হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ৭ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | 21 মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
ধনী গরিবের লড়াই নামক নাটকের শুরুতেই দেখতে পারবেন রিমা বিয়ের খুশিতে আয়নার সামনে বসে সাজ করছিল আর গান করছিল তখন রিমার বড় বোন সুলতানা এসে নানা রকম কথা বলে যে বিয়ের প্রথমে তো রাজি ছিলিস না এখন আবার গান করতেছিস। তখন রিমা তাকে উল্টো বুঝিয়ে বলে সময় হলেই বুঝতে পারবি কেন গান গাইতেছি আর কার লগে আমার বিয়ে হবে। এদিকে রিমাকে বিয়ে করার আমেজে সুরুজ মিয়া খুশিতে অস্থির হয়ে গেছে। তার ভাবীদের তাড়াতাড়ি করে তাকে গোসল করানোর জন্য বলে।
নাটকের হাস্যকর পার্ট হচ্ছে মাস্টার এবং সুলতানার অজানা প্রেম কাহিনী। মাস্টার মশাই সুলতানাকে পছন্দ করলেও সুলতানা তেমন একটা পাত্তা দেয় না। তাদের ঐ একটা সুন্দর মুহূর্ত উপরের ফটোগ্রাফিতে শেয়ার করেছি। এরই মাঝে সুলতানার বড় ভাই এসে সুলতানা এবং মাস্টার মশাইকে ঝাড়ি মারে এবং মাস্টার মশাইকে সেখান থেকে চলে যেতে বলে। আর ওই দিকে সোহাগ তার আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে রিমাকে মোড়ল বাড়ি থেকে তার বউ করে নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আসে।
অবশেষে সুরুজ এবং রিমা বিয়ের মন্ডপে বসে পড়ে।যখন সুরুজ এবং রিমার বিয়ে দেওয়ার জন্য কাজী সাহেব বিয়ে আরম্ভ করবেন তখনই সোহাগের বাবা পুলিশকে নিয়ে মোড়ল বাড়িতে উপস্থিত হয় এবং বিয়ে বন্ধ করার জন্য বলে। তখন রিমার বড় ভাই জোর করে কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলে। মোড়ল মশাই রেগে গিয়ে অফিসার কে হুমকি দেয়। কিন্তু কোন কাজে আসে না। তখন সোহাগের বাবা সোহাগ এবং রিমার আগেই হওয়া বিয়ের নিকা নামা পুলিশকে দেয় এবং বলে রিমা সোহাগের বিয়ে করা স্ত্রী। তারপর সোহাগ রিমা তার বাসায় নিয়ে যাওয়ার জন্য রিমার হাত ধরে নিয়ে যায় তখনই মোড়ল সাহেব সোহাগকে থামিয়ে দেয়।
এদিকে রিমা রিক্সাওয়ালার ছেলের বউ হয়ে তাদের বাসায় গেছে একথা শুনে সোহাগের মা অজ্ঞান হয়ে যায়। আর মোড়ল মশাই ও অস্থির হয়ে ওঠে।সোহাগ এবং সোহাগের বউ রিমা কে সোহাগের বাবা জব্বার আলী রিকশায় করে তাদের বাসায় নিয়ে যাচ্ছিল। এমন সময় রাস্তার মধ্যে মোড়ল বাড়ির সবাই সোহাগ এবং সোহাগের বাবার পথ আটকিয়ে বসে তাদেরকে মারার জন্য। এমন সময় নাটকের এই পর্বটি শেষ হয়ে যায়। পরবর্তীতে আরো কি কি হল তা দেখার জন্য পরবর্তী পর্বের রিভিউ এর জন্য অপেক্ষা করুন।
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
প্রেম ভালোবাসা সবি ঠিক আছে যদি মানুষ দুটি সঠিক হয়। যেমন সোহাগ এবং রিমার ভালোবাসা। সত্যিকার অর্থে সত্যিকারের ভালোবাসা যুগ যুগ ধরে বেঁচে থাকে এবং হাজারো বাধাকে উপেক্ষা করে পূর্ণতা পায় তার বাস্তব প্রমাণ এই নাটকের আজকের এই পর্ব। আর অহংকার আমাদের পতনের মূল এটা হচ্ছে মূল বিষয়। এই দৃষ্টিভঙ্গিটাও আজকের নাটকের এই পর্বে খুবই স্বচ্ছ ভাবে ফুটে উঠেছে। মোড়ল মশাই গ্রামের সব মানুষদের উপর আধিপত্য বিস্তার করে রেখেছিল অহংকারে পা যেন মাটিতে পড়ছিল না। সবকিছুকে বিলীন করে দিয়ে তার মেয়ে রিক্সাওয়ালার ছেলের বউ হয়ে রিকশাওয়ালার বাসায় চলে গেল। আমাদের উচিত অহংকার বর্জন করা।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1871220486409191663?t=_2qG6FQICxNkxE8s-hVYzQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি নাটকের রিভিউ করছেন। আসলে এই নাটকটি দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো এবং দেখার ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদা এই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি বেশ অনেক কয়টা দিন ধরে লক্ষ্য করছি আপনি এই নাটকটা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে একটি একটি পর্ব রিভিউ করে এগিয়ে আসছেন। ধনী গরিবের লড়াই নাটকের আরও একটি পর্ব আপনার মাধ্যমে রিভিউ দেখতে পারলাম। এত সুন্দর ভাবে গুছিয়ে রিভিউ করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাই আপনার নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। ধনী গরিবের লড়াই নাটকটি অনেক জনপ্রিয়। ধন্যবাদ অনেক সুন্দর একটি নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন। এত সময় নিয়ে নাটক না দেখে আমি মনে করি রিভিউ পড়ে নিলেই ভালো। এটার মাধ্যমে সম্পূর্ণ কাহিনী অল্প সময়ের মধ্যেই পড়ে নেওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধনী গরিবের লড়াই নাটকটার সপ্তম পর্ব টা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে এই পর্বটার রিভিউ পুরোপুরি ভাবে পড়তে অনেক ভালো লেগেছে। আমার কাছে এই পর্বটার কাহিনী অনেক ভালো লেগেছে। এই নাটকটা সত্যি খুব সুন্দর। আমার কাছে নাটকটা দেখতে অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে পর্ব নাটক গুলোর মাঝে অন্যরকমের আকর্ষণ আছে। যদিও এই নাটকের কোন পর্ব কখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে ভালো লাগলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit