হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
অজস্র স্বপ্ন বুনি
আমার এ ভাঙ্গা মনে,
ক্ষণে ক্ষণে ভেঙ্গে পড়ি
স্বপ্ন ভাঙ্গার আঘাতে।
সমোর পনে এগিয়ে চলি
সফল হওয়ার আশাতে।
📝অনু কবিতা নং:-২📝
একই রক্ত মাংসে গড়া;
মোরা সকলেই মানুষ,
তবুও কত বৈষম্যতা
নেই যেন তার হুশ।
ওহে মানব হও নত
বর্জন করো অহংবোধ।
📝অনু কবিতা নং:-৩📝
শীতের পরশের স্নিগ্ধতার ছোঁয়া
মনে অনুভূত হয় কোমলতা,
যে পেয়েছে প্রকৃতির প্রেমের ছোঁয়া
সেই বুঝবে প্রকৃতি মায়াময় কতখানা।
মুগ্ধতার ছোঁয়া পেতে চাও
তবে প্রকৃতি প্রেমে নিজেকে লুটাও।
📝অনু কবিতা নং:-৪📝
বহু কবি,দার্শনিক কে করেছে মুগ্ধ
পল্লি বাংলার বিচিত্র সৌন্দর্য।
পল্লীজননী অপরূপ মায়াবতী
যার মাঝে আছে সৌন্দর্যের অপার কির্তি।
ওগো প্রিয় পল্লীজননী
থাকতে চাই তোমার মাঝে,
ঠাঁই দিও মোরে একটুখানি।
📝অনু কবিতা নং:-৫📝
শোনো গো,ও আমার প্রেয়সী
তোমার ব্যক্তিত্বের মায়ায় পড়েছি আমি।
জানো কি?তোমার ঐ চোখের চাহনি,
মুগ্ধ করেছে মোরে কতখানি?
তোমার ঐ কেশের ধরন
দেখিলে যেন মেঘেরাও পায় সরম
কে'গো তুমি রূপ রাজ্যের রূপকুমারি?
মন করে আনচান তোমারে দেখার লাগি।
তোমার চোখের ঐ মিষ্টি চাওয়া,
যা দেখে একটি উপন্যাস যাবে লেখা।
অনু কবিতা নিজের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। ক্ষুদ্র ক্ষুদ্র ভাবগুলিকে সন্ধ্যাকারে খুবই সুন্দর এবং সহজবদ্ধভাবে উপস্থাপন করা যায়। এই অনুভূতি গুলোকে সুন্দর এবং সহজবোদ্ধ ভাবে উপস্থাপন করার অন্যতম মাধ্যম হল অনু কবিতা। আমিও আমার মনের ছোট ছোট অনুভূতিগুলোকে আজকে অনু কবিতার মাধ্যমে শেয়ার করলাম। অনু কবিতা গুলির মধ্যে প্রকৃতি প্রেম শীতের ছোঁয়া মানুষের মাঝে বিভেদ ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমি যদিওবা তেমন এক্সপার্ট নই তারপরেও মনের ছোট ছোট ভাবগুলোকে ছন্দাকারে সাজিয়ে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
বাহ। বেশ সুন্দর কয়েকটি অণু কবিতা লিখে পোস্ট করেছেন ব্লগের মাধ্যমে। দারুন ভালো লাগলো প্রত্যেকটি কবিতা। আপনি যে বেশ ভালো অণু কবিতা লেখেন তা আপনার লেখাগুলির মাধ্যমেই বুঝতে পারলাম। তাছাড়া গ্রামের পরিবেশের ছবিগুলিও খুব সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1879115032623280238?t=sk93HRzjOC2TAfGSBFS1dA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার লিখেছেন ভাই লাইনগুলো বেশ ভালো লেগেছে। কবিতার লাইনগুলো যখন পড়ছিলাম মনে হচ্ছিল আপনি যেন একজন প্রফেশনাল কবি। আপনার কবিতা লেখার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ ভাইয়া আপনাকে একগুচ্ছ সুন্দর কবিতা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি চমৎকার একগুচ্ছ অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করলেন। দ্বিতীয় এবং তৃতীয় কবিতাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি খুব সুন্দর কিছু শব্দ ব্যবহার করেছেন কবিতায়। দারুন হয়েছে প্রত্যেকটা কবিতা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা ছোট ছোট এই কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমি তেমন একটা কবিতা লিখতে পারি না তাই চেষ্টা করি সবার কবিতাগুলো পড়ার জন্য। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমোর পন - সমর্পণ
কির্তি - কীর্তি
কবিতা লেখার জন্য মনের গভীর ভাবনার প্রয়োজন হয়। যা সবার থাকে না৷ কবিদের অল্পবিস্তর দার্শনিকও হতে হয়। আপনার কবিতায় আমি অনেক গভীর ও মানুষের জন্য ভাবনা পেলাম। লিখে যান৷ ভালো লাগল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন, যেগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে আপনার প্রতিটা অনু কবিতা খুব ভালো লেগেছে পড়তে। খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে লিখেছেন আপনি আজকের এই অনু কবিতাগুলো। আশা করি আপনার সুন্দর সুন্দর কবিতা সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর সুন্দর অনু কবিতা গুলো লিখলে এবং অনু কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি অনু কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে অনু কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের অনু কবিতাগুলো যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি তো ভালোই কবিতা লিখতে পারেন দেখছি। খুব সুন্দর কবিতা লিখলেন আপনি অনেকগুলো। প্রতিটি অনু কবিতার লাইনগুলো পড়ে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি কবিতার লাইন আপনি মনের অনুভূতি দিয়ে লিখলেন। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো ভাইজান চমৎকার এই কবিতা গুলো দেখে। আপনি অনেক সুন্দর সুন্দর বেশ কয়েকটা ছোট কবিতা লিখে শেয়ার করেছেন। ভিন্ন ভিন্ন ধরনের কবিতা আর ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ অনেক সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজও আপনার একগুচ্ছ অনু কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতা আমার পড়তে অনেক ভালো লাগে। আপনার কবিতাগুলো পড়ে যা বুঝতে পারলাম আপনি একজন ভালো কবিতা লেখক।আপনার প্রতিটি অনু কবিতা ছন্দে ছন্দে মনের অনুভূতি মিশিয়ে লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার কবিতা শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি কবিতার দারুন লেগেছে। সত্যি তো আমরা সবাই রক্তে মাংসে করা তাহলে এত ভেদাভেদ কিসের? প্রত্যেকটি কবিতা লাইন দারুন হয়েছে বিশেষ করে এই কবিতাটি। কবিতাগুলো পড়ি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট ছোট কবিতা লিখতে আমার কাছে খুব ভালো লাগে। মাঝেমধ্যে আমিও চেষ্টা করে থাকি কবিতা লিখে প্রকাশ করতে। আপনিও বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন তাই কবিতাগুলো অনেক সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া এখানে কেউ প্রফেশনাল কবি নয় তবে সবাই তার মনের অনুভূতি বিভিন্ন কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। তেমনি আপনার অনুভূতি গুলো আজ অনু কবিতার মাধ্যমে তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো। অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার ভাষাগুলো আমাকে মুগ্ধ করেছে।কবিতায় শব্দচরণ ছিল এক কথায় অসাধারণ। খুবই ভালো লাগলো কবিতা গুলো পড়ে।শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতার মধ্যে নিজের ছোট ছোট মনের অনুভূতি প্রকাশ করা যায়। এবং আপনি ভিন্ন ভিন্ন টফিক নিয়ে মনের অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার সবগুলো অনু কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit