামা একজন রেমিটেন্স যোদ্ধা। তাকে শ্রদ্ধা।পোস্টের ছবি গুলো বেশ সুন্দর হয়েছে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। আর আমার মামাকে রিসিভ করার মুহূর্তটা সত্যি আমার কাছে অনেকটা আনন্দদায়ক ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এয়ারপোর্ট থেকে কাউকে রিসিভ করতে অন্যরকম ভালো হয় কাজ করে। আর সেখানে যদি নিজের প্রিয় কেও হয় তাহলে তার কোন কথাই নেই। আর এটাও একটা কমন ব্যাপার হয়ে পড়েছে, দেখা যায় বিমান ল্যান্ডিং করবে যে সময় তার আধা ঘন্টা 45 মিনিট পরে করে। যাক ভালই করেছেন আপনার মামা ল্যান্ডিং করার আগেই ট্যাক্সি রিজার্ভ করে রেখেছেন আপনার ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে প্রিয় মানুষগুলো যখন বিদেশ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দেশের মাটিতে পৌঁছায় সেই অনুভূতিটা কতটুকু তিনি ভালো জানেন। আপনার প্রিয় মামা দেশে ফিরেছে অনেক অনেক শুভকামনা । পরিবারের সাথে সুন্দর গুরুত্বপূর্ণ উপভোগ করুক সেই প্রত্যাশা করি। তাকে রিসিভ করার মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিদেশে থাকা আত্মীয়-স্বজন হঠাৎ যদি দেশে চলে আসে তাহলে দারুন মজা হয় । আপনার মামা দারুন একটা বুদ্ধি করেছে সবাইকে সারপ্রাইজ দেয়ার জন্য । ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit