উপজেলা কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরার কিছু মুহূর্ত:
বন্ধুরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরাঘুরির আরো একটি পর্ব আমি ইতিপূর্বেই আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। সেখান থেকে আপনাদের দারুন রকমের সাপোর্ট পেয়েছি। তো আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই পর্বে শুরুতেই আমি একটি দারুন রকমের জিনিস উপস্থাপন করেছি বন্ধুরা।
উপরের চিত্রতে দেখতে পাচ্ছেন আপনারা একটি ছেলে চোখের মধ্যে কি যেন ধরে আছে! বলেন তো এটা কি হতে পারে? হ্যাঁ অবশ্যই হয়তোবা আপনারাও অনেকেই বুঝতে পেরেছেন। এটা হল দূরবীন। খুঁদে বিজ্ঞানীদের দারুন রকমের প্রচেষ্টায় তারা তৈরি করেছে এই দারুণ রকমের দূরবীন টি। আমি তো ভেবেছিলাম এটা এমনি মনে হয় তৈরি করেছে। কিন্তু যখন পরে নিজে হাতে নিয়ে চোখে করে দেখছিলাম তখন বেশ অবাক হয়ে গিয়েছিলাম। বাজারে কিনতে যে দূরবীন গুলো পাওয়া যায় ঠিক তেমনটাই এই দূরবীনের ও কাজ ছিল একেবারে একই রকম।
বন্ধুরা এখন আপনারা দুটি জিনিসকে দেখতে পাচ্ছেন একটি বোতল আরেকটি হচ্ছে কৌটা। তবে বোতলটি শুধু বোতলেই নয় বন্ধুরা বোতলের ভেতর একটু লক্ষ্য করে দেখুন কিছু একটা রয়েছে। সে বিষয়টাকে কি আপনারা আন্দাজ করতে পারতেছেন কি হতে পারে? বন্ধুরা গায়ে লেখাই আছে দেখুন ফুসফুস এর মডেল। আমাদের মানুষদের ফুসফুস কিভাবে শ্বাস প্রশ্বাস নেয় এবং ত্যাগ করে সেটা দারুণভাবে এরা প্রাক্টিক্যালি দেখিয়েছে। আরেকটি দেখতে পারছেন জাদুর কৌটা নামে লেখা আছে। আসলে এই কোটা টার কাজ কি সেটা আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনারা কেউ বুঝতে পারলে জানাবেন মন্তব্যের মাধ্যমে।
সৌরজগৎ, সৌরজগৎ নামটি আমরা সবাই জানি। কিন্তু সৌরজগতের মধ্যে কতগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র এবং আরো বেশ কিছু বিষয় আছে সেগুলো আমরা অনেকেই জানিনা। প্রাকটিক্যালি সেগুলোকে দেখিনি। এই খুদে বিজ্ঞানীদের এটাই প্রচেষ্টা ছিল এই কৃত্রিম সৌরজগৎ বানিয়ে মানুষদেরকে সৌরজগৎ সম্বন্ধে প্রাক্টিক্যালি সমস্ত বিষয় দেখিয়ে দেওয়া এবং তার জ্ঞান প্রদান করা। এটাও আমার কাছে দারুন লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন।
সৌর চুল্লি: এটি হচ্ছে সৌর শক্তির মাধ্যমে কিভাবে মানুষ রান্না বান্না সহ রান্না বান্নার যাবতীয় কাজ করতে পারবে। বর্তমান সময় গুলোতে গ্যাস, লাকরি ,কারেন্ট সহ নানা রকম পদ্ধতিতে রান্নাবান্নার কাজ সম্পূর্ণ করা হয়ে থাকে। কিন্তু এদের এই সৌর চুল্লির উপস্থাপন করার মাধ্যমে এটাই প্রচেষ্টা ছিল যে অন্য কোনরকম খরচ ব্যতিরেকে কিভাবে আমরা সৌর শক্তির মাধ্যমে রান্নাবান্নার কাজ করতে পারি।
ভূমিকম্প সতর্কীকরণ যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে মানুষ ভূমিকম্প আসার আগেই সতর্ক হতে পারবে। কেননা বর্তমান সময়গুলোতে ভূমিকম্পের কারণে বেশ কিছু জায়গায় অনেক বড় রকমের ক্ষতি সাধিত হচ্ছে। ঠিক সে কারণে এই খুদে বিজ্ঞানীদের এটার প্রচেষ্টা ছিল কিভাবে মানুষকে ভূমিকম্প আসার পূর্ব মুহূর্তে অবগত করা যায়।
রকেট উৎক্ষেপণ, আমরা সবাই শুনে থাকি ভারী কাজগুলো করার ক্ষেত্রে কিংবা দূর দূরান্তূর যাওয়ার জন্য রকেটের ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই রকেট কিভাবে লঞ্চিং হয় বা উৎক্ষেপণ হয় সে বিষয়টি সাধারণ মানুষকে খুবই সুন্দরভাবে বোঝানোর জন্য প্রাক্টিক্যালি তারা এই উদ্যোগটি গ্রহণ করেছিল।
বন্ধুরা শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করেছি একটি সুরক্ষিত বাড়ির সম্বন্ধে। এখানে একটা কথা বলে রাখি এই ঘরটি আসলে মাটিতে নির্মিত নয় মাটি থেকে একটু উপরে কিছু গুড়ির উপর নির্মাণ করেছেন তারা। ভূমিকম্প কিংবা বড় রকমের কোন বন্যা হলেও যাতে এই বাড়িটি ধসে না যায় কিংবা পানিতে ডুবে না যায় তার জন্য তারা দারুণ রকমের একটি আইডিয়া তুলে ধরেছে। আমার হয়তো একটু মিসটেক হয়ে গেছে ঘরটির নিচের ফটোগ্রাফিটি করতে পারিনি। তবে যাই হোক তাদের সকল আইডিয়াগুলো অনেক বেশি সুন্দর এবং ইউনিক ছিল। আজ এ পর্যন্তই বন্ধুরা পরবর্তী পর্বে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত আপনি ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। আর আপনার এই পোষ্টের মধ্য দিয়ে কিন্তু বেশ অনেক কিছু জানতেও পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরাঘুরি করার মজাই আলাদা। আসলে এই মেলায় গেলে আমরা ভিন্ন ধরনের কিছু দেখি এবং অনেক নতুন নতুন কিছু দেখি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে থাকি৷ তেমনি আমাদের এখানেও যখন কোনো ধরনের বিজ্ঞান মেলা হত সেখানে আমরা যেতাম এবং সেখান থেকে আমরা অনেক নতুন নতুন কিছু দেখতাম এবং সেগুলো দেখে অনেক শিক্ষা অর্জন করতাম৷ তেমনি আজকে আপনার এই ফটোগ্রাফি এবং বর্ণনার মাধ্যমে অনেক কিছুই দেখতে পারলাম এবং জানতে পারলাম৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব খুশি হলাম আপনার এই রিপ্লাই পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit