হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আন্তঃ বিভাগ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে এবার আমাদের কলেজে। এই বিতর্ক প্রতিযোগিতায় প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে মোট পাঁচজন করে সদস্য থাকবে যেখান থেকে মাত্র তিনজন বক্তা সিলেক্টেড হবেন এবং সেই তিনজন বক্তৃতা পেশ করবেন। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে আজকে আমাদের কলেজে বিতর্ক পরিষদ থেকে একটি কর্মশালা ডাকা হয়েছিল। সেখানেই গিয়েছিলাম আজকে অ্যাটেন্ড করার জন্য। এই বিতর্ক প্রতিযোগিতার কিছু অংশ বিশেষ কথা আপনাদের সাথে শেয়ার করে নেব আজকে।
আগেই বলে রাখি আমাদের বিতর্ক প্রতিযোগিতাটি হচ্ছে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। আর এখানে আমার ডিপার্টমেন্ট (IHC) লড়বে প্রতিপক্ষ ইংরেজি ডিপার্টমেন্ট এর বিপক্ষে। আর আমাদের বিতর্কের বিষয় হল প্রচলিত উচ্চ শিক্ষা বেকারত্বের মূল কারণ। দলগতভাবে আমাদের অবস্থান থাকবে এই কথাটির বিপক্ষে এবং ইংলিশ ডিপার্টমেন্ট এটার পক্ষে বক্তৃতা দিবে। আমি যদিও বা এর আগে বেশ কয়েকটি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম কিন্তু সেগুলো ছিল সনাতনী বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্ক প্রতিযোগিতার বেশ কয়েকটি প্রকার রয়েছে তার মধ্যে একটি হল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। আর বিতর্ক প্রতিযোগিতার মধ্যে এই সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা একটু কঠিন হয়ে যায়।
এই প্রতিযোগিতায় কঠিন সম্ভাবনা উপস্থিত হওয়ার মূল কারণ হচ্ছে প্রত্যেকপক্ষের তিনজন করে বক্তা ৩ রকম বক্তৃতা উপস্থাপন করে শেষে যে ব্যক্তি বা যে বক্তা সংসদ সদস্য হিসেবে মনোনীত হয় তাকে বাকি বক্তাদের সমস্ত আলোচনাগুলো বিশ্লেষণ করে উপস্থাপন করতে হয় সেই সাথে কেন তার দল জিতবে সে বিষয়টিও সুনির্দিষ্ট ভাবে নিশ্চিত করতে হয়। আবার বিপরীত দলের সংসদ সদস্য বিপরীত টিমের সকল তথ্য এবং যুক্তিকে খন্ডন করবে পুনরায় তার কথাগুলোকে যুক্তির সাথে দাঁড় করাবে। পরিশেষে এটাই বলবে এই জন্যই মূলত আমার দল আজকের বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হবে। আর আমাদের যুক্তিগুলো সঠিক এবং যথার্থ।
আজকে এই বিষয়কে কেন্দ্র করে আমাদের কলেজে বিতর্ক পরিষদ থেকে কর্মশালা অনুষ্ঠিত হলো। এখান থেকে মোটামুটি অনেক কিছুই জানতে পারলাম। আগামীকালকে আমাদের বিতর্কের ফাইনাল রাউন্ড শুরু হবে। সেই দিক থেকে একটু চাপেই আছি। আশা করছি সঠিক এবং সুন্দরভাবে আমাদের উপস্থাপনা গুলি আমি তুলে ধরতে পারবো একজন সাবেক বিতর্কিক হিসেবে। সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রত্যাশা করতেছি।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X PROMOTION
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন ডিবেটিং ক্লাসে উপস্থিত হওয়া ভালো। এতে আউট নলেজ বৃদ্ধি হয়। বেশ ভালো লাগলো অনেকদিন পরে এমন একটি ক্লাসের আয়োজন দেখে। আমি স্কুলে থাকাকালীন স্টুডেন্টদের নিয়ে এমন আয়োজন করতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit