হ্যাল্লো বন্ধুরা,,,,,,,,,,,,,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
সবুজের সমারোহ আমাদের দেশ বাংলাদেশ। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। যুগের পর যুগ বহু দার্শনিক এদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। কেননা এই দেশের রূপের নেইকো শেষ। বহু বীর সেনার জন্ম হয়েছে এই দেশে।বিশ্বমানের খেলোয়াড় ও জন্ম নিয়েছে এই দেশে। পল্লী বাংলার পরতে পরতে সৌন্দর্যে ঘেরা এই দেশ । স্বাধীন দেশ প্রিয় দেশ বাংলাদেশ।আবার এই দেশে দুর্নীতি আর বৈষম্যের ও নেই শেষ! কি কথাটা খারাপ লাগলো আমার? খারাপ লাগার মতই কথা। আগে ভালো ভালো কথা বললাম পরে দুর্নীতি নামক শব্দটা চয়ন করে প্রকাশ করলাম বিষয়টা একটু কেমন হয়ে গেল তাই না?
একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে মানুষ কিন্তু একদিনেই প্রতিরোধী হয়ে ওঠে না। অত্যাচার, কষ্ট সহ্য করতে করতে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায় ঠিক তখনই প্রতিবাদী হয়ে ওঠে। কেননা সহ্যশক্তি বলতে মানুষের একটা সীমা রয়েছে। ধৈর্য বলতে একটা বাঁধ রয়েছে। যখন সহ্য শক্তি এবং ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় ঠিক তখনই মানুষ প্রতিবাদী এবং সংগ্রামী হয়ে ওঠে। আর আমরা তো বাঙালি। আমাদের ইতিহাস ঘাটলেই পাওয়া যায় আমরা রুখে দাঁড়াবার জাতি। ইংরেজদের হটিয়েছি, ভাষা বিরোধীদের হটিয়াছি, পাকিস্তানিদের হটিয়েছি, শেষ স্বৈরাচার সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি। সব কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঢাকা শহর সবাই মিলে সঙ্গবদ্ধভাবে করেছি। দেশকে পরিপূর্ণভাবে স্বাধীন করেছি। হ্যাঁ এত এত সুখের মধ্যেও একটা হৃদয়ে আঘাত করা এবং চরম দুঃখজনক কথা হচ্ছে এখনো আমাদের দেশ দুর্নীতিতে ভরা, এখনো আমাদের দেশে বৈষম্য বিদ্যমান, এখনো আমরা উত্তরবঙ্গের মানুষ দেশের সুবিধা থেকে বঞ্চিত। কি ভাবছেন এই কথাটা একটু ব্যতিক্রম হয়ে গেল? খারাপ লাগলেও সত্য এটাই ভাই! আমরা উত্তরবঙ্গের মানুষের সাথে সর্বদাই বৈষম্য করা হয়। কিন্তু কেন?
চরম সত্য এটাই আমরা উত্তরবঙ্গের মানুষ হয়তো বাংলাদেশের বাইরের বাসিন্দা। তথা আমাদের বন্ধু রাজ্য ভারতের অধিবাসী আমরা। যার কারণে দেশের পাওয়া সাহায্য গুলো থেকে আমরা বঞ্চিত হই। পূর্বে যা হয়েছে সব ইতিহাসের কথাই বাদ দিলাম। রিসেন্টলি ঘটে যাওয়া একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে চাই আপনারই বিচার করবেন।
কিছুদিন আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলহামদুলিল্লাহ পুরো দেশবাসী মিলে দক্ষিণবঙ্গে ত্রাণ এবং বিভিন্ন সহযোগিতা পাঠিয়েছে। এটাতে আমি এবং আমার উত্তরবঙ্গ সবাই সহযোগিতা করেছি এবং আমরা অনেক খুশি। কিন্তু এই খুশির মধ্যেও একটা দুঃখের বিষয় হলো যখন আমাদের উত্তরবঙ্গে বন্যা হল তখন পুরো দেশ নিশ্চুপ, কেন? হ্যাঁ আমি মানছি কিছুদিন পর আস সুন্নাহ ফাউন্ডেশন সহ আরো কয়েকটি সংগঠন সহযোগিতা করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কোন নিউজফিডে দেখলাম না আমাদের উত্তরবঙ্গের বন্যা নিয়ে মাতামাতি করে কথা বলা ,দেখলাম না কোন সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে আমাদের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি তুলে ধরছে আর দেখলাম না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তরবঙ্গের বন্যাকে নিয়ে ট্রেন্ড এ তুলা। বাহ ভাই কি আশ্চর্যজনক কথা। আমরা তো সভ্য জাতি। কিন্তু সভ্যতার থেকেও অধিকাংশে অসভ্য আমরা, খারাপ লাগলেও এটা মানতেই হবে। ভুলে যাইয়েন না দক্ষিণবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হয় একবার। আর উত্তরবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হয় দুইবার, একবার বন্যায় ডুবে মরে আরেকবার খারায় হাহাকার করে। যাইহোক আমি ছোট মানুষ এখানে আমার বকবক করা বৃথা। তবে আমার পক্ষ থেকে বাস্তবিক কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আমরা উত্তরবঙ্গের মানুষ আজও পুরো দেশের কাছে বৈষম্যের শিকার ,আফসোসের কথা এটাই।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
এখানে আপনার কথায় যুক্তি আছে। উওরবঙ্গের বন্যায় মানুষের কৌতূহল কম থাকে। বিশেষ করে এইবার এইটা বেশি পরিলক্ষিত হয়েছে এবং বিগত সময়েও এমনটা হয়ে আসছে। এটা বৈষম্য বললেও ভুল হবে না। তবে এটার সঠিক কারণটা আমি নিজেও অবগত না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা উত্তরবঙ্গের মানুষরা বরাবরই বৈষম্যের শিকার ভাইয়া। যাইহোক আপনি আমার মনের কথাগুলো বুঝতে পেরেছেন এটা যেন খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit