সম্পর্ক দূর থেকেই সুন্দর।।

in hive-129948 •  10 months ago 
❤️আসসালামুআলাইকুম❤️

২৬ডিসেম্বর২০২৩,মঙ্গলবার
আমি @shahid540 বাংলাদেশ থেকে।

হ্যাল্লো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো।বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

Yellow Orange Modern Minimalist Webinar Marketing Banner_20231226_214430_0000.png
সোর্স

🥰সম্পর্ক দূর থেকেই সুন্দর ও লং লাস্টিং🥺

আমরা আমাদের দৈনন্দিন জীবনে কত মানুষের সাথেই না পথ চলি এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তুলি।মূল কথাটা হচ্ছে যেকোনো সম্পর্ক গড়ে তোলাটা যতটা সহজ কিন্তু সেই সম্পর্ককে চিরস্থায়ী রূপ দেওয়াটা খুবই কঠিন।কঠিন বললাম কেনো?আমরা আমাদের আশেপাশের পরিবেশের বা সমাজের প্রতি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে,আমাদের আসে পাশের এমন কিছু কিছু সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায়, যে সম্পর্ক গুলো একটা সময় খুবই ঘনিষ্ঠ ছিল।আর তাদের সম্পর্কের কথা কম বেশি আশেপাশের লোকজন সবাই বলতো।আবার এই সম্পর্ক গুলোতে একটা সময় আসে যে তাদের দুজনের মাঝে এমন একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে তারা দুজন দুজনের মুখটা অব্দি দেখতেও ঘৃণা বোধ করে,আশেপাশে থাকা তো দূরের কথা।কিন্তু এমনটা হওয়ার মূল কারণটা কি?বা দুজনের মাঝে দূরত্ব তৈরি হওয়ার মধ্যে কোন বিষয় বা কোন জিনিসটা সব থেকে বেশি দায়ী।

সম্পর্কে কেনো দূরত্ব বা নষ্ট হয়?

সম্পর্ক হলো এমন একটা জিনিস,যেটাকে একটা মরিচা পড়া লোহার সাথে তুলনা করা যায়।অর্থাৎ সম্পর্ক কে যদি আমরা ভালোভাবে আগলে রাখতে পারি তাহলে সেই সম্পর্ক চিরস্থায়ী হয়।একটি বন্ধন কে অটুট রাখতে গেলে অবশ্যই দুই জনের সমান ভাবে চাওয়া থাকতে হবে।যদি কোনো সম্পর্ককে শুধু মাত্র একজনই টিকিয়ে রাখতে চেষ্টা করে তাহলে সেই সম্পর্ক কখনো কোনো দিনো টিকবেনা।

আসুন বিষয়টিকে কিছু উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করি।আমরা যখন মূলত কোনো জিনিস কে অধিকাংশ সময় ধরে ব্যবহার করি বা কোনো জিনিস যদি আমাদের সাথে অধিকাংশ সময় ধরে থাকে তাহলে অবশ্যই ওই জিনিসটার প্রতি আমদের অবহেলা তৈরি হয়ে যায়।সেটাকে আমরা মূল্যহীন ভাবি আর তার কদর দিতে অস্বীকার করি। একটা সময় সে জিনিসটাকে আমরা আর যত্ন করি না অর্থাৎ সেই জিনিসটাকে আমরা জীবন থেকে মুছে ফেলি বা দূরে কোথাও ছুড়ে মারি।ঠিক তেমনি যখন আমরা কোনো মানুষের সাথে বা বন্ধুর সাথে অধিকাংশ সময় পার করি ঠিক তখন আমাদের ওই সম্পর্কটাকে মূল্যহীন মনে হয়। এক পর্যায়ে আমরা সেই সম্পর্কটাকে নষ্ট করে ফেলি।

আর ছোট্ট একটি উদাহরণ দিই,মূলত সন্দেহ থেকেও আমাদের সম্পর্ক গুলো ধ্বংস হয়ে যায়।আমাদের সম্পর্কগুলো সন্দেহ নামক ভাইরাসটাই বেশি পরিমাণে ধ্বংস করে ফেলছে।কিন্তু অধিকাংশ সময় লক্ষ্য করা যায় যে, আমরা যে বিষয় নিয়ে সম্পর্কযুক্ত মানুষটাকে সন্দেহ করি সে মূলত আদৌ ওই বিষয় সংযুক্ত থাকেনা।
শেষের কথা হচ্ছে,আমরা যেনো অকারণে সম্পর্কযুক্ত মানুষ টাকে সন্দেহ না করি বা তার থেকে কিছু না লুকাই।আর আমাদের উচিত কোনো সম্পর্ককে শেষ অব্দি নিয়ে যেতে দুজনকেই সমান সজাগ থাকতে হবে।আর বন্ধুত্ব নামক জিনিসটার প্রতি মর্যাদাবান হওয়া উচিত।আজকের মত এখানেই আমার ব্লগ টি শেষ করলাম।আল্লাহ হাফেজ।

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ
![received_6740871932674823.jpeg]()

received_150935148111922.jpeg

vote@bangla.witness as a witness

received_1423949511668636.jpeg

Or

received_686410693469029.jpeg

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে অবহেলাও সন্দেহ থেকে বন্ধুত্ব কিংবা ভালোবাসা নষ্ট হয়ে যায়।বন্ধুত্ব কিংবা অন্যকোন সম্পর্ক টিকে থালে আগলে রাখার কারণে।অকারণে সন্দেহ করে সম্পর্ক নষ্ট করা মোটেও ঠিক নয়।খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজকের পোস্ট টি ফুটিয়ে তুলেছেন।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি।

একদমই ঠিক বলেছেন ৷ সম্পর্ক এমন একটা জিনিস , যতক্ষণ এর যত্ন নিবেন ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে ৷ আবার একার ইচ্ছে কিংবা চাওয়াতেও সম্পর্ক বেশিদিন টিকে না ৷ দু'জনার সম্পর্ক দুজনকেই চাইতে হবে , যত্ন নিতে হবে ৷ তাহলেই সম্পর্ক ভালো থাকবে ৷ যাই হোক , আপনি সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন বিষয়টা ৷ অনেক ভালো লাগলো পোস্টটি পড়ে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

আমার জেনারেল রাইটিং টি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাইয়া।আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্যে।

একদমই ঠিক বলেছেন। সম্পর্ক এমন একটা মূল্যবান জিনিস, যতদিন পর্যন্ত আপনি এই সম্পর্ককে যত্ন সহকারে রাখবেন ততদিন পর্যন্ত তা টিকে থাকবে৷ যখন থেকে যত্ন নেওয়া থেকে বিরত হয়ে যাবেন তখন থেকেই আপনার সম্পর্ক দুর্বল হতে থাকবে৷ সম্পর্ক তৈরি করার চেয়ে সে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্টসাধ্য৷ শুধুমাত্র একজন ব্যক্তি সম্পর্কের প্রতি অনেক সিরিয়াস হলে অন্যজন যদি তা তুচ্ছতাচ্ছিল্ল মনে করে তখনও সম্পর্ক টিকে থাকবে না৷ দুজনকেই সম্পর্কের মূল্য বুঝতে হবে৷ দুজনকে সম্পর্কের প্রতি গুরুত্ব দিতে হবে৷ তা না হলে সম্পর্ক কখনো টিকে থাকবে না৷ খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য৷

একটা সময় যে সম্পর্ক গুলোকে নিয়ে মানুষ কথা বলতো, দেখা যায় পরবর্তীতে সেই সম্পর্কগুলো ভেঙে যায়। একটা সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখার জন্য, দুজন মানুষেরই সমান চেষ্টা থাকা উচিত। যে সম্পর্কের মধ্যে সন্দেহ আসে সেই সম্পর্কটা দুইদিনও টিকে না। কিন্তু যে সম্পর্কটা বিশ্বাস দিয়ে তৈরি হয় সেই সম্পর্ক সারা জীবন ও টিকে থাকে। দুইজনের চাওয়া পাওয়া যদি এক থাকে, তাহলে কেউই ওই সম্পর্কটা নষ্ট করতে পারবে না। সন্দেহ নামক সেই কারণের জন্যই বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় বলে আমি মনে করি। খুবই সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট লিখেছেন আপনি, যেটা আমার খুব পছন্দ হয়েছে।

আসলেই সম্পর্ক দূর থেকে সুন্দর এটা ঠিক। তবে কিছু কিছু সম্পর্ক রয়েছে কাছে থাকলে ভেঙ্গে যায়। বেশিরভাগ সম্পর্ক এখন ভেঙে যায় সন্দেহ নামক এই বিষয়টার কারণে। দুজনের একসাথে পথ চলার জন্য অবশ্যই দুইজন দুইজনার প্রতি বিশ্বস্ত হতে হবে। আমরা যদি একে অপরের প্রতি বিশ্বাস টাই না রাখতে পারি তাহলে কিভাবে পারব পুরোটা জীবন একসাথে থাকতে। আর এই জন্য সংসারটা বেশিদিন টিকবেও না। সন্দেহ আর অবহেলা একটা সংসারকে ভেঙে দিতে যথেষ্ট।

বেশ সুন্দর বিষয় উপস্থাপন করেছেন। সত্যি আসলে কিছু কিছু সম্পর্ক দূর থেকে সুন্দর। সম্পর্ক ভালো থাকার জন্য সবসময় সম্পর্কে থাকা মানুষের কাছাকাছি থাকা উচিত নয়। যে সম্পর্কে মাঝে বিশ্বাস এবং আস্থা থাকে সে সম্পর্ক দূর হোক কিংবা কাছের হোক তা সব সময় সুন্দর। সম্পর্ক ভালো রাখার জন্য বিশ্বাস থাকাটাই প্রয়োজন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।